সহজ কথা যায় না বলা সহজে
কথাটা ভীষণ রকম সত্য।
ধরা যাক আপনি একটা বই পড়লেন। মনোবিজ্ঞানের বই। সেখানে মানুষ কখন র্যাশনালি চিন্তা করে, কখন ইর্যাশনালি ব্যবহার করে তার পেছনের কার্যকারণ, ইতিহাস ইত্যাদি জানতে পারলেন। লেখকের থিওরি আপনার খুবই পছন্দ হয়েছে।
এখন আপনি আপনার ব্যক্তিগত জীবনে এই নতুন থিয়োরি ব্যবহার করা শুরু করলেন।
শুধু তাই নয় আপনি লেখকের থিয়োরি অন্যদের কাছেও — আপনার বন্ধু বান্ধব, কলিগ প্রতিবেশী, ছাত্র ছাত্রী — সবার কাছেই বর্ণনা করা শুরু করলেন। বাকিদেরও উদ্বুদ্ধ করার চেষ্টা করলেন কেন আমাদের এই থিয়োরি মানা উচিৎ, ফলো করা উচিৎ। এই থিয়োরি কীভাবে মানবজীবনের সব জটিল ভুলের জন্য দায়ী। এই থিয়োরি মানলে কীভাবে সম্পর্ক ভাঙন ঠেকানো থেকে শুরু করে অনেক সাধারণ সমস্যা এড়ানো যাবে।
আপনার এই থিয়োরি অন্যদের কাছে ঠিকমত পৌঁছানো, অন্যদেরকে কনভিন্স করা এইগুলা কিন্তু সহজ বিষয় নয়! এখানে সমস্যা বেশ কয়েকটি।
প্রথমত, সময় একটি বড় সমস্যা! বইটি যখন আপনি পড়েছেন তখন লেখক শত শত পৃষ্ঠার সাহায্য নিয়ে বিষয়টি উদাহরণ, তথ্য, তত্ত্ব, চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করে আপনাকে বুঝিয়েছেন। আপনি বইটি পড়েছেন এবং চিন্তা করেছেন এটি নিয়ে। কিন্তু আপনি যখন অন্য মানুষকে এই একই থিয়োরি ব্যাখ্যা করে শোনাতে যান আপনার হাতে থাকে লিমিটেড সময়! তখন আপনি কীভাবে বুঝাবেন এই পুরো থিয়োরি?
দ্বিতীয়ত, টার্মিনোলজির সমস্যা। ধরা যাক এই থিয়োরির কিছু নিজস্ব টার্ম ছিলো, যেমন ধরেন বায়োলজির থিয়োরিগুলার যেমন নিজস্ব টার্ম আছে, মিউটেশান, ক্রসওভার, সিলেকশন ইত্যাদি। এই থিয়োরিরও আছে। ধরা যাক এই থিয়োরির ২ টা মেজর টার্ম আছে, একটা হচ্ছে সিস্টেম ১ আর একটা হচ্ছে সিস্টেম ২। আপনি বইটা পড়ে এই টার্মগুলার সাথে যতটা পরিচিত এবং যতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন এই টার্ম গুলা ইউজ করতে, নতুন একজনের কিন্তু এত সহজ হবে না এই টার্মগুলা ইউজ করতে! তারা আপনার মতো অনেক সময় পায় নি টার্মগুলা জানতে, বুঝতে এবং ব্যবহার করতে। তাই আপনি যখন আপনার থিয়োরি ব্যাখ্যা করবেন তখন আপনার উচিৎ হবে এই সব টার্মগুলার ব্যাপারে সতর্ক থাকা।
তৃতীয়ত, দ্য কার্স অফ নলেজ। জ্ঞানের অভিশাপ! এটি সবচেয়ে বড় সমস্যা! একটা জিনিস যখন আপনি বুঝে যান, সেই বিষয়ে যখন জ্ঞানী হয়ে যান তখন সেটা আপনার কাছে অনেক সহজ হয়ে যায়। আপনি তখন ভুলে যান এই জিনিসটা একটা সময় আপনার কাছে কঠিন ছিল। তখন এই বিষয়টা যারা জানে না তারা বুঝতে কী সমস্যা ফেইস করে সেটা আপনার পক্ষে বোঝা কঠিন হয়ে দাঁড়ায়। এটাকেই বলে জ্ঞানের অভিশাপ। আপনার কাছে বিষয়টাকে অনেক বেশি অবভিয়াস কিংবা ট্রিভিয়াল মনে হয়। অথচ অন্যের কাছে এই বিষয়টা নতুন এবং কঠিন। তাই অন্যের কাছে একটা নতুন বিষয় ব্যাখ্যা করতে গেলে আপনাকে একটু সাবধান হতে হবে। আপনি একটা বিষয়/ থিয়োরি ভালো বোঝেন তার মানে এই না সেই থিয়োরি বাকিরাও ভালো বুঝবে। আর সবার বোঝার ক্ষমতাও এক নয়। [ এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনার লেখাকে আরেকজনকে দেখিয়ে নিতে পারেন, আর বক্তৃতার সময় বিভিন্ন অডিয়েন্স এর কারণে বলে বলে ঝালিয়ে নিতে পারেন। ]
অনেকে ব্যক্তিগত জীবনে আরেকটি বড় সমস্যা ফেইস করেন সেটি হচ্ছে লেবু বেশি কচলানো! আপনি একই থিয়োরি বার বার সবার সামনে ইউজ করলে সবাই বিরক্ত হতে পারে! আপনি এই থিয়োরি দ্বারা মুগ্ধ তার মানে কিন্তু এই না যে বাকিরাও এই থিয়োরি দ্বারা ততটাই মুগ্ধ! আপনার অতি ব্যবহারের কারণে মানুষ আপনাকে এবং আপনার এই থিয়োরিকে মানুষ অত সিরিয়াসলি নাও নিতে পারে! সুতরাং আপনি এটা অতি মাত্রায় পছন্দ করলেও পরিমিত পরিমাণে ব্যবহার করাটা বুদ্ধিমানের কাজ হবে।
লেখা লেখি কিংবা বক্তৃতায় ভালো করা বেশ কঠিন কাজ। অনেক অনেক চর্চার দরকার হয়।
সুতরাং আপনি যদি ভালো করতে চান আপনাকে অনেক কিছুই মাথায় রাখতে হবে এবং অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। মনে রাখবেনঃ
সহজ কথা কইতে আমায় কহ যে
সহজ কথা যায় না বলা সহজে।
সহজ কথা যায় না বলা সহজে।
এটার একটা নাম আছে, “লেম্যান এর টার্ম” । যখন থিওরিটিকাল নলেজ কাউকে শেখানোর চেস্টা করা হচ্ছে, তখন বুঝতে হবে যে শ্রোতা নিজে কতদুর বুঝতে পারে, এবং সেই থিওরিকে প্রকাশ করার সময় নলেজটাকে ওই লেভেল এ সামারাইজ করতে হবে যাতে সে মুল বিষয়টুকু ধরতে পায়।
এই ধরনের ঘটনায় ভুক্তভোগী এবং ভোগান্তি সৃষ্টিকারী হবার অভিজ্ঞতা দুটোই আছে। তবে সবসময় অপর পক্ষকে গালাগালি করেই গেছি এতদিন। এখন আসল ব্যাপারটা বুঝলাম
নতুন ভাবে ভাবতে শেখা গেল… :clappinghands:
অনেক কিছু শিখলাম! এমন কাজের একটা পোস্ট খুব দরকার ছিলো। ইনশাল্লাহ প্রয়োগ করার চেষ্টা করবো।
Assalamu Alykum.ami shorob a registration korte chai bt amake bar bar error dekhachhe ERROR: This username is invalid because it uses illegal characters. Please enter a valid username.etar shomadhan diye amake ki ektu upokar korte paren pls.shorob theke help neyar kun rasta pacchina tai onekke e msg diyechi.keu ekhono response koreni.