লুঙ্গি দেশের একটি ঐতিহ্যবাহী পোষাক! গ্রামীন জনপদের সকল বয়সী পুরুষের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ।
শহরের আধুনিক ছেলেরা থ্রী-কোয়ার্টার নামক পোষাক ছাড়া আর কিছু বুঝেনা।
এমনকি এরা পোষাক পরিবর্তনের সময়ও লুঙ্গি ব্যবহার করে না। অনেকেই আছে জীবনে লুঙ্গি দেখেও নাই। নেংটু হয়ে জামা-কাপড় পাল্টায়। শরম নাই।
জাতীয় জীবনে লুঙ্গির গুরুত্ব বলে বুঝানো যাবে না। তারপরেও ২-৪ টা না বললেই না।
০১. লুঙ্গি পড়তে এবং খুলতে খুবই অল্প সময় লাগে। গিনেস বুকে নাম থাকতে পারে এই ব্যাপারে। না থাকলে অতি শীঘ্রই নিবন্ধন করানো দরকার।
০২. আয়রন করানোর দরকার হয় না। প্রচুর পরিমাণে বিদ্যুত বেঁচে যায় এ কারণে। দেশের সব লুঙ্গি পরিধাণকারী যদি আয়রন করে পরতো, তাহলে দেশে যে কি পরিমাণ বিদ্যুত ঘাটতি দেখা দিতো, সেটা ভেবে শিউরে উঠতে হচ্ছে।
০৩. সহজেই ধোয়া যায়। খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়।
০৪. প্রয়োজনের হাটুর উপর ভাজ করে ঢং করা পড়া যায়।
০৫. জরুরী প্রয়োজনে মালকোচা দিয়ে পড়া যায়। গ্রামীণ জনপদে এই ভাবে লুঙ্গি পড়ার বেশ প্রচলন দেখা যায়,। ক্ষেতের কৃষক, জেলে সহ বেশ কিছু পেশার মানুষ এভাবে নানা প্রয়োজনে পরেন।
০৬. অন্যান্য জামা-কাপড়ের তুলনায় দাম বৃদ্ধির হার বেশ কম। একটা শার্ট আগে ৬০০-৭০০ এ পাওয়া যেত। এখন ১২০০-১৪০০ হয়ে গেছে। লুঙ্গির দাম এত নির্লজ্জ ভাবে বৃদ্ধি পায়নি।
………………….
অনুসন্ধান লুঙ্গির একটা অ্যাড দেখাতো টিভিতে।
মেয়ে যাবে তার বান্ধবীর বাসায়। মামাকে বলতেই, মামা বলে, “আমি রেডি!”
মেয়ে: কি বলছো মামা! লুঙ্গি পড়ে যাবে আমার বান্ধবীর বাসায়!
মামা: তোর বান্ধবীর বাবা আমার বন্ধু! লুঙ্গি পড়েই তো যাবো! অনেক সন্ধান করে কিনেছি, “অনুসন্ধান লুঙ্গি!”
তারপর দেখা গেলো, ঐ বন্ধুও লুঙ্গি পরে বসে আছেন।
…………..
“প্রতিদিনের সঙ্গী, স্ট্যান্ডার্ড লুঙ্গি” এই শিরোনামে একটা অ্যাড দেখাতো।
বেশ সুর করে এই কথাটা বলতো।
………………………
লুঙ্গি সামলাতে মোটামুটি শৈল্পিক পর্যায়ের দক্ষতা প্রয়োজন।
রাতে ঘুমানোর সময় যে লুঙ্গি ঠিকমত থাকলেও, সকালে দেখা যাবে বিছানা থেকে ১০-১৫ হাত দূরে পড়ে আছে! খুবই চিন্তার বিষয়।
এ থেকে পরিত্রানের অন্যতম উপায় হলো লুঙ্গির নিচের অংশে একটা গিট্টু দেওয়া। খুব ক্রিটিকাল সমস্যা হলে, এড়িয়ে যাওয়াই ভালো।
……………………
ভূটানের রাজা, নেপালের রাজা এসব মানুষজন দেখি দেশীয় ঐতিহ্যবাহী পোষাক পড়ে দেশ-বিদেশ ঘুরে বেড়ান।
হোক সেটা কমনওয়েলথ এর মিটিং অথবা চা-নাস্তা খাওয়া।
আমাদের দেশের প্রেসিডেন্ট এর উচিত লুঙ্গি আর ফতুয়া পড়ে যাওয়া।
…………………..
— ভাবতেসি পরদিন লুঙ্গি পরে দেখা করতে আসবো!
— থাক থাক! তুমি বাসায় থেকো, আমি গিয়ে দেখা করে আসবো!
……………
লেখা শেষ।
দুই লাইন বৃদ্ধি পাইসে দেখা যাচ্ছে :happy:
হাসতে হাসতে শেষ! =))
শেষের কথোপকথনটা কাদের ছিলো? 😛
আমি বুঝে গিয়েছি কাদের ছিল 😛
আবার হাসলাম 😛 এমন হাসি হাসি মজার লেখা লিখে যাও ভাইয়া 🙂
লুঙ্গি দিয়ে পতাকা বানানো হৌক।
লুঙ্গি পরতাম চাই!!
হাসতে হাসতে চেয়ার থেকে পরে গেসি। 🙄
এবার ক্ষতিপূরণ হিসেবে একটা লুঙ্গি কিনে দেন। 😛
তোর ক্ষতিপূরণের লুঙ্গি রাইতে তোর বেহাল দশা করব।
আর যা-ই চাস লুঙ্গি চাইস না। 😛
“অনেকেই আছে জীবনে লুঙ্গি দেখেও নাই। নেংটু হয়ে জামা-কাপড় পাল্টায়। শরম নাই।”>> 🙄
“লুঙ্গি পড়তে এবং খুলতে খুবই অল্প সময় লাগে। গিনেস বুকে নাম থাকতে পারে এই ব্যাপারে।”>> 🙄
“লুঙ্গি সামলাতে মোটামুটি শৈল্পিক পর্যায়ের দক্ষতা প্রয়োজন।
রাতে ঘুমানোর সময় যে লুঙ্গি ঠিকমত থাকলেও, সকালে দেখা যাবে বিছানা থেকে ১০-১৫ হাত দূরে পড়ে আছে! খুবই চিন্তার বিষয়।”>> 🙄 🙄
আল্লাহ গো, ইয়াদ!
আল্লাহ! আমারে কেউ ধর তোরা! 🙄 🙄 🙄
😀 🙄
=)) 🙄
খুবই মজার লিখা 🙄
হাসতে হাসতে শেষ ………:roll:
হা হা প গে =)) 🙄 🙄
আরেকটা ভালো দিক আছে লুঙ্গির (যদিও ছুডবেলায় একবার পড়েই পড়া ছেড়ে দিয়েছিলাম! :P)
পুরাই এয়ার কন্ডিশনড! ফুল থ্রটল! 😀
আসল কথাই কই নাইক্যা! লিখাটা কুপ্পা!!! :guiter:
ছুডবেলায় একবারই পরছিলি! পুরাই এয়ার কন্ডিশনড! ফুল থ্রটল! 🙄 🙄
কী পোস্টের কী কমেন্ট রে ভাই!! 🙄 🙄 🙄
😛
“লুঙ্গি পড়তে এবং খুলতে খুবই অল্প সময় লাগে। গিনেস বুকে নাম থাকতে পারে এই ব্যাপারে।”
পুরাই অস্থির, হাসতে হাসতে গড়াগড়ি …. 🙄 🙄 :happy:
ইয়াদ, মাইরা ভর্তা কইরা দিতে মঞ্চাইতেসে তোরে! :haturi:
এইসব কী লেখা? পড়ে মনে হইলো রচনা পড়তেসি। কিন্তু তাই বলে এইরকম বাক্য কেন? শহরের আধুনিক ছেলেরা থ্রী-কোয়ার্টার নামক পোষাক ছাড়া আর কিছু বুঝেনা।
এমনকি এরা পোষাক পরিবর্তনের সময়ও লুঙ্গি ব্যবহার করে না। অনেকেই আছে জীবনে লুঙ্গি দেখেও নাই। নেংটু হয়ে জামা-কাপড় পাল্টায়। শরম নাই।
হাসতে হাসতে গড়াগড়ি অবস্থা। চরম হইসে। এই লেখার স্টাইল আমার ম্যালা ভালো লাগে :yahooo:
🙄
দারুন ইয়াদ, চালিয়ে যাও। আরো হাসির লেখা পড়তে চাই :penguindance:
🙄
শেয়ার করসি হা হা হা বিশেষ একটা লাইন
লুঙ্গি সামলাতে মোটামুটি শৈল্পিক পর্যায়ের দক্ষতা প্রয়োজন।
রাতে ঘুমানোর সময় যে লুঙ্গি ঠিকমত থাকলেও, সকালে দেখা যাবে বিছানা থেকে ১০-১৫ হাত দূরে পড়ে আছে! খুবই চিন্তার বিষয়।:P:P
নতুন সংযোজিত লাইন দুইটা পইড়া হাসতে হাসতে কাহিল হয়ে গেলাম 🙄 =))
ভালোই বুঝছ তাহলে!
পোস্টের অবতারণা এই দুই লাইনের জন্যই! 🙂
=)) 🙄 =)) 🙄 =)) 🙄
এই পোস্ট আবার পড়লাম! আবার হাহাপগে!
=)) 🙄
দারুন হয়েছে ভাইয়া !!! :huzur:
ছোটবেলায় সুন্নতে খাতনার সময় পড়তাম। সত্যি ঘুমের মধ্যে ইহা সামলানো বেজায় ঝামেলা। কোনদিন সকালে উঠে লুঙ্গি খুঁজে পাই নাই। 😛
লেখাটা জট্টিল হইছে। 😀
অস্থিইইইইইর!!! 😀 😀
🙄 🙄 🙄
(বাই দ্য ওয়ে… লুঙ্গির উপরে কোন পোশাক আছে নাকি!! ইহাকে ‘জাতীয় পোশাক’ ঘোষণা করা হউক!! 😛 )