আমি একটি স্বচ্ছ কাচের গ্লাস হাতে বসে আছি

আমি একটি স্বচ্ছ কাচের গ্লাস হাতে বসে আছি।
সামাজিক অসংখ্য নিয়মের বেড়াজালে অতিষ্ট হয়েও
আমার হাতের এই গ্লাসটা এখন পর্যন্ত অর্ধেক পানিপূর্ণ।
কে জানে, কেউ কেউ হয়ত বলবেন, গ্লাসটার অর্ধেক পানিশূন্য!
আমার তাতে কিচ্ছু যায় আসে না,
যদিও আমার কাছে ‘অর্ধেক পানিপূর্ণ’ আর ‘অর্ধেক পানিশূন্য’ গ্লাসের বিস্তর ফারাক!
আমি বলি,
গ্লাসটা অর্ধেক পানিপূর্ণ,
এতে আরও অর্ধেক গ্লাস পানি আঁটবে।

মাঝে মাঝেই আমার কেমন জানি লাগতে থাকে।
কপালের ঠিক মধ্যখানে,
কুঞ্চিত চামড়ার নিচে কতক ইচ্ছে এসে লুটোপুটি খায় তখন –
ঘন নীলের মাঝে একটি সবুজ পাখি!
জাতীয় উদ্যানের সবুজে একটি নীল প্রজাপতি!

আমার ইচ্ছে করে কাচের গ্লাস ভাঙ্গার মতই
এই সমাজের বুড়ো-ভাম নিয়মগুলোকে ভেঙ্গে ফেলি!
ইচ্ছে করে পাহাড়ি ঢল হয়ে সব অস্পৃশ্য আবর্জনা ভাসিয়ে নিয়ে যেতে!
ইচ্ছে করে খর রোদ্দুর হয়ে সব জমাট কালোর স্তুপ গলিয়ে দিতে,
বৃষ্টির জল হয়ে ছড়িয়ে দেব উচ্ছ্বল শীতলতা আর
ঝড়ো হাওয়ায় উড়িয়ে দেব নির্বাচিত কিছু কবিতার বারতা!
ইচ্ছে করে বুনো উদ্দামতায় হারিয়ে যেতে,
কালজয়ী ঔপন্যাসিকের পূর্ণতার লেখনীতে!
ইচ্ছে করে ক্লাসে যাবার নাম করে বেড়াতে যাই নদীর বুকে,
দুপুর রোদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বৃষ্টিস্নানে যাব তোকে নিয়ে!
ইচ্ছে করে স্বচ্ছ পলিমারে তৈরি চশমার লেন্সগুলো ছুড়ে ফেলে দেই,
মুক্ত চোখে পলকহীন চেয়ে থাকব তোর গালের তিল দু’টোর দিকে!
ইচ্ছে করে আধপূর্ণ গ্লাসটাতে আরও কিছু বিশুদ্ধ জল ঢেলে দিই,
পরিপূর্ণ এবং সার্থক করে তুলি গ্লাসটির আন্তরিক জগত!
ইচ্ছে করে গোল চত্বরে দাঁড়িয়ে চিৎকার করে বলি –
আমার কিচ্ছু ভাল্লাগে না তোকে ছাড়া!

আমি একটি স্বচ্ছ কাচের গ্লাস হাতে বসে আছি।
কপালের ঠিক মধ্যখানে,
কুঞ্চিত চামড়ার নিচে কতক ইচ্ছে এসে লুটোপুটি খেয়ে যাচ্ছে… …

অনুজ সম্পর্কে

সাদা কাগজে কালো কালিতে লিখতে গেলে হয়ত লিখতে হবে - প্রথমত আমি রক্ত মাংসে গড়া এক মানুষ, দ্বিতীয়ত চিরন্তন সত্য, মৃত্যুর সাথে করি বসবাস... https://www.facebook.com/CoercedAnuj
এই লেখাটি পোস্ট করা হয়েছে চিন্তাভাবনা, হাবিজাবি-এ এবং ট্যাগ হয়েছে , , , , , , , , , , স্থায়ী লিংক বুকমার্ক করুন।

2 Responses to আমি একটি স্বচ্ছ কাচের গ্লাস হাতে বসে আছি

  1. শারমিন বলেছেনঃ

    সব শুধু মন খারাপ করা লিখা -_-

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।