গভীরে যাও…আরো গভীরে যাও…

কিছু কিছু দিন চলে যেতে চায় না একদমই।
কিছু কিছু দিন ঝুলে থাকে ঠিক যেন ঘরের কোনের মাকড়শার জালের মতন।
কিছু কিছু দিন…আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখে স্বর্ণলতার মতন।
কিছু কিছু দিন টানাপোড়েনের মত, শুধু টানাপোড়েনের মত রয়ে যায়।
কিছু কিছু দিন ট্রেনের বাঁশির শব্দ…অনেক দূর যেয়েও রেশ রেখে যায়।
কিছু কিছু দিন কুয়াশার মত ঘিরে থাকে, কুয়াশায় কেবলই পথ হারানোর মত দিন, পরের দিনের নাগাল আর কখনো না পাওয়ার দিন…
কিছু কিছু দিন? শেষ না হওয়া পথ, আর ফুটপাতে পা ফেলার খটখট আওয়াজ…আর কী যেন ভাবতে ভাবতে প্রতিদিন থামতে ভুলে যাওয়া সেই দোকানে।
কিছু কিছু দিন আয় আয় বলে ডাকে কেবল ছেলেবেলার মতন…যতটুকু তাকে কাজে লাগাবার তাই যেন নিই তাই বলে কেবলই তো ডাকতে থাকে।
কিছু কিছু দিন পাশের বাড়ির ছাদ থেকে পড়া অবিরাম পানির আওয়াজ, নিশ্চিত কারো সুইচ অফ করতে ভুলে যাওয়া এযাত্রাও।
কিছু কিছু দিন বার বার হতাশ করে চলা প্রিয় সব মানুষ, স্তব্ধতার মূহুর্তগুলো বার বার ফিরে আসে যেমন ঠিক তেমনই…
কিছু কিছু দিন আঁকড়ে ধরে রাখে যেন অজগর…ছেড়ে রেখে পা ফেলতে দেয় না রাতঘুমে কিংবা পরের কোন ভোরে।
কিছু কিছু দিন মুগ্ধ কোন চোখ…দিনের পর দিন তাড়া করে ফেরা অচেনা হয়ে যাওয়া মুগ্ধ চোখের দৃষ্টি।
কিছু কিছু দিন ঘড়ির কাঁটার অলসতা…অলস এত অলস কেন রে তুই?
কিছু কিছু দিন মহাবিশ্বের মত…অনন্ত প্রসারমান।
কিছু কিছু দিন আর কারো কারো প্রেম…পাহাড় টপকে আকাশ ছুঁয়ে হারিয়ে যাওয়ার দেশ…ক্লান্তিহীন শ্রান্তিহীন…
কিছু কিছু দিন আজন্ম আবদ্ধ আক্রোশ…ফুঁসতে ফুঁসতে জীবন পার…বেরিয়ে আসার পথ না পাওয়া…
কিছু কিছু দিন বড় মানুষের কান্নার আওয়াজ…থেমে গিয়েও থামতে না চাওয়া, বুকে চেপে থাকা ঠিক এমনি করে…
কিছু কিছু দিন এমন কেন?

সামিরা সম্পর্কে

পীচ-গলা তরলে আটকে পা, দুঃস্বপ্ন অন্ধ দুই চোখে/ অসতর্ক হৃদয় পোষ মানে মিথ্যে বলার আফসোসে.../// প্রকাশিত লেখার কপিরাইট সংশ্লিষ্ট লেখক সংরক্ষণ করেন এবং লেখকের অনুমতি ছাড়া লেখা আংশিক বা পূর্ণভাবে কোন মিডিয়ায় পুন:প্রকাশ করা যাবে না।
এই লেখাটি পোস্ট করা হয়েছে বিবিধ, হাবিজাবি-এ এবং ট্যাগ হয়েছে , , স্থায়ী লিংক বুকমার্ক করুন।

2 Responses to গভীরে যাও…আরো গভীরে যাও…

  1. বোহেমিয়ান বলেছেনঃ

    অনেক দিন পর মুক্তগদ্য লিখলে! ভাল্লাগছে।

    কিছু কিছু দিন অন্য রকম! মুক্ত গদ্যের দিন!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।