আমাদের অর্থাৎ বাংলাদেশিদের (বাকিদের কথা জানি না) ফেইসবুক জীবন মোটামুটি একটা টেমপ্লেইট মেনে চলে। কিছুদিন পর পরই কোন একটা ইস্যু নিয়ে সবাই একজোট (কিংবা বিরুদ্ধজোট) হয়ে অনেক হৈ-চৈ করি, তারপরেও আবার হঠাৎ আসা ঝড়ের মতন সেই ইস্যু কোথায় যেন উধাও হয়ে যায় আর তা নিয়ে আমাদের বলা কথাগুলোও। কিছুদিন পর আবারও নতুন ইস্যু…আবারো হৈ-চৈ…আবারো সব দীঘির পানির মতন ধীর-স্থির।
অনেকদিনের ইচ্ছে ছিল এই অদ্ভুত দুষ্টচক্র নিয়ে একটা টাইমলাইন তৈরি করা। উদ্দেশ্য, কী অবিশ্বাস্য দ্রুততায় আমরা ফেইসবুক ব্যবহারকারীরা কোন ব্যাপারে আবেগপ্রবণ হয়ে যাই, আবার চোখের নিমিষে ভুলে যাই সেটার একটা tangible ধারণা করা। এই পোস্ট নিয়মিত আপডেইট করার ইচ্ছে আছে, হয়তো কোন এক সময় এই ঘটনাপ্রবাহগুলো নতুন কোন চিন্তার খোরাক যোগাবে।
জুলাই ১২: চোর সন্দেহে ১৩ বছরের একটা ছেলেকে অত্যাচার করে মেরে ফেলা হয়েছে সিলেটে, আর তার ভিডিও ফুটেজ ছেড়ে দেয়া হয়েছে অনলাইনে। তা নিয়ে ফেইসবুক তোলপাড়।
http://bangla.bdnews24.com/bangladesh/article996106.bdnews
তুমিও গোল্ডফিশ হয়ে গেলা!!