কাকের মাথায় ভূত চেপেছে,
সাজবে ময়ূর সাজে,
নানারকম রঙ নিয়ে সে
পড়ল লেগে কাজে।
সাজ শেষেও থাকছে ভয়েই
রঙ যদি হয় ফিকে?
অস্থিরতায় একটু পরেই
আবার নতুন আঁকে…
ছদ্মবেশের কাঙালপনায়
আয়না মুচকি হাসে,
সত্য যা সব বের হয়ে যায়
চাপা দীর্ঘশ্বাসে…
রঙ মাখিয়ে আজকে তুমি
যতই ময়ূর হও,
তুমি ওদের কেউ ছিলে না…
তুমি ওদের নও…
শাবাস! ভালো লাগলো। লেখা এবং নাম দুটোই…
Thank you so much!! 😀
রঙ মাখিয়ে আজকে তুমি
যতই ময়ূর হও,
তুমি ওদের কেউ ছিলে না…
তুমি ওদের নও…
#deep! :huzur:
Thank you 😀
তোর এই কবিতাটা ভীষণ ভীষণ পছন্দ…. :love:
“রঙ মাখিয়ে আজকে তুমি
যতই ময়ূর হও,
তুমি ওদের কেউ ছিলে না…
তুমি ওদের নও…”
:welcome:
শেষপর্যন্ত কেউ তো দিল এই স্টিকারটা 😛
অনেক সুন্দর “সরবে স্বাগতম” টা 🙂
তোদের জন্যই আসা <3