ঘুরছি ফিরছি ঘুম দিচ্ছি দারুন
মিথাইলেশন হচ্ছে নানাবিধ জিনে,
বাঁচা মরা ভাবনা- মোটে ভালো কাজ না
মিউটাজেনের ডোজ- রোজ খাই কিনে।
পৃথিবী ও বিবেকের ছোট হওয়া চলছে-
তারগুলো ভূমিচাপা, লোপ পায় খাম্বা।
Moore আর Murphy’র সূত্রতে কার কি?
সভ্যের য ফলা-ই আরো হয় লম্বা।
মাঝে মাঝে নিউরনে পাগলাটে স্পার্কিং,
মাইলিনেশন ভূলে যায় ঘুম ও খাট কে।
সুখের লোভের মোহে মন্ত্র-পঠন,
পৌনঃপুনিকভাবে ডাকা ‘এক আট’কে।
মুক্ত-শক্তি সমীকরণে তো লেখা, তবু-
থেমে যাওয়া রসায়ন তাকে পায়না।
স্থান কালের তটে আজো বাস্তব-
মায়াভরা ছেলেবেলা ধরা দেয়না ।