শুভ জন্মদিন হুমায়ূন স্যার! এ ভালোবাসা গ্রহণ করুন।

১)

দরদর করে ঘামছি! এই মাত্র কে যেনো কনুই দিয়ে এক বাড়ি দিয়ে চোখের পাশে খানিকটা জায়গা কালচে করে ফেলেছে! তাতে কি? আমিও “এই সর, হেই মিয়া! জায়গা দ্যান!” বলে ধুম ধাম করে এগুতে লাগলাম!

পেছন থেকে কাকে যেনো বলতে শুনলাম, “এই লোক সাহিত্যকে ধ্বংস করে দিচ্ছে! সে কি উপন্যাস লেখেন নাকি? লিখেন “অপন্যাস”, বুঝলেন?”

বোধ করি, তাঁর কানেও কথাগুলো গেল। তিনি শুধু মুচকি মুচকি হাসলেন। আর যন্ত্রের মতো চালিয়ে যেতে লাগলেন হাত ও কলম, সামনে অটোগ্রাফ বাহিনীর একাংশ গড়াগড়ি খাচ্ছে!

“নন্দিত নরকে” দিয়ে শুরু, কলমের কালির বাঁধভাঙ্গা অদম্য স্রোতে এসেছেন “বাদশাহ নামদার” পর্যন্ত। জন্ম দিয়েছেন হিমু, মিসির আলি, বাকের ভাই, শুভ্র’র মতো অবাস্তব জগতের রক্ত মাংশ ওয়ালা মানুষের। বই এর ভেতর থেকে যেনো এই মানুষগুলো চিমটি কেটে যায় এই বলে,” আরে, কি ভাবছিস? আমি আছি কি নেই, এই তো? ধরে নে আছি!”

 

২)

জাত লেখক জিনিসটা কি, বলতে পারেন? খুব সম্ভবত যে ঘুম থেকে উঠে চোখ খুলে হাই তুলতে তুলতে কিছু একটা লিখলেও সেটা পাঠককে প্রতিক্রিয়াশীল করে দিতে পারেন, তিনিই জাত লেখক। আমার চোখে এরকম আছেন একজনই! তিনি হিমু, মিসির আলি ও শুভ্রের পিতা – “হুমায়ূন আহমেদ”। ইতোমধ্যেই সবাই জেনে গিয়েছেন যে, স্যারের কোলন ক্যান্সার ধরা পরেছে এবং তিনি বর্তমানে নিউইয়র্কের মেমোরিয়াল সোলেন ক্যাটারিন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। একের পর এক ক্যামোথেরাপি গ্রহন করতে হচ্ছে তাঁকে। আমি ব্যক্তিগতভাবে “হা” হয়ে যাই, এরকম পরিস্থিতির মাঝেও একজন মানুষ, নার্ভ এতোটা শান্ত রেখে কিভাবে প্রতিনিয়ত লিখে যাচ্ছেন? তাঁকে যদি জাত-লেখক না বলি, তা হলে কাকে বলবো?

৩)

সমসাময়িক একটি ঘটনা বলি। এক লোক, যাকে এ দেশের মানুষ ভালোবেসে ডাকত “গুরু”। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তবে, তাঁর সবচেয়ে বড় পরিচয়, তিনি আমাদের বাংলাদেশের পপ সঙ্গীতের জনক! তিনি আমাদের প্রয়াত আজম খান। আমি প্রচন্ড কষ্ট পাচ্ছি, তাঁর নামের আগে “প্রয়াত” শব্দটি যুক্ত করাতে। এই “প্রয়াত” শব্দটি যুক্ত করার পেছনে আমাদের অপরাধ কম নয়! তিনি বেঁচে থাকতে কি করেছি আমরা তাঁর জন্য? তিনি যখন মুখের ক্যান্সারের জন্য চিকিৎসার দ্বারস্থ হয়েছিলেন কিন্তু অর্থের অভাবে চিকিৎসা সম্পুর্ন করতে পারেন নি, কোথায় ছিলো আমাদের “গুরুপ্রেম” ? মানুষটিকে আমরা হারালাম, সাথে সাথে শুরু হয়ে গেলো, “হায় গুরু!”, “হায় গুরু!”

স্বাধীনোত্তর বাংলাদেশে, হুমায়ূন আহমদ স্যারের মতোন বড় মাপের ও জনপ্রিয় লেখক র সৃষ্টি হয়েছেন কিনা আমার জানা নেই! আজ তিনি শয্যাশায়ী। কি মনে হয়, তাঁর প্রাপ্যটুকু তাঁকে দিতে পেরেছি আমরা? বছর বছর বইমেলায় তাঁর বই কিনেছি ঠিকই, কিন্তু যে সম্মানটুকু, যে ভালবাসাটুকু আমাদের অনেকেরই বুকে জমে আছে, তা কি স্যারকে জানাতে পেরেছি আমরা? সৃষ্টিকর্তা না করুক, স্যারের আজ যদি কিছু একটা হয়ে যায়, তিনি কি এই ভালবাসার নমুনাটা দেখে যেতে পারবেন?

অনেক দুঃখের আলাপ করলাম। এবার একটা সত্যিকারের আনন্দের কথা বলি। আজ, ১৩ই নভেম্বর, হুমায়ূন আহমেদ স্যারের জন্মদিন। আর এ জন্মদিন উপলক্ষ্যে “সরব” পরিবারের পক্ষ থেকে আমরা স্যারের প্রতি আমাদের অসীম ভালবাসার ছোট্টো একটি নমুনা স্বরুপ, একটি ছোট্টো উপহার দেবার চেষ্টা করেছি।

হুমায়ূন স্যারের প্রতি সম্মান দেখিয়ে পাঠকদের প্রতিক্রিয়া আর হাজারো অনুভুতি নিয়ে “স্বপ্নলোকের কারিগর” ই-বুক প্রকাশিত হলো আজ। হুমায়ূন আহমেদ স্যারের প্রতি আমাদের মনের শুদ্ধতম ভালবাসার খুব ছোট্টও একটি অংশের প্রকাশ এই ই-বুকটি।  এই বুকটি জড়িয়ে আছে, হুমায়ুন স্যারকে নিয়ে আমাদের আকুলতা, আশা-ভরসা, ব্যাকুলতা ও আরও অনেক কিছু।

সরব পরিবারকে নিয়ে শুধু একটা কথাই বলতে চাই যে, আমরা বিশ্বাস করি “মৃতের পূজোর চাইতে জীবিতের প্রতি ভালবাসার প্রকাশ, অনেক শ্রেয়”

সবশেষে হুমায়ূন স্যারের জন্য অনেক অনেক প্রার্থনা আর শুভকামনা আশা করছি সবার কাছ থেকে। এতো ভালবাসাকে পাশ কাটিয়ে স্যার যেতে পারেন না, ঐ কালো আকাশের ওপাশে যিনি আছেন, এতো মানুষের দোয়া তিনি ফেলে দিতে পারবেন না। স্যার, আপনাকে ফিরে আসতেই হবে।

( যিনি না থাকলে এই ই-বুক প্রকাশই হত না তিনি আমাদের স্বপ্নজয় ভাইয়া। ভাইয়া, আপনাকে অনেক অনেক বেশী ধন্যবাদ। গুরুচন্ডালী দোষে দুষ্টু এই ধন্যবাদ গ্রহণ করবেন, আশা করি)

“স্বপ্নলোকের কারিগর” বইটি মিডিয়াফায়ার হতে ডাউনলোড করতে ক্লিক করুন এখানে।

বইটি সরাসরি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন 

এই লেখাটি পোস্ট করা হয়েছে উদ্যোগ, বইপড়ুয়া-এ এবং ট্যাগ হয়েছে , , , স্থায়ী লিংক বুকমার্ক করুন।

19 Responses to শুভ জন্মদিন হুমায়ূন স্যার! এ ভালোবাসা গ্রহণ করুন।

  1. নিঃস্বীম স্বপ্ন বলেছেনঃ

    শুভ জন্মদিন স্বপ্নলোকের কারিগর।

    এমন একটি উদ্যোগের জন্য সরব কর্তৃপক্ষ এবং এই চেষ্টার পেছনের সব মানুষদের জন্য রইলো আন্তরিক ধন্যবাদ। 🙂

  2. স্বপ্ন বিলাস বলেছেনঃ

    শুভ জন্মদিন হুমায়ূন আহমেদ! 😀

    সবাইকে সম্মান জানাতে চাই সে জীবিত থাকতে।
    চমৎকার উদ্যোগের জন্য সরবের সবাইকে ধন্যবাদ। :clappinghands:

  3. ~স্বপ্নজয়~ বলেছেনঃ

    মিডিয়াফায়ারে অনেকের প্রব্লেম থাকে, তাই সরাসরি লিঙ্ক দেয়া হলো –

    “স্বপ্নলোকের কারিগর” বইটি সরাসরি জিপ ফাইল আকারে ডাউনলোড করতে
    ক্লিক করুন এখানে।

    “স্বপ্নলোকের কারিগর” বইটি ইন্টারনেটে পড়তে
    ক্লিক করুন এখানে।

  4. রাইয়্যান বলেছেনঃ

    অসাধারণ!!!

  5. অবন্তিকা বলেছেনঃ

    “মৃতের পূজোর চাইতে জীবিতের প্রতি ভালবাসার প্রকাশ, অনেক শ্রেয়”
    শুভ জন্মদিন “হুমায়ূন আহমেদ স্যার।”
    শুভ জন্মদিন “স্বপ্নলোকের কারিগর।” 🙂

  6. নোঙ্গর ছেঁড়া বলেছেনঃ

    শুভ জন্মদিন “হুমায়ূন আহমেদ স্যার।”
    শুভ জন্মদিন “স্বপ্নলোকের কারিগর।” 🙂

  7. খাপছাড়া বলেছেনঃ

    সবার এত ভালবাসা আর আবেগ দেখে অন্যরকম ভাল লাগছে!!

    “সরব” এর চমৎকার এই উদ্যোগের জন্য অন্তরের অন্ত্যস্থল থেকে ভালবাসা রইলো!! আর যাদের পরিশ্রমে এই অসাধারণ উদ্যোগটি সফল হয়েছে…স্যালুট!! :huzur:

    শুভ জন্মদিন হুমায়ূন আহমেদ স্যার!!
    ফিরে আসুন, এই কামনাই রইলো!!

  8. ইঁদুর বলেছেনঃ

    দারুন।=)

  9. শুভ জন্মদিন কথাটা দিয়ে কখনো প্রকাশ করতে পারবো না কতটুকু শুভকামনা হুমায়ূন আহমেদ স্যারের জন্য জমা আছে……

    শুভ জন্মদিন হুমায়ূন স্যার, একজন হিমু, একজন মিসির আলী, একজন শুভ্র, আর হাজার চরিত্রের বাস যার ভিতরে…

  10. প্রজ্ঞা বলেছেনঃ

    “মৃতের পূজোর চাইতে জীবিতের প্রতি ভালবাসার প্রকাশ, অনেক শ্রেয়”

    অভিনন্দন নিশম!
    সেই সাথে, অভিনন্দন সরব পরিবারকেও!

  11. বোহেমিয়ান বলেছেনঃ

    কী বলব আমি?
    কী দারুণ একটা টিম!!
    কি দারুণ! কত অল্প সময়ে কী বিশাল কাজ করে ফেলেছে এরা! এবং পূর্ব অভিজ্ঞতা ছাড়াই!

    স্যার কে অনেক অনেক শুভকামনা।

  12. সামিরা বলেছেনঃ

    উফ্‌, কী খুশি যে লাগছে!

  13. ফিনিক্স বলেছেনঃ

    সবাই মিলে একটু একটু করে করলে একটা কাজ কত সুন্দর হয়, তার নমুনা এই ই-বুক! সরবের সবার কষ্টের ফসল।

    এই ভালবাসা মিথ্যে হবে না ইনশাআল্লাহ।

    সরবের সবার জন্য ভালবাসা। :beshikhushi:

  14. বোকা মানুষ বলেছেনঃ

    আমি শুনেছি সেদিন তুমি, তুমি তুমি তোমরা মিলে……………………।

  15. ~স্বপ্নজয়~ বলেছেনঃ

    এখন পর্যন্ত কেউ একটা রিভিউ দিলোনা :p

    @নিশমঃ আমি স্টাফ, আমাকে এভাবে এত ধইন্যাপাতা না দিলেও হবে 🙂 8)
    থ্যাঙ্কু ভাইডি 🙂
    @ইভানঃ আপনাকেও ধন্যবাদ ভাই 🙂
    @বোহেমিয়ানঃ বান্দরের খালামনি ওরফে শুটকী ওরফে সুপ্তির পূর্ব অভিজ্ঞতা ছিল। আমার সাথে সে আগে আরও ৩টা পিডিএফ এ কাজ করছে 😉 পিডিএফ এর সম্পাদিকা হিসাবে ওর নাম প্রথম আলোতেও আসছিলো 😀

    অত্যান্ত অল্প সময়ে করা কাজ। আমি নরমালি দুই সপ্তাহ মত সময় নেই একটা কাজ করতে। এখানে মাত্র ১৪~১৫ ঘন্টার করতে হয়েছে। চমৎকার একটা টিম ছিল বলেই সম্ভব হয়েছে কাজটা করা 🙂 গ্রাফিক্সের কাজগুলো তো এক কথায় অসাধারণ।

    সবাইকে অনেক অনেক ধন্যবাদ 🙂 :love:

  16. নীল রঙ পরী বলেছেনঃ

    এই পরিবারটির অংশ হতে পেরে আসলেই ভাল লাগছে।

    দেরি করে ফেললাম মন্তব্য দিতে…
    শুভ জন্মদিন, হুমায়ূন স্যার…

  17. নিস্তব্ধ অমিত বলেছেনঃ

    স্যারের জন্য কিছু করতে দেখলেই অনেক বেশি ভালো লাগে…… শুভ জন্মদিন হুমায়ূন স্যার……

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।