নিখাঁদ সাদা নিখাঁদ কালো
আর খুঁজে না পাই,
উটকোমতন মিশ খেয়ে সব
যাচ্ছে হয়ে ছাই!
কালোর মাঝে সাদা নাকি
সাদার মাঝে কালো?
কোনটুকুকে মন্দ বলি?
কোনটুকুকে ভালো?
একই রঙ-এ কেউ বা বলে,
“এই তো কালো ফিকে!”
কেউ বা বলে, “কি যে বলেন!
পুরোই কালোর দিকে!”
কোন কথাটা ভুল হবে আর
কোন কথাটা ঠিক?
দিনের শেষে “ঠিক”টা যেন
শুধুই আপেক্ষিক!
সাদায় কালোয় আলেখ্য বেশ জমজমাটের দিকে,
শেষ অবধি ঠেকল কেমন অবাক আপেক্ষিকে!
সাদায় কালোয় যাই ঘটে যাক, কী আসে যায় কার,
চলুক কী বোর্ড, ছড়ড়া ছড়াক নবীন ছন্দকার!!!
আনাড়ি এই চেষ্টাগুলো প্রাণ খুঁজে পায় কিসে?
হৃদয় থেকে আসা এমন অশেষ শুভাশিসে!
অনেক অনেক ধন্যবাদ!!!
😀