ছদ্মবেশ

কাকের মাথায় ভূত চেপেছে,
সাজবে ময়ূর সাজে,
নানারকম রঙ নিয়ে সে
পড়ল লেগে কাজে।

সাজ শেষেও থাকছে ভয়েই
রঙ যদি হয় ফিকে?
অস্থিরতায় একটু পরেই
আবার নতুন আঁকে…

ছদ্মবেশের কাঙালপনায়
আয়না মুচকি হাসে,
সত্য যা সব বের হয়ে যায়
চাপা দীর্ঘশ্বাসে…

রঙ মাখিয়ে আজকে তুমি
যতই ময়ূর হও,
তুমি ওদের কেউ ছিলে না…
তুমি ওদের নও…

এই লেখাটি পোস্ট করা হয়েছে কবিতা-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

6 Responses to ছদ্মবেশ

  1. রুহশান আহমেদ বলেছেনঃ

    শাবাস! ভালো লাগলো। লেখা এবং নাম দুটোই…

  2. রাইয়্যান বলেছেনঃ

    রঙ মাখিয়ে আজকে তুমি
    যতই ময়ূর হও,
    তুমি ওদের কেউ ছিলে না…
    তুমি ওদের নও…

    #deep! :huzur:

  3. স্রোতস্বিনী বলেছেনঃ

    তোর এই কবিতাটা ভীষণ ভীষণ পছন্দ…. :love:
    “রঙ মাখিয়ে আজকে তুমি
    যতই ময়ূর হও,
    তুমি ওদের কেউ ছিলে না…
    তুমি ওদের নও…”

    :welcome:

  4. মৌটু্সি ছন্দকার বলেছেনঃ

    শেষপর্যন্ত কেউ তো দিল এই স্টিকারটা 😛
    অনেক সুন্দর “সরবে স্বাগতম” টা 🙂
    তোদের জন্যই আসা <3

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।