হাতে তুলি ,
সামনে সাদা ক্যানভাস
দাঁড়িয়ে আছেন স্রষ্টা ,
উদ্দেশ্য……
তিনি তাঁর সৃষ্টি মানুষকে
এই ভয়ঙ্কর সৌন্দর্যময় পৃথিবীকে দেখার
সুযোগ করে দিতে চান
কিন্তু তাঁর কপালে কিঞ্চিৎ চিন্তার ভাঁজ
তাঁর কাছে যে কালো ছাড়া আর কোনও রং নেই ।
খানিক পর……
সাদা ক্যানভাসে কালো রঙের অদ্ভুত কিছু বক্ররেখা
সৃষ্টি করেছে মায়াময় দুটি দৃষ্টি ।
ক্যানভাসের সামনে ,
গর্বিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন স্রষ্টা
নিখাদ সৌন্দর্যের এই প্রতীকটির একটি
একটি নাম দিলেন তিনি
চোখ…… শুধুই চোখ……
খানিক পর ……
সামান্য অসাবধানতায় স্রষ্টার হাতের কালো রং
গিয়ে পড়লো পবিত্র সাদা ক্যানভাসে
মুছে গেলো মায়মায় দৃষ্টি
নিজের অসাধারণ সৃষ্টিকে ধ্বংস হতে দেখে
ক্রোধে তাঁর হাতের তুলি ভেঙ্গে গেলো
উন্মত্ত হয়ে উঠলেন তিনি ……
কালো ক্যানভাসের দিকে
ক্ষুধার্ত নেকড়ের দৃষ্টিতে তাকিয়ে বললেন ……
” তুই কখনও নিজেকে দেখতে পাবি না । ”
কথাটি শেষ করে……
বিজয়ীর ভঙ্গিতে ক্যানভাসের সামনে থেকে
সরে দাঁড়ালেন স্রষ্টা ।
সেই থেকে চোখের কষ্ট
নিজের মায়াময় রূপ সে কখনই দেখতে পায় নি
সে ,
কাঁদতে পারে ……
আনেক না বলা কথা
ইশারায় বলতে পারে ……
কিন্তু ,
নিজেকে দেখতে পারে না ।
তাই ,
মাঝে মাঝে অজানা কারণে
চোখের কোণ ভিজে উঠে
কেন ভিজে উঠে
সেটা কেউ বোঝে না ……
জানতে চায় না ……
আজ থেকে জেনে রেখো বিশ্ববাসী ,
এ তোমার বা আমার কষ্ট নয়
এ চোখের কষ্ট ……
শুধুই চোখের কষ্ট ……
তবে তাই হোক
না হয় ক্লান্ত হলাম
না হয় স্বপ্ন ভাঙলো
তবে সে মুক্ত অশ্রু যেন না ভিজে
কোনো এক বোকা সীমান্তে
ভালো বলেছেন তো…
কিন্তু আমি তো মনে করতাম-
মন ভাসে মনের অশ্রুধারে!
😳
কথাটা সুন্দর বলেছেন তো…… ” মন ভাসে মনের অশ্রুধারে ! ” ……
ভালো লেগেছে ভাইয়া 😀
মাঝে মাঝে অজানা কারণে
চোখের কোণ ভিজে উঠে
কেন ভিজে উঠে
সেটা কেউ বোঝে না ……
জানতে চায় না ……
ধন্যবাদ…… ভাইয়া……
অদ্ভুত লাগলো লিখাটা, দারুণ ভাইয়া, অন্যরকম ভাবনাটা কেমন করে ভাবলা জানিনা! কবিতার প্রতি ভীষণ রকম ভালো লাগা কাজ করে, কোথা থেকে জানিনা, তবু হঠাৎ করে ধাক্কা খাবার মতো কবিতার মধ্যে এটাও একটা……
দারুণ…
ভাবনাটা একদিন হঠাৎ করেই চলে আসছিলো…… তারপর লিখে ফেললাম নিজের মতো করে……
ভাল লেগেছে।