চিলতে আকাশ, ইঞ্ছি কয়েক
দালান দিয়ে ঘেরা।
জানালা দিয়ে যা দেখা যায়
আকাশটুকুই সেরা।
কাক-কবুতর রোদ মাখে
বাদলদিনে মেঘ ডাকে
তারা খসে, বিজলি জ্বলে
কালপুরুষের গল্প বলে।
আমার উদাস করা, বুক পোড়ানো
হাহাকারের রাত্রি-ভোর
চোখের ফুটোয় আকাশ ঢুকে
জমায় নেশা, লাগায় ঘোর!
কখনোবা নিঃসীমতা
দারুন সুরে ডাকে,
আমি উড়ি মেঘের সাথে
আকাশ বসে থাকে।
রুহশান আহমেদ সম্পর্কে
ছোটবেলা থেকেই টুকটাক লিখতাম, পত্রিকায় পাঠাতাম। ছাপা হতোনা, ভাবতাম দেশে এত লেখক কেন! তারা না থাকলে হয়তো আমার লেখা ছাপাত।
যেদিন ব্লগের সাথে প্রথম পরিচয় হয়, আমি যেন আকাশের চাঁদ না, আস্ত একটা গ্যালাক্সী পেয়ে গেলাম। সেই গ্যালাক্সীতেই অবিরত বিচরন, বিট বাইটের প্রহেলিকায় একটু একটু অস্তিত্ব রেখে যাওয়া...
পাথর কুঁচি, পাতা বাহার, রঙ্গনে-
ভীড় জমালো শৈশবেরা-
রৌদ্রহীন এই বিষন্নতার প্রাঙ্গনে।
এই লেখাটি পোস্ট করা হয়েছে
কবিতা-এ।
স্থায়ী লিংক বুকমার্ক করুন।
🙂
:happy:
আমি উড়ি মেঘের সাথে 🙂 লাইনটি পড়ে মেঘের সাথে উড়তে চাইছে আমার মন।
কোথাও আপনার উড়ে যেতে নেই মানা, মনে মনে 🙂