বিষন্ন বিভ্রান্তি

দেখি শুধু ঝরাপাতা প্রাণহীন ভুল
ফিরে পেতে চাওয়া যত ইচ্ছের ফুল

বলে যাই স্তব্ধতা দূরত্ব জুড়ে
সুখ জাগানিয়া সুর ঘুণ খেলো কুরে

ভাবনায় জমে এসে জগতের ত্রাস
রোদজ্বলা সময়-কে ধোঁয়াশার গ্রাস

ছুঁয়ে দেখি… না কোন ছোঁয়াছুই নাই
আমি হই জঞ্জাল, পুড়ে যাওয়া ছাই

রুহশান আহমেদ সম্পর্কে

ছোটবেলা থেকেই টুকটাক লিখতাম, পত্রিকায় পাঠাতাম। ছাপা হতোনা, ভাবতাম দেশে এত লেখক কেন! তারা না থাকলে হয়তো আমার লেখা ছাপাত। যেদিন ব্লগের সাথে প্রথম পরিচয় হয়, আমি যেন আকাশের চাঁদ না, আস্ত একটা গ্যালাক্সী পেয়ে গেলাম। সেই গ্যালাক্সীতেই অবিরত বিচরন, বিট বাইটের প্রহেলিকায় একটু একটু অস্তিত্ব রেখে যাওয়া... পাথর কুঁচি, পাতা বাহার, রঙ্গনে- ভীড় জমালো শৈশবেরা-  রৌদ্রহীন এই বিষন্নতার প্রাঙ্গনে।
এই লেখাটি পোস্ট করা হয়েছে কবিতা-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।