তথ্য আদান-প্রদান এখন হাতে তুড়ি বাজাবার মতই সহজ হয়ে গিয়েছে। আর যে কারণে এতটা সহজ হয়ে গিয়েছে তথ্যর এই আদান-প্রদান, তা হল ইন্টারনেট।
দিনকেদিন ইন্টারনেট হয়ে উঠছে আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম প্রধান অনুষঙ্গ। চলুন দেখে নেই, ইন্টারনেটে আমাদের রোজকার কারসাজি নিয়ে ছোট্ট কয়েকটা তথ্য:
খুবই অল্প সময়ে কিছু তথ্যের সমাবেশ করবার চেষ্টা করেছি এখানে। আরও বিস্তৃতভাবে তথ্য সংগ্রহ করে, সময় নিয়ে যত্ন করে কাজ করলে হয়ত আরও ভালোভাবে বোঝা যেত আমাদের দৈনন্দিন জীবনে ইন্টারনেটের প্রভাব কতটা! বোঝা যেত, সময়ের সাথে সাথে কিভাবে ইন্টারনেটের উপর আমাদের নির্ভরতার হার বাড়ছে। বলাই বাহুল্য, আমি যদি আরও বিস্তৃতভাবে তথ্য জোগাড়ের চেষ্টা করতাম, অবশ্যই মূল ভরসা হিসেবে ইন্টারনেটকেই বেছে নিতাম!
তথ্যসূত্র:
http://techland.time.com/2014/
http://about.usps.com/
http://www.businessinsider.com/
http://www.huffingtonpost.com/
http://youtube-global.blogspot.com/
http://time.com/