কবি-রা এসেছিলো,
কবি-রা আসবে,
কেউ দেবে খুব ডুব-
কেউ আবার ভাসবে।
কেউ রবে হৃদয়ে,
কেই রবে জিদ হয়ে,
কেউ রবে বেরসিক-
লোকেদের নিদ হয়ে।
কবিদের কাহাতক
সহ্যতে রাখা যায়?
তারা যদি ভূত হয়ে-
ভালোবাসা নিয়ে যায়!
আমি কবি, সেও কবি
এইটাই ব্যাবধান-
ওই বেটা মরে গেছে,
আমি আজো ধাবমান।
তবু মৃত কবি পায়
বালিকার প্রীতি।
জ্যান্ত এই আমাকে-
তার যত ভীতি!