বাক্স

ভুলে যাওয়া টা অনেক সহজ। সবার কাছেই ছোট্ট একটা বাক্স থাকে, স্মৃতি জমা রাখার বাক্স। সেই বাক্সে সিগারেটের প্রথম চুমু থেকে শুরু করে রক্তের প্রথম তাণ্ডব অথবা দপদপে মাথা ব্যাথার কথা সব কিছু লুকিয়ে রাখা যায়। অনেক দিন ধরে বলব বলব ভাবা কিছু কথা থাকে না? সেগুলো ও থাকে সেই বাক্সে। খুব আরাম করে ঘুমায় সব গুলো মুঠো ফোনে বন্দী থাকা নির্ঘুম প্রহর।

সব কিছু সুনসান, রাতের ঘোরে কবির প্রথম নিষিদ্ধ প্রেমের দরোজা সমুদ্র জলে স্নান করে নিভিয়ে দেয় আলো। একটু একটু করে সবাই সব কিছু ভুলে যায়। সবাই হয়ত ধারাবাহিক এই জীবন যাপনে গা ভাসিয়ে দিয়ে একটি করে জাদুর বাক্স কিনে নিয়েছে। সব কিছু ভালোই চলে যায় –গল্প টা হয়ত এখানেই শেষ হতে পারত। কিন্তু গল্প কখনোই শেষ হয় না —

এর অনেক গুলো দিন পরে হঠাৎ জাদুর বাক্সের ফাঁক গলে নিষিদ্ধ স্মৃতির ধোঁয়া সব কিছু কুয়াশার মত আচ্ছন্ন করে দেয়। গল্প টা ফিরে আসে বুকের ঠিক মধ্যিখানে সেই দপদপে মাথা ব্যাথা টা ও ফিরে আসতে চায় ঠিক আগের মত করে। সেই কয়েক চিলতে সুখ মিশে যেতে চায় রক্তের কানায় কানায়।

আর সেই বালকের জাদুর বাক্স সময় গড়িয়ে এলোমেলো হয়ে যায়। ধোঁয়াটে স্মৃতি রা ধীরে ধীরে আচ্ছন্ন করে নেয় সব। সেই বালক টির গল্প এখানেই শেষ হতে পারত। হল ও ঠিক তাই ; গল্প কখনো কখনো খুব আচমকা থেমে যায়। এতটাই আচমকা থেমে যায় যে টের ই পাওয়া যায় না। জাদুর বাক্সের ডালা বন্ধ হয়ে যায় আবার। নাগরিক জীবনের ধারাবাহিক গতিতে আবার সবাই গা ভাসিয়ে দেয়। ইট কাঠের শহর কেউ কাউরে আপন করে নিতে দেয়না।

ইকু সম্পর্কে

নিজের সম্পর্কে নিজের আসলে তেমন একটা কিছু বলার থাকেনা। মানুষ কে বিশ্বাস করতে ভালো লাগে। আদতে স্বপ্ন দেখা একজন মানুষ আমি, হাজার অযুত স্বপ্ন নিয়ে আমার পথ চলা। অনেক গুলো প্রিয় মানুষ নিয়ে আমি পথ চলি, খুব সহজে কাউকে আপন করে নিতে পারি। তারপরেও মাঝে মাঝে হেলাল হাফিজের মত বলতে ইচ্ছে হয়, "কেন আমার হাতের মাঝে হাত থাকেনা কেউ জানেনা।" আমার নিজস্ব একটা ভাবনার জগত আছে, যেই জগতে কি হচ্ছে সেটা আমি ছাড়া আর কেউ জানেনা। জীবন ও মৃত্যু সম্পর্কে প্রায় ই একা বসে বসে ভাবি। জীবন আমার কাছে অনেকটা রহস্যের মত, যে রহস্যের সমাধান আমি আজো করতে পারিনি। তবে মৃত্যু মনে হয় একটা অসুখ, যার ওষুধ আজ পর্যন্ত তৈরি হয়নি। আমি জ্যোৎস্না ভালোবাসি আর ভালোবাসি ভর দুপুরের সোনালী রোদ। ভালোবাসি রঙধনু আর ভালোবাসি তুমি-আমি নিয়ে লিখা সব কবিতা । ভালোবাসি কোন মেঠো পথের ধারে সবুজ মাঠে একা বসে থাকা, ভালোবাসি নীলাম্বরী শাড়ি পরা কোন এক কিশোরী আকাশ, ভালোবাসি নদীর পাড়ে বসে মাছরাঙ্গা দের উৎসব দেখা । ভালোবাসি সমুদ্র বালিয়াড়িতে উপলব্ধি করতে নিজের ক্ষুদ্রতা। ভালোবাসি অরণ্য, ভালোবাসি পাখি। ভালোবাসি রাত, ভালোবাসি রৌদ্র। ভালোবাসি দেশ, ভালোবাসি আমায়। https://www.facebook.com/iqusan
এই লেখাটি পোস্ট করা হয়েছে কবিতা, সাহিত্য-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

2 Responses to বাক্স

  1. রুহশান আহমেদ বলেছেনঃ

    ভালো লেগেছে ভাইয়া…

  2. ইকু বলেছেনঃ

    ধন্যবাদ আপনাকে 😀 অনেক দিন পর পোস্ট দিলাম :3

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।