রাইটারস অফ দ্য ফিউচার – সরব সায়েন্স ফিকশন গল্প লেখা প্রতিযোগিতা

কেমন হবে ভবিষ্যতের পৃথিবী ? কীভাবে করে টেকনোলজি বদলে দিবে মানুষের জীবনযাপনের ধারা? সময় কি একই বেগে ছুটবে নাকি বদলে যাবে এর গতিপথ? মানুষ কে সরিয়ে জায়গা করে নেবে বুদ্ধিমান রোবট ? তোমার কাছেই শুনতে চাই তোমার ভাবনা, গল্পের আঙ্গিকে । বাংলাদেশের সাহিত্যচর্চায় সায়েন্স ফিকশন খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। আর তারুণ্যের প্ল্যাটফর্ম ‘সরব’ এই জনপ্রিয় ধারাটিকে সব সময় গুরুত্ব দিয়ে এসেছে। আমরা অসংখ্য গল্প প্রকাশ করেছি shorob.com এ। এরই ধারাবাহিকতায় আমাদের নতুন প্রজেক্ট – ‘রাইটার অফ দ্য ফিউচার’ ! সায়েন্স ফিকশন গল্প লিখে জিতে নাও সর্বমোট ১০০০০ টাকার বই ।

শুধু তাই নয়! বিজয়ী লেখকরা ভবিষ্যতে “সরব প্রকাশনী”তে বই প্রকাশের সুযোগও পাবেন! তাহলে আর দেরি কেন?!

কীভাবে অংশ নেবে?

১। তোমার লেখা গল্পটি অবশ্যই সায়েন্স ফিকশন ঘরানার হতে হবে । আমরা আসলে একটা চমৎকার গল্প খুঁজছি – যার শুরুটা এঙ্গেজিং , চরিত্রগুলো সাবলীল , প্লটিং দারুণ , শেষটাও কনভিন্সিং আর ভাষাটা সহজ কিন্তু সুন্দর ।
২। গল্পটি সর্বোচ্চ ২৫০০ শব্দের মধ্যে হতে হবে।
৩। তোমার গল্পের সাথে তোমার নাম, ইমেল ও ফোন নাম্বার সহ ইমেইল করতে হবে এই ঠিকানায়- shorob.banglaATgmail.com
৪। গল্প পাঠানোর শেষ তারিখ ২১ জুলাই বাংলাদেশ সময় রাত ১২ টা।
৫। একজন সর্বোচ্চ ২ টি সাবমিশন করতে পারবে। কিন্তু প্রতিযোগিতার ফাইনাল স্টেজে একটিকেই গ্রহণ করা হবে।
৬। যদি তোমার বয়স হয় ১৫ থেকে ৩২ তাহলে আর দেরি কেন এখনি পাঠিয়ে দাও তোমার গল্প!

যেসব পুরষ্কার অপেক্ষা করছে –

১ম পুরষ্কারঃ ৪০০০ টাকার বই।
২য় পুরষ্কারঃ ২৫০০ টাকার বই।
৩য় পুরষ্কারঃ ১৫০০ টাকার বই।
৪র্থ থেকে ১০ম বিজয়ী পাবে একটি করে বই।

কীভাবে আমরা বিজয়ীকে খুঁজে বের করব?

প্রাথমিক বাছাই এর পর নির্বাচিত গল্পগুলো সরব এর ফেইসুবক পেইজে শেয়ার করা হবে। সেখান থেকে নির্ধারিত সময়ের মধ্যে লাইক এবং শেয়ার এর ভিত্তিতে শর্টলিস্ট করা হবে। সেই শর্টলিস্ট বিচারকদের কাছে পাঠানো হবে। সর্বমোট ১০০ নাম্বার ধরে প্রতিটি গল্পকে মার্কিং করা হবে। ৭৫ নাম্বার আসবে বিচারকদের থেকে। একাধিক বিচারক লেখকের নামবিহীন গল্পে নাম্বার দেবেন, সেটা গড় করে নেয়া হবে। বাকি ২৫ নাম্বার আসবে ফেইসবুক লাইক এবং শেয়ার থেকে। প্রতিটি শেয়ার ৫ টি লাইক এর সমান পয়েন্ট পাবে। ফেইসবুক লাইক এবং কমেন্ট এর সংখ্যা স্কেলিং করে ২৫ এ রূপান্তর করা হবে।

তোমার গল্পটি বাতিল হতে পারে যে সব কারণে-

১। লেখাটি নকল হিসেবে প্রমাণিত হলে ।
২। কোন ভাবে অসৎ পন্থা অবলম্বন করার চেষ্টা করলে যেমন লাইক বা শেয়ারের ক্ষেত্রে “ফেইসবুক বট ব্যবহার” ইত্যাদি।
৩। লেখায় প্রচুর বানান ভুল থাকলে আমরা সেটিকে প্রাথমিক স্তরেই বাদ দিতে পারি। অনুগ্রহ করে লেখা প্রুফরিড করার ব্যবস্থা করতে হবে।

যে কোন সিদ্ধান্তের বিষয়ে সরব টিমের সিদ্ধান্তই চূড়ান্ত।

এই লেখাটি পোস্ট করা হয়েছে উদ্যোগ-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।