আধটুকরো পঙতি

judy-thompson-silver-lake-reflections-72dpi-660px

[১]
টুপটাপ-
বৃষ্টিতে জানালার শার্সিতে
এলোজল এঁকে চল
চুপচাপ
বকুলের সৌরভ, ঘোরলাগা অনুভব
দৃষ্টি-
জলে আঁকা ব্যাকুলতা, বলো কথা,
বৃষ্টি!

[২]

সবুজ ঘাসের বৃষ্টিপুকুর,
অঝোর জলে ভিজলো দুপুর!
ইচ্ছেপূরণ বৃষ্টিভেজা!
আজ ভিজে যা!

[৩]

জানলা খোলা, বৃষ্টিছটা, জলো হাওয়ায় পর্দা কাঁপে।
আকাশজলের কয়েকফোঁটা পড়লো গরম চায়ের কাপে
মন ভিজে যায়-
মন ভিজে যায়-
বৃষ্টি-তাপে!

[৪]

কানের দুলে একফোঁটা জল
তারার মত জ্বলে
বৃষ্টিভেজা চোখের পাতা
ঘুমের কথা বলে।

[৫]

সুন্দর ডায়েরিগুলোতে শেষ পর্যন্ত আর লেখা হয় না,
পাছে ভয় হয় কোন কারণে যদি কাটাকুটি হয়,
পাতা ছিঁড়ে যায়?
সাদামাটা ডায়েরিগুলোই ভরে থাকে
অজস্র লেখালেখিতে,
রাজ্যের কাটাকুটি,
ছেঁড়া পাতা,
জোড়া পাতা,
হরেক কালি পেন্সিলের আঁচড়ে।
অনিন্দ্যের গৌরব সৌন্দর্যে আর
আটপৌরের গৌরব উপযোগিতায়।

[৬]

তোমার কবিতার আবেদনময়ী দেহ আছে,
আছে চোখ ঝলসে যাওয়া আভরণ,
আমদানীকৃত প্রসাধন।
মাফ করো!
আমি তোমার কবিতায় কোনো হৃদয় খুঁজে পাই নি।

[৭]

‘ঘুমুতে যাও’, বলছে আকাশতারা।
‘তুমিও কেন জেগে?’,
হেসে শুধায় নয়নতারা।

[৮]

জানি, তারা!
তোমাদের খুব ভালোবাসা,
অমেয় পথ পাড়ি দিয়ে কাছে আসা
হবে না কখনো ভুলে জোনাকির আশা!

[৯]
চিলের ডানায় জলের কালি
কাশের পাতায় নীল,
মন হয়ে যায় আকাশ তখন
মন হয়ে যায় চিল।

[১০]

এসো, হাতে হাত ধরি, হেঁটে চলি- দুর্বার
শ্লোগানে, শোণিতে- হোক রাজপথে সংসার!

[১১]

জানতে ইচ্ছে করে,
যাদুকরও কি নিজের যাদুতে
মুগ্ধ হয় কখনো?

[১২]

ফিরে এলেও
সব থাকে না আগের মতো,
অনবধানে সময় লুকায় গভীর হৃদয়ক্ষত
সম্ভবত, স্মৃতিও
আমার থাকবে না অক্ষত!

[১৩]

বুকপকেটে সাহস পুরে
সাগর যাদের অল্পচেনা
উলটো স্রোতে ভাসান নায়ে
যাচ্ছে ক’টি নাবিকসেনা!

 

এই লেখাটি পোস্ট করা হয়েছে কবিতা, ছড়া, সাহিত্য-এ এবং ট্যাগ হয়েছে , , , স্থায়ী লিংক বুকমার্ক করুন।

4 Responses to আধটুকরো পঙতি

  1. সামিরা বলেছেনঃ

    কী জিনিয়াস! এত দারুণ কীভাবে লিখো?

    “সুন্দর ডায়েরিগুলোতে শেষ পর্যন্ত আর লেখা হয় না,
    পাছে ভয় হয় কোন কারণে যদি কাটাকুটি হয়,
    পাতা ছিঁড়ে যায়?
    সাদামাটা ডায়েরিগুলোই ভরে থাকে
    অজস্র লেখালেখিতে,
    রাজ্যের কাটাকুটি,
    ছেঁড়া পাতা,
    জোড়া পাতা,
    হরেক কালি পেন্সিলের আঁচড়ে।
    অনিন্দ্যের গৌরব সৌন্দর্যে আর
    আটপৌরের গৌরব উপযোগিতায়।”

    মনের কথা! আমারো এমন মনে হয়। তাই বলে সেটাকে এভাবে প্রকাশ করা যেতে পারে কল্পনাতেও আসে নি কখনো।
    খুব কম মানুষের লেখা ছড়া/কবিতা পড়েই মুগ্ধ হই আমি। আজকে যেমন হলাম। কবিতার পোস্ট ভেবে প্রথমে ক্লিক করবো কিনা তাই নিয়েই দ্বিধান্বিত ছিলাম, এখন ভাবছি – ভাগ্যিস!

  2. শারমিন বলেছেনঃ

    অনেক সুন্দর
    অনেক অনেক ভালো লেগেছে
    মিষ্টি ছড়া :love: :love:

  3. মাধবীলতা বলেছেনঃ

    অনেকদিন পর সরবে আসলাম এবং মন সিক্ত করা একখানি কবিতা পড়ে ফেললাম। :love:

  4. রুহশান আহমেদ বলেছেনঃ

    নানান জটিলতায় ভরা সময়ে সুখসুখে লাইনগুলো পড়ে বেশ লাগলো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।