চুপটি করে লিখে একটি কাব্য,
সেটা নিয়ে বসে বসে ভাববো।
ভেবে ভেবে করব সময় নষ্ট,
নষ্ট করে পাবো নাকো কষ্ট।
কষ্ট করে দেব একটি নাম,
নামটি দিয়েই ঝড়িয়ে ফেলবো ঘাম!
ঘামের গন্ধে কুচকে যাবে নাক,
ডেকে উঠবে ভোরের বেলার কাক।
নিভিয়ে বাতি পর্দা সরিয়ে দেব,
জানালা খুলে বাতাস বুকে নেব।
বিষ বাতাসে ধরবে বুকে জ্বালা,
চাঁদ পেরোবে দিগন্তের ওই নালা।
বুক রেখে তাই পথের মাঝে নামবো,
আঘাত এলে হয়তো কভু থামবো।
আঘাত তুমি কোথায় তোমায় রাখি,
অবুক দেহের খাচায় নেইতো পাখি।
আকাশভূমে আলো ছায়ার খেলা,
হেলায় খেলায় যায় পেড়িয়ে বেলা।
ক্লান্ত হইনি হবোনা কখনো জানি,
ঘরে ফেরার কোথায় টানাটানি।
অঘুম নিঝুম রাতে জ্বালিয়ে আলো,
বলব আমার ঘরে আঘার ঢালো।
ডুবে যাবো সুধাধারের কষে,
উঠব ভেসে চোখ দুটোকে ঘষে।
আত্না নিংড়ে করব পরিষ্কার,
গলায় বাধবো ইলেকট্রিকের তার।
বাচা মরার হিসেবটুকু কষে,
কাগজ কলম হাতে নিয়ে বসে।
চুপটি করে লিখে একটি কাব্য,
সেটা নিয়ে বসে বসে ভাববো।
ভেবে ভেবে করব সময় নষ্ট,
নষ্ট করে পাবো নাকো কষ্ট।