ঐ তোরা আমাদের জাত চিনিস? সত্যিই চিনিস তো?
খুব নিরীহ সাধারন কতগুলো মানুষ ছিল, খুব সাধারন। নিজেদের মত চলত, কারো সাতে পাঁচে নেই। একদল গর্ধব মনে করল, আরে এরা তো কিছুই করতে পারবেনা!! তাইলে এক কাজ করি, এদের কে চাকর বানায়া নেই। প্রথম আক্রমন করল প্রাণপ্রিয় মাতৃভাষায়, ওদের ভাষা আর ওদের থাকতে দিবনা। আল্লাহ!! গর্ধব গুলা বলে কি!! নিরীহ মানুষগুলো ভাবলো ভাষাকে তো আর কেড়ে নিতে দেয়া যায় না!! রক্ত ঢেলে দিল নির্দ্বিধায়, আমার বাংলাকে ওরা কেড়ে নিতে পারলোনা। মানুষগুলো একান্ত শান্ত ছিল বলেই কিনা, জীবন দিয়েই ক্ষান্ত রইল।
এরপর? তখন শুধু ত্যাগ ই স্বীকার করেছিল বলে, ঐ গর্ধবের দল ভাবল, আরে এরা তো জীবনই দিতে পারে, আর কি পারে, সব জীবন নিয়ে নিলেই হয়ে যাবে। এই বলে তারা ইয়াহু বলে এই শান্ত মানুষগুলোকে এক রাতে আক্রমন করল, নিরস্ত্র মানুষগুলো মরতে থাকল এক এক করে, বলে রাখি এর আগে অনেক বার এসব হানাহানি না করে সবকিছু শান্তিপূর্ন ভাবে করার চেষ্টা নিরীহ মানুষগুলো করেছিল। নাহ, ওরা শোনেনি। ভাবলো, “এরা আর কি ই বা করতে পারবে”।
হায়রে গাঁধার দল, জানতি না, এরা কি!!
ঐ, চিনে রাখ, এটা সেই দেশ, যাদের মানুষ গুলো জীবনে অস্ত্র ধরতে শিখেনি, জীবনে মানুষ মারতে জানতনা, আমরা সেই দেশ, যেই দেশের মুক্তিবাহিনী তে ছিল সব সাধারন মানুষ, দেশের সন্তানেরা, যাদের কোন ট্রেনিং ছিল না, পরনে লুঙ্গি, হায় রে, এটা কিনা যুদ্ধের পোশাক, পা খালি!!!!
হ্যাঁ, আমরা তারা, যারা শুধু দেশকে ভালোবেসে, মনের জোরে, ভালোবাসার জোরে একদল স্কিলড ট্রেইনড বাহিনীকে তুলোধুনা করে ফেরত পাঠাই, আমরা সেই দেশ, জীবনের ভয় না করে যে ভাষার জন্যে মৃত্যুকে আলিঙ্গন করি, এটা সেই দেশ, যেখানে মা তাঁর ছেলেকে নিশ্চিত মৃত্যু জেনেও বলে, “যা, দেশ স্বাধীন না করে মুখ দেখাবিনা, তোর দেশ, তোকেই রক্ষা করতে হবে”!!
ঐ, আমরা তারা যারা নিজেদের চেয়ে অনেক স্কিলফুল দল হারিয়ে ক্রিকেটে বিশ্বজয়ের স্বপ্ন দেখি, আজীবনের জন্যে পঙ্গু হয়ে যাওয়ার রিস্ক নিয়ে দেশ কে এগিয়ে নিয়ে যাই, আমরা তারা, যারা জয় ছিনিয়ে আনি সামর্থ্য, মনের জোর আর দেশের প্রতি ভালোবাসার অপূর্ব সিঙ্ক্রোনাইজেশন এ!!!
হ্যাঁ, আমরা সেই দেশ। কিন্তু একটা কথা কি, আমরা না, যা অর্জন করি, যোগ্যতা দিয়ে, ত্যাগ স্বীকার করে, ভাষা অর্জন করেছিলাম রক্ত দিয়ে, দেশ রক্ষা করেছি রক্ত দিয়ে। দরকার হলে আবার করবো, হ্যাঁ আবার করবো।
আমরা খেলি ও সেই রক্তের দায়ে, সেই রক্তের শক্তিতে, আমরা দেশের কারনে চোখের পানি ফেলতে পারি, দিন রাত না ঘুমিয়ে হাসতে পারি, কাঁদতে পারি, আমরা পাগল, আমরা ক্র্যাকড জাতি, হ্যাঁ আমরা কিন্তু ক্র্যাকড জাতি।
আমাদের জিততে কারো সাহায্য লাগেনা, আমাদের হারে কারো সান্তনা লাগেনা, আমরা বাংলাদেশের জাত।
পৃথিবীতে দেশ অনেক, অনেক, বাংলাদেশ একটাই, শুধুই একটাই, হ্যাঁ ক্র্যাকড দেশ, পাগল দেশ, অবুঝ দেশ!!
ঐ, জাত চিনে রাখ, যেদিন সত্যি সত্যি আবার এই পাগলগুলো ক্ষেপবে না? পুরো পৃথিবী একদিকে নিয়েও কিন্তু পারবি না বাঁচতে, কিসের ভয় দেখাবি? হা হা, মারবি?? ধরিই না।
জাত চিনে রাখ, এটা বাংলাদেশ!! বাংলাদেশ, এক টাই। মনে রাখিস! রক্ত দিয়ে তৈরি, অনেক রক্ত দিয়ে!!