কুরবানীর পশু জবাই ও করণীয়

-কোরবানীর পশুকে যা খাওয়ানোর ঈদের আগের রাতেই খাইয়ে নিন। ঈদের দিন সকালে পশুকে খাওয়াবেন না।

-ঈদের নামাজ পড়ে এসে পশু কুরবানী করুন।

-যাদের নামে কুরবানী দেয়া হচ্ছে তা আগে থেকেই একটি কাগজে লিখে রাখুন। জবাই এর ঠিক আগ মুহুর্তে এটা করতে যাবেন না।

-নিয়ম অনুসারে পশু জবাই করুন। জবাই এর জন্য ধারালো ছুরি ব্যবহার করুন।

-জবাইকৃত পশুর রক্ত ফেলার জন্য আগেই গর্ত করে রাখুন।গর্ত করা সম্ভব না হলে ড্রেন কিংবা উপযুক্ত কোনো যায়গায় রক্ত ফেলার জায়গা করে নিন।

-মাংস কাটার জন্য অভিজ্ঞ কসাই নিযুক্ত করুন। এজন্য ঈদের আগের দিন কসাই নির্বাচন করে রাখা ভালো। অনভিজ্ঞ কসাই চামড়া কাটতে অনেক সময় নিতে পারে, পশুর চামড়া নষ্ট করতে পারে অথবা মাংসে বালু লাগাতে পারে।

-মাংস কাটার জন্য উপযুক্ত স্থান নির্বাচন করুন। সিড়ির নিচে অথবা এমন কোনো জায়গা নির্বাচন করবেন না যাতে মানুষের চলাচলের সমস্যা হয়।

-যেখানে সেখানে পশুর ভুড়ি কেটে জায়গা নোংরা করবেন না। যাকে ভুড়ি দিবেন তাকে কাটার জন্য উপযুক্ত জায়গা (যেমন ড্রেন কিংবা ডাস্টবিনের পাশে) দেখিয়ে দিন।

-মাংস ভাগ করার জন্য দাড়িপাল্লা ব্যবহার করুন। অনুমান করে ভাগ না করাই শ্রেয়।

-কুরবানীর মাংসের তিন ভাগের একভাগ আপনার, একভাগ প্রতিবেশীর ও একভাগ আত্মীয়স্বজনের।মাংস বিতরনের ক্ষেত্রে যারা কুরবানী দেয়নি বা দেয়ার সামর্থ নেই তাদের অগ্রাধিকার দিন।

-গরুর গোবর, আবর্জনা গন্ধ ছড়ানোর আগেই পরিষ্কার করুন। আপনার এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ও অন্যকেও রাখতে উদ্ধুদ্ধ করুন।

-ঈদ হাসতে শেখায়, ভালোবাসতে শেখায়, ত্যাগের মহিমা শেখায়। আত্মীয়স্বজন, প্রতিবেশী ও বন্ধুবান্ধবদের সাথে ঈদ উদযাপন করুন।

||ঈদ মুবারক||

[ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সরবে আমার প্রথম পোস্ট।]

অদ্ভুত ছেলে সম্পর্কে

"অদ্ভুত সেই ছেলেটি আবার শুরু করল হাঁটা.. হাতে তার অ্যাকুয়স্টিক পকেটে হারমোনিকা..."
এই লেখাটি পোস্ট করা হয়েছে বিবিধ-এ এবং ট্যাগ হয়েছে স্থায়ী লিংক বুকমার্ক করুন।

10 Responses to কুরবানীর পশু জবাই ও করণীয়

  1. সামিরা বলেছেনঃ

    ভাল হয়েছে। দরকারি পোস্ট। 😀
    ঈদ মুবারাক!
    :penguindance:
    :welcome:

  2. দারূণ! খুবই প্রয়োজনীয় একটা পোস্ট! একসাথে করার জন্য বিশাল ধরণের একটা ধন্যবাদ!!! :clappinghands:

  3. কৃষ্ণচূড়া বলেছেনঃ

    প্রয়োজনীয় পোস্ট।অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আছে। কাজে লাগাবো।
    লাইক, লাইক
    এবং
    :welcome:

  4. নোঙ্গর ছেঁড়া বলেছেনঃ

    খুব প্রয়োজনীয় আর সময়োপযোগী একটা পোস্ট। ঈদের দিন এইগুলো মাথায় রাখলে সমস্যা কমে যায়, লোকেরও উপকার হয়

    :welcome:

  5. কিনাদি বলেছেনঃ

    ঈদ মুবারক

    :welcome:

  6. নিলয় বলেছেনঃ

    উপযোগী পোস্ট 🙂

  7. মুবিন বলেছেনঃ

    গতকাল পড়াতে পারলে বেশ ভালো হত।
    ঈদ মোবারক 🙂
    :welcome:
    নিয়মিত পাবার আশায় 🙂

  8. অরিন বলেছেনঃ

    প্রথম লেখা সচেতেনতা মূলক …ভালো তো!ঃ)

  9. ফিনিক্স বলেছেনঃ

    ইশ, ছোটবেলার এই গানটার কথা মনে পড়ে গেল! 🙁

    “ঈদ হাসতে শেখায়, ভালোবাসতে শেখায়, ত্যাগের মহিমা শেখায়”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।