অনুভূতি

চোখের ভাষায় হার মানে যতি
না দেয়া কথায় বহু প্রতিশ্রুতি
থেমে যাওয়া শ্বাসপ্রশ্বাস গতি
এলোমেলো হৃত্স্পন্দন!
পথ ধরে চলা যেন মেঘে ভেসে
জেগে থাকা কোন স্বপ্নের দেশে
না বেঁধে প্রাণের মুক্তিতে হাসে
অদ্ভূত এক বন্ধন!

একইসাথে দু’টি প্রাণ যেন জানে
জেনেও না জানা কথাটির মানে,
নীরব সুরের সরব এই গানে
আচ্ছন্ন এ প্রাণ-মন!
স্বপ্নও যেন সেই সুর বোঝে
দেখে শুধু তাকে চোখদু’টি বুজে,
চোখ মেলে কবে পাবে তাকে খুঁজে
অপেক্ষা তার প্রতিক্ষণ!
এই লেখাটি পোস্ট করা হয়েছে ছড়া-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।