শারদীয় শুভেচ্ছা

এবার পূজায় আর কিছু না
চাই গো শুধু মা….
আমার পাণে মায়ার টানে
নেত্র মেলে চা
আমার গায়ের রংটা দেখে
সব মেয়ে দেয় দৌড়ই
তোর গা হতে রং কিছু ঋন
দিস ওগো মা গৌরী
পাওনাদারের ভয়ে ঘরের
বাইরে জেতে পারিনি
ওদের কেন নিস না তুলে
তুই না বিপত্তারিণী??
এই ইদানিং আমারও তো
হচ্ছে বোধন অকালে
ঘুম ভাঙে রোজ দুপুর বেলা
ঘুম ভাঙেনা সকালে
ক্লাসে গেলে স্যারে ধমকায়
বাসায় এলে বাপে
আমি নাকি পাহাড়সম
অলসতার মাপে
কিন্তু আমি সাধ্য থেকে
খাটনি বেশী করি
দুইটি হাতে পাউরুটি চা
সঙ্গে বই পড়ি
দশভুজা মা আমাকে তুই
আর দুটো হাত দিস
আর কতদিন শুনবো গালি
অলস লেবেনডিশ???
এবার পূজায় একটু এদিক
নেত্র মেলে চা…..
তোর কি আছে চোখের অভাব
ত্রিনয়না মা???
দুর্গোৎসবের এ আনন্দ মুখরতায় বিশ্ব মানবতার কল্যাণ কমনার সঙ্গে সকলকে জানাই আন্তরিক শারদীয় প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা !

(কবিতাটি শ্রদ্ধেয় অনিক খানের লেখা)

Shawkat Ali Sadi সম্পর্কে

পড়ছি অর্থনীতিতে। যদিও অর্থ নীতি মেনে চলে তা বিশ্বাস করি না। স্বাধীনচেতা, অন্যমনা, নিস্বঙ্গচারী। কোলাহল থেকে দূরে আড়ালে থাকতে ভালবাসি।
এই লেখাটি পোস্ট করা হয়েছে বিবিধ-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।