নীড়

আজকাল খুব ঘর সাজাতে ইচ্ছে করে
চকচকে বা রাত কাটাবার জায়গাটি নয়;

দীর্ঘ রাতের আলাপ সেরে
ক্লান্ত অলস দুপুর বেলার
চায়ের কাপের সকাল ন’টায়
আড়মোড়া ঘুম ছেড়ে উঠে
স্নিগ্ধ সকাল সূর্য দেখার
একফালি রোদ ঢুকতে দেবার
রংধনুকে দেয়াল জুড়ে ছড়িয়ে দেবার
ছোট্ট খানিক ঘর পাতবো তাই।

দক্ষিণ কিংবা পুবেই হোক
বারান্দাটা থাকবে ঠায়
কাগজ পাখির দোলায় দুলে
বাদল শেষের ভেজা চুলে
ছায়ায় ছায়ায় দীর্ঘ হবে
পূর্নিমা বা অমাবস্যায়।

ছবির ফ্রেমে তুমি আমি
দেয়াল সেটে সবুজ ঘড়ি
আয়না পাশে লালচে চুড়ি

আজকাল তাই
খুব ঘর সাজাতে ইচ্ছে করে।

স্রোতস্বিনী সম্পর্কে

স্রোতস্বিনীর বয়ে চলা ঢেউয়ের মত হতে চাই,সৃষ্টিশীল স্রষ্টাদের মাঝে থাকতে ভাল লাগে,ভালবাসি মাকে,বাবাকে,আমার আদুরে বোনকে আর পাশে রাখি বই বন্ধুকে। হতে চাই অনেক কিছু,হতে পারি অল্পকিছু। চেষ্টাটাই বা কম কিসে!!!
এই লেখাটি পোস্ট করা হয়েছে কবিতা-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

6 Responses to নীড়

  1. শারমিন বলেছেনঃ

    :love: :love:
    ঘর সাজাতে ইচ্ছে করে??? 😛
    বুঝি বুঝি সবই বুঝি 😛
    খবর দিব নাকি রে? 😛

  2. তুসিন বলেছেনঃ

    শারমিন আপু সবই বুঝে গেলো কবিতা পড়ে বাহ!! 😛

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।