হেমন্তের স্বপ্নগুলো…

এখনো তেমন করে ভোরের আলো ফোটেনি, তাও পা টিপে টিপে ঘর থেকে বের হলাম, ঢেঁকিঘরে শুধু একটানা শব্দ শুনে যাই, ধুপ, ধুপ, ধুপ……
ঠাণ্ডা ঠাণ্ডা পানিটা কোন রকমে হাতে মুখে দিয়েই ছুট ছুট ছুট……
এক দৌঁড়ে আমাদের ধানক্ষেতটায়, হালকা কুয়াশার ভিড়ে সোঁদা মাটির গন্ধের সাথে হাতে হাত রেখে দাঁড়িয়ে আছে সোনালী হাসি মাখা ধানগাছগুলো। আস্তে আস্তে কাছে যেয়ে মুখ ডুবিয়ে বুক ভরে শ্বাস নিই, কেমন জানি পাগল করা একটা গন্ধ। মনে হয় বহু দূর থেকে ভেসে আসা কোন রাজ্যের এক রাজকন্যা….. কৃষকরা আসছে কাস্তে হাতে, কোথাও যেন একটা উৎসবের সুর, নবান্ন শুরু হয়েছে! ধান কাটা শুরু হবে, আর ধুপ ধুপা ধুপ ঢেঁকি চাল কোটা শেষ হলেই পিঠা উৎসব! মা কোথায়?? হঠাৎ মনে পড়ায় ধানের ক্ষেত থেকে এক ছুট! রান্নাঘরে এসে দেখি মা এর মধ্যেই বসে গেছেন গুড় জ্বাল দিতে, মৌ মৌ গন্ধে চারপাশ ভরে গেছে! কিছু মৌমাছিও দেখি চলে এসেছে গন্ধে গন্ধে! কি অদ্ভুত! কিন্তু এক ফোঁটাও দিবো না ওদের! চুলার পাশে বসে হালকা ওম ওম গরমে মা’কে বললাম, “ও মা! আর কতক্ষণ লাগবে??” মা মিষ্টি হেসে বললেন, “দূর পাগল! এখনো অনেক দেরী!”
উঠোনে রাঙা’বু দেখি হাঁসগুলোকে ছেড়ে দিয়েছে। বাচ্চাগুলোকে নিয়ে মা হাঁস দুলে দুলে যাচ্ছে পুকুরের দিকে। ইস! ওদের বুঝি শীত লাগে না?? পিছন পিছন আমিও ছুট লাগালাম! সূর্য উঠছে, আকাশটা হঠাৎ করে লালচে লালচে হয়ে আসছে, আগুন লেগেছি বুঝি ঐ পাশের আকাশে, এমন ভীষণ লাল কেন? আনন্দে লাফাতে ইচ্ছে করছে! কেমন একটা উৎসব উৎসব আজ চারিদিকে…
হেমন্তের প্রথম দিন আজ! চাষীদের আজ পাত পেড়ে খাওয়ানো হবে! খুব ইচ্ছে হয় মাঝে মাঝে, ইস! ওদের মতো কবে বড়ো হবো? আমিও ধান কাটবো ওদের মতো, দুপুরবেলা পাত পেড়ে খাবো ওদের সাথে। বাবা বলেন, আমি নাকি এখনো অনেক ছোট, কিন্তু এইযে, আমিও তো কাস্তে ধরতে পারি, হবে না বুঝি?
হঠাৎ মনে হলো এই মাঠের শেষ পর্যন্ত যাবো আজকে, দেখি না শেষ মাথায় কি আছে? কখনো পৌঁছাতে পারিনি, কত্তদূর মনে হয়, অর্ধেকটা যেতেই শেষ হয়ে যায় দম! এইটুকু দম দেখেই তো ফুটবল খেলায় আমাকে নেয়না! দাঁড়াও! আজকে ঠিক আমি মাঠটা পার হবো…
মা তো কাছে পিঠে নেই, এক দৌঁড়ে যাবো আর আসবো, মা জানতেই পারবে না! আইলের মাঝখান দিয়ে একটা ছুট! চারপাশের ধানগাছ গুলো বাতাসে ঝুঁকে আসছে আমাকে ধরার জন্য, ছোঁয়া বাচিঁয়ে ভীষণ দৌঁড়ে যাচ্ছি, বাতাস কেটে কেটে যাচ্ছে চুলে, আজকে পারবোই, ঐযে ওপাশের তালগাছটা! ওপার পর্যন্ত পৌঁছালেই হবে…কি ভীষণ কাছে…যাচ্ছিই তো…
দম আস্তে আস্তে ফুরিয়ে আসছে, কিন্তু ওপারে যাবো না? তা কি হয়? ভীষণ জোরে দৌঁড়াচ্ছি, মনে হচ্ছে পাখি হয়ে যাবো হঠাৎ, উড়ে যাবো ঐ দূরে……কিন্তু ঐ বিচ্ছিরি শব্দটা কিসের? কোথাও জানি শুনেছি শব্দটা, কিসের??? ধুৎ, উড়তে পারছি না! উলটো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে চোখে সামনের ধানক্ষেত, তালগাছ! কোথায় যাচ্ছো? কোথায়……

হঠাৎ করেই সব মিলিয়ে গেলো চোখের সামনে থেকে। সেই মাঠ, সোঁদা গন্ধ, সোনালী ধান, বাতাসের সাথে পাল্লা দিয়ে ছুটে চলা সব…সব……
বহুক্ষণ কোন শব্দ নেই, শুধু একটানা বেজে চলেছে অ্যালার্ম ঘড়িটা, হঠাৎ কোন কারণ ছাড়াই ভীষণ মনটা খারাপ হয়ে গেলো। কিছুক্ষণ চুপ করে শুয়ে থাকলাম, জীবনটা খুব বেশি পালটে গেছে কি? আস্তে আস্তে উঠে পড়লাম, অফিসে যেতে হবে, আস্তে আস্তে তৈরী হওয়া শুরু করলাম। মাঠটার ওপারে বুঝি আর যাওয়া হলো না আমার, সেই পিঠের গন্ধ, সেই ধুপ ধুপা ধুপ ধুপ, সেই ছড়া, সেই ছেলেবেলার হেমন্ত, সেই ফেলে আসা ছেলেবেলা……সবকিছুই…
কিন্তু তবু, তোরা ভালো থাকিস, বেঁচে থাকিস তোরা, অন্য কারো রোজকার গল্প হয়ে…

নিস্তব্ধ শৈশব সম্পর্কে

জন্মেছি যখন মানুষ হয়ে, লড়ে যাবো ভালোর হয়ে, এক নতুন ভোরের অপেক্ষায়...
এই লেখাটি পোস্ট করা হয়েছে বিবিধ-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

12 Responses to হেমন্তের স্বপ্নগুলো…

  1. ফিনিক্স বলেছেনঃ

    ♫ …ঘুম পাড়িয়ে দিও আমায় হেমন্ত আসার আগে,
    সূর্যকে বলে দিও সকাল যেন না আসে… ♪

    বাংলাদেশের হেমন্ত বেঁচে থাকুক ভালবাসায়- বেঁচে থাকুক এমনি করে গল্পে, কাব্যে কিংবা গীতিতে।

  2. বোহেমিয়ান বলেছেনঃ

    ইস! এটা কী করলি বল তো?!

    কী চমৎকার একটা “স্বপ্ন” দেখছিলাম!

    আসলেইরে! স্বপ্ন ভংগ দিয়েই শেষ হয় সব!

    :huzur:

    কিন্তু তবু, তোরা ভালো থাকিস, বেঁচে থাকিস তোরা, অন্য কারো রোজকার গল্প হয়ে…
    হ্যাঁ

  3. কিনাদি বলেছেনঃ

    ওয়াও! দারুণ লাগছিলো। শেষ মুহূর্তে অ্যালার্মের শব্দটা কানে যেতেই… 😯

  4. প্রজ্ঞা বলেছেনঃ

    ইশ! কি সুন্দর স্বপ্নটাই না দেখছিলাম!
    কিন্তু, উফ! অ্যালার্ম ঘড়িটা! হাতে পেলে ভেঙ্গেই ফেলবো! 🙁

  5. শিশিরকণা বলেছেনঃ

    :clappinghands: :huzur:

  6. নিস্তব্ধ অমিত বলেছেনঃ

    লেখকের অনেক বড় একটা সাফল্য হল…… পাঠকদের তাঁর লেখার মাঝে ডুবিয়ে দেবার ক্ষমতা থাকা…… এই লেখাটা পড়বার সময় আমি আপনার দেখানো স্বপ্নের মাঝে। ডুবে গিয়েছিলাম……
    খুব ভাল লেগেছে…… :happy:

  7. সাদামাটা বলেছেনঃ

    অ্যালার্ম ঘড়ি-ই পৃথিবীর সবচেয়ে বড় ভিলেন :haturi:

    ছেলেবেলা নেই তো কী, রোজকার এই স্বপ্নগুলো আবার সত্য হয়ে ফিরে আসুক বারবার :guiter:

  8. স্বপ্ন বিলাস বলেছেনঃ

    ধুর ব্যাটা, কে বললো অ্যালার্মটা বাজাতে? :haturi:

    অদ্ভূত সুন্দর ধানক্ষেতের আইলে হারিয়ে যাচ্ছিলাম নিজের অজান্তে। ছুটে যাওয়া এক বালকের মত শিশির ছুঁয়ে, খালি পায়ে……… :penguindance:

  9. নূরবাহার ঈয়াশা বলেছেনঃ

    লিখে যান!!! :huzur:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।