কীভাবে minoritybd তে রিপোর্ট সাবমিট করবেন?

শুরুতেই আপনাকে ধন্যবাদ মাইনোরিটি রিপোর্ট বাংলাদেশ এ আগ্রহ দেখাবার জন্য। একটি রিপোর্ট করতে সর্বোচ্চ ৫-৭ মিনিট লাগবে।

রিপোর্ট সাবমিট করার আগে ম্যাপে সেই জেলা/ উপজেলাতে গিয়ে একটু চেক করে নিন প্লিজ যে একই রিপোর্ট সাবমিট করা হয়েছে কিনা।

এই লিঙ্কে যান। এই খানে গিয়ে রিপোর্ট সাবমিট করতে হবে।

আপাতত আমরা শুধু ২০১৫ সালের ঘটনাগুলো ফোকাস করব। আর মেজর পত্রিকার রিপোর্ট ই গ্রহণ করা হবে শুধু। অনেক অনির্ভরযোগ্য পত্রিকা আছে সেগুলোর রিপোর্ট আপাতত গ্রহণ করছি না। 

মাত্র ৬ টা ঘর পূরণ করতে হবে।

MINORTIY rights
Titleঃ এটা সংবাদের শিরোনামটা কপি করলেই হবে। সামান্য মডিফাই করা যেতে পারে।
Descriptionঃ সংবাদের মেজর অংশগুলো তুলে দিতে হবে।
Modify Date: সংবাদ থেকে বুঝে ইনপুট দিতে হবে আসলে কবে ঘটনাটি ঘটেছে। যেমন 18 Oct এর রিপোর্ট আসলে 17 October এর রাতের কথা বলে হতে পারে। চেষ্টা করতে হবে ১৭ তারিখ দিতে। এই ফিল্ডটি ছোট করে লাল কালিতে আছে। 

Category: ৪ টি ক্যাটাগরির যেই টাইপ সেটা ইনপুট দিতে হবে। ২ রকম হলে ২ টি সিলেক্ট করতে হবে।

Find Locationঃ এই বক্সে গিয়ে জায়গার নাম লিখুন।  বগুড়া হলে Bogra, Bangladesh এইভাবে লিখতে হবে। জেলার পরে কমা দিয়ে বাংলাদেশ লিখুন। সিস্টেম নিজেই খুঁজে নেবে। ( অথবা ম্যাপে গিয়ে জেলা তে গিয়ে ক্লিক করলেই হবে। সম্ভব হলে উপজেলা পর্যন্ত জুম করে ক্লিক করতে হবে। ) 

News source link: নিউজ এর লিঙ্ক টা যোগ করতে হবে। [এই ফিল্ড না পূরণ করলে রিপোর্ট গ্রহণযোগ্য হবে না]

অপশনালঃ সম্ভব হলে ছবিও যোগ করে দিতে পারেন।

এখানে একটি স্যাম্পল রিপোর্ট দেখতে পারেন।
https://minoritybd.crowdmap.com/reports/view/3

 

স্যাম্পল সার্চ টার্মঃ

হিন্দু ভাংচুর
মন্দির ভাংচুর
মন্দির হামলা
প্রতিমা ভাংচুর
প্রতিমা ভাঙচুর
মূর্তি ভাংচুর
মণ্ডপ হামলা

কীভাবে সার্চ ন্যারো ডাউন করবেন? সার্চ টুলস এ ক্লিক করে Any time এর লিস্টে ক্লিক করে past year/ past month এইভাবে সময় ঠিক করুন।

 

Screen Shot 2015-10-22 at 2.25.31 PM

 

 

ডাটা বাবা সম্পর্কে

সবার উপরে ডাটা সত্য তাহার উপরে নাই!  ডাটা বাবা 
এই লেখাটি পোস্ট করা হয়েছে উদ্যোগ, সচেতনতা-এ এবং ট্যাগ হয়েছে , , , স্থায়ী লিংক বুকমার্ক করুন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।