তত্ত্ব কিছু পাই না বুঝে,
সূত্রগুলো মাথায় গুঁজে
পরীক্ষা দিন
মন পরাধীন
স্বপ্নে কেবল মুক্তি খোঁজে!
সিলেবাসটা থাকেই বাকি,
পড়ার টেবিল কেবল ফাঁকি!
ঘড়ির কাঁটা
সময় আঁটা
ইচ্ছে করে থামিয়ে রাখি!
থাক,চলুক এই ঘড়ির ঘোরা,
থাকবে না এই কঠিন পড়া!
আসবে ছুটি
খুশির জুটি
ঘুমজড়ানো লেপে মোড়া!
বইয়ের পাতায় চোখটি রেখে
স্বপ্ন কেবল যাই যে দেখে…
ঘুরব কত…
ইচ্ছে মত…
পড়া?
ওসব ছাই দেখে কে?!
:clappinghands: :clappinghands: :clappinghands:
😀 😀
অনেকদিন পর লিখলেন সরবে,
নিয়মিত লিখতে পারি না আসলে।