ছড়া লিখতে ভালো লাগে, তাই লিখি! এই ছড়াগুলো কোন কোনটার পেছনে কারণ ছিল। কোনটা এমনি এমনি। কয়েকটা বেশ আগের বাকিগুলো নতুন।
আমার ভালো লাগে। আপনাদের ভালো লাগলে সেটা বোনাস!
#১
দুষ্টু সব ভাবনাগুলোয় ইচ্ছেমতো দেই পাখা
ভাবনা এখন, যখন-তখন তোমার ঠোঁটে ঠোঁট রাখা!
#২
জোছনা কেমন? যায় যে বোঝা একটু আগে, সন্ধ্যাতেই!
প্রেমের পরখ করে নিও, অর্থনৈতিক মন্দাতেই!
#৩
তুমি আমার কতটা তা যদি জানতে!!
তোমার জন্য যাব হেঁটে রঙধনুর শেষ প্রান্তে!
#৪
কবুতর নয় রাজদূত নয় এসেমেস-ই বাহক!
প্রার্থনা তো একটা এখন, জবাব তোমার হ্যাঁ হোক!
#৫
তোর চুলের বিষণ্ণতায় মেঘ করেছে আজ
বৃষ্টি হয়ে ঝরে পড়া অলস দিনের কাজ!
#৬
সবাই বলে আমার নাকি
মাথা ভালো, অঙ্কে ঠিক
তবু তোমার সব কিছুই
দুর্বোধ্য সাংকেতিক!
দুষ্টু সব ভাবনাগুলোয় ইচ্ছেমতো দেই পাখা
ভাবনা এখন, যখন-তখন তোমার ঠোঁটে ঠোঁট রাখা!
পুরাই ভচাম !!! অস্থির অস্থির দাদাআআআআআআআআ !
“দুষ্টু সব ভাবনাগুলোয় ইচ্ছেমতো দেই পাখা
ভাবনা এখন, যখন-তখন তোমার ঠোঁটে ঠোঁট রাখা!”
:clappinghands: :penguindance:
এই ছেলেটার বিয়ের বয়স হয়েছে……… 😛
কেউ এর একটা বিয়ের ব্যবস্থা করেন…… :beerdrink:
:love:
আগের মতো দুষ্টু কিছু ছড়া পড়তে এসেও অকারণেই মনটা খারাপ করে দিলি, দু’লাইনের লিখায় অনুভূতি নিয়ে খেলা মুখের কথা না! আমার তো এক পাতা লাগতো!!
তোর চুলের বিষণ্ণতায় মেঘ করেছে আজ……
অদ্ভুত সুন্দর লাগলো লাইনটা…… :huzur:
তয় আসল কথা…তোর আগামী ১ বছরের মধ্যে বিয়া না দিলে বিপদ আছে! রাস্তাঘাটে মাইর মুইর খাইতে পারিস! 😛
দুর্দান্ত :dhisya: :dhisya: :dhisya: :dhisya:
অস্থির! :guitar:
সবচেয়ে ভাল লেগেছে এইটাঃ
“তোর চুলের বিষণ্ণতায় মেঘ করেছে আজ
বৃষ্টি হয়ে ঝরে পড়া অলস দিনের কাজ!” :beshikhushi:
”সবাই বলে আমার নাকি
মাথা ভালো, অঙ্কে ঠিক
তবু তোমার সব কিছুই
দুর্বোধ্য সাংকেতিক!” :clappinghands:
”তোর চুলের বিষণ্ণতায় মেঘ করেছে আজ
বৃষ্টি হয়ে ঝরে পড়া অলস দিনের কাজ!” :huzur: