কবি কথা

কবি-রা এসেছিলো,
কবি-রা আসবে,
কেউ দেবে খুব ডুব-
কেউ আবার ভাসবে।

কেউ রবে হৃদয়ে,
কেই রবে জিদ হয়ে,
কেউ রবে বেরসিক-
লোকেদের নিদ হয়ে।

কবিদের কাহাতক
সহ্যতে রাখা যায়?
তারা যদি ভূত হয়ে-
ভালোবাসা নিয়ে যায়!

আমি কবি, সেও কবি
এইটাই ব্যাবধান-
ওই বেটা মরে গেছে,
আমি আজো ধাবমান।

তবু মৃত কবি পায়
বালিকার প্রীতি।
জ্যান্ত এই আমাকে-
তার যত ভীতি!

রুহশান আহমেদ সম্পর্কে

ছোটবেলা থেকেই টুকটাক লিখতাম, পত্রিকায় পাঠাতাম। ছাপা হতোনা, ভাবতাম দেশে এত লেখক কেন! তারা না থাকলে হয়তো আমার লেখা ছাপাত। যেদিন ব্লগের সাথে প্রথম পরিচয় হয়, আমি যেন আকাশের চাঁদ না, আস্ত একটা গ্যালাক্সী পেয়ে গেলাম। সেই গ্যালাক্সীতেই অবিরত বিচরন, বিট বাইটের প্রহেলিকায় একটু একটু অস্তিত্ব রেখে যাওয়া... পাথর কুঁচি, পাতা বাহার, রঙ্গনে- ভীড় জমালো শৈশবেরা-  রৌদ্রহীন এই বিষন্নতার প্রাঙ্গনে।
এই লেখাটি পোস্ট করা হয়েছে কবিতা-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।