( ফেবুতে আমি মাঝে মাঝে কিছু জ্বালাময়ী কিংবা মজার মজার স্ট্যাটাস দিয়ে ফেলি অজান্তেই। ভাবছি, আগামীতে সাহিত্যের অভাবে পরলে এখান থেকেই হাত পাতা লাগবে! তাই, এখন থেকেই জমানো শুরু করে দেই ! )
১)
সেপ্টেম্বর ৫
বিশিষ্ট খেলোয়ার শাহাদাত রাজীবের “নায়ক” প্রসঙ্গে স্ট্যাটাস দিয়েছিলাম এরকম। :happy:
“মাথায় জেল দিয়ে চুল গুলোকে ১৪ দিকে ঘুরিয়ে, ব্লাউজ ফিটিং এর শার্ট পরে আর প্রায় ছিড়ে যাবার উপক্রম জিন্স পরে আইজ পর্যন্ত ডেটিং এ যেতে পারলাম না! ধিক্কার আমার প্রতি, শুধুই ধিক্কার !!! এমুন আন-ইশমার্ট আমি, কি ভবিষ্যত আমার ! শাহাদাত ভাই যদি একটা ” ইশমার্ট কুচিং সেন্টার” খুলতো, তাইলে আমার মতো আন-ইশ্মার্টদের জন্য বড্ড উপকার হইতো !”
উল্লেখযোগ্য কমেন্টঃ
Sshabbir Sshojib amr ekta apu ase 5.10 arekta 9..edeshe oderkau bie korbe na..SHAHADAT sara.. 🙁
২)
সেপ্টেম্বর ৪
ধরি, “ভালোবাসি তাই, ভালোবেসে যাই” খুব সুন্দর একটা নাটক। আমার ভুল হয়েছে যে আমি দেখিনাই। কিন্তু, নাটকে কি এমন কিছু দেখাইসে যে, গাদ্দাফী আত্মহত্যা করেছে? কিংবা আবুইল্যা পদত্যাগ করছে? অথবা বুশ আর ওবামা একসাথে সাদ্দাম এর কবরে গিয়ে কাদতেসে? তাইলে কি এমন দেখাইলো যে, আমার পুরা হোমপেইজে এ একটাই কথা –
“ভালোবাসি তাই, ভালোবেসে যাই”।
আড়াই ঘন্টা পরে ফেসবুকে ঢুকে পুরাই তব্দা খেয়ে গেসি কয়েক মিনিট!
উল্লেখযোগ্য কমেন্টঃ
Riyad Hasan Bujhlam na, sobar kotha sune mone hocce Kono train miss korci ecca kore!!! :crying:
Moin Shourav Prohor আমি দেখি নাই আমি ক্ষেত আমারে পিডান 😀 😛
৩)
সেপ্টেম্বর ২
ফেয়ার এন্ড লাভলী, আর কিছু পারুক আর নাই পারুক – এতো দশক ব্যবসা করে একটা জিনিস ভালো মতো জন্ম দিয়েছে। আর তা হলো, ” কালো মেয়েরা অভিশপ্ত। তাদের বিয়া শাদী তো হবেইনা, ইভেন তাদের কোনো অফিসে চাকরী করার ও যোগ্যতা নাই। তাদের কাউকে ভালোবাসার অধিকার নাই।”
উল্লেখযোগ্য কমেন্টঃ
Subrata Deb Nath আমার একটা জিনিস খুব অবাক লাগে। বিয়ে তে সাজানোর সময় কালো/শ্যামলা রংকে পুরো সাদা বানিয়ে ফেলা হয়। আমরা বাঙালি জাতি যে কত বড় বর্ণবাদী, ভেবেও দেখি না একবার!!
Sarwaf Nawar Proteeti বললে বিশ্বাস করবেন!! হুবহু এই একই কথা আমি গত ২ বছর ধরে সবাইকে বলে আসছি! 🙁 আমি কাল তাই আমার bf আমার দিকে না তাকিয়ে আমার ফর্সা বান্ধবীর দিকে তাকাবে! আর এই ভয়ে আমি দিনরাত এক করে দিয়ে ফেয়ার অ্যান্ড লাভলি র মত ব্লিচিং পাউডার মুখে ডলাডলি শুরু করব! হোয়াট দ্যা প্যাঁক!
Rashat Rahman Zico এ জীবনে বহুত কালো মানুষ বহুত কিছু করেছে। কালো মানুষ নোবেল পুরষ্কার জিতেছে। আল্লাহ যাকে কালো বানাইছে তার অন্যান্য গুনাবলী এবং মনোবল বৃদ্ধি করেই পাঠাইছে। আর হা, গায়ের রঙ কেউ চেঞ্জ করতে পারেনা কিন্তু নিজের কোয়ালিটি কেউ চাইলেই বাড়াইতে পারে। সেটাই আসল।
Shayikh Bony যারা গায়ের রঙ ফরসা উজ্জ্বল সুন্দর করার জন্যে মুখে এসব ছাইপাশ লাগায়,ঈদের আগের দিন পার্লারে গিয়ে বসে থাকে(এখন ছেলেরাও যায়),তারা না স্ত্রীলিঙ্গ,না পুংলিঙ্গ,না উভলিঙ্গ,তারা হল ক্লীবলিঙ্গ,অর্থাত বোধবুদ্ধিহীন একটা জড় বস্তু,নাথিং এলস।
( চলবে …….. )
মজা পেলুম…… কিন্তু ভাইয়া…… এতো পুরনো পুরনো স্ট্যাটাস Collect করলেন কীভাবে ????
প্যাচবুক টাইমলাইন আছে কি করতে !!! আমি তো ভাবতেসিলাম ২০০৯ সাল থেইকা শুরু করুম কী না !!! :love:
:happy:
আফামনি, আস্তে লাফান !!! আমার বলগ ভাইঙ্গা যাইতে পারে 😀 😀 মডূ আমারে কিলাইবো !!! :slap:
মজা পেলুম! তয় কষ্ট পালাম, আমার এট্টাও উল্লেখযোগ্য কুমেন্ট নাইক্যা! 😛
কাইন্দেন না ব্রো ভাই !!!! আমি এখন থেইক্কা জ্বালাময়ী, ক্যাচাল লাগাইন্না কমেন্ট করুম নে 8) :cuthair:
🙄
গড়াইতে গড়াইতে তো মাটি ক্ষয় করে ফেলাইবেন গো প্রজ্ঞাদি !!! :happy:
কথাগুলি দুঃখজঙ্ক সব সত্য কথা! 😯
*দুঃখজনক*
আশে পাশে খালি দুঃখের ছড়াছড়ি। আমাকে ধরে বেঁছে একটা বিয়ে দিয়া দ্যান !! যাতে দোষটা আপনাদের ঘাড়ে চাপায় দিতে পারি 😛 😛
😀 😀 😀
সাদা-মাটার মুখে কী রঙ্গীন হাসি গো !!! বাপ্রে বাপ !!! :happy: