রৌদ্রালো,
আমার অনেক অনেক না- বোধক ভালোবাসা শুধু তোমার জন্যে।
রৌদ্রালো = রৌদ্র + আলো অর্থাৎ রৌদ্রের আলো। ব্যাপারটা মধ্যে বাতুলতা আছে অনেকখানি। রৌদ্র হলেই তো আলো হবে অথবা এমন-ই তো – রৌদ্র-ই তো আলো।
তারপরেও এইটুকুন বাতুলতা আমায় করতে দাও রৌদ্রালো!
যে আকাশের বুক জুড়ে তুমি থাকো সেই আকাশের দোহাই।
ডাকি তোমায় এই নামে ?
রৌদ্রালো – রৌদ্রালো – রৌদ্রালো ———
এক আকাশ না বোধক ভালোবাসা আজ ঝড়ে পড়ুক তোমার ওপর।
আজকাল আমার দুপুরবেলাটায় মন কেমন করে উঠে। কর্কশ রোদ্দুরের গনগনে আচঁ এমন কোমল-শীতল কেনো মনে হয়! এমন রূপবতী তো তুমি ছিলে না কোনকালে! তোমার সোনালি বরণের স্পর্শে আমার শরীরে শিহরণ খেলে যায় যেনো।
আচ্ছা, তোমারো কি তাই হয় ?
কাল রাত্তিরে আমি স্বপ্নে দেখলাম। কি দেখলাম জানো, তোমার হাত ধরে আমি ঘুরে বেড়াচ্ছি মাঠে -ঘাঠে। দিগন্ত ছাড়িয়ে ঐ সুদূরের সীমানায় হারিয়ে যাচ্ছি। মিলে মিশে একাকার হয়ে যাচ্ছি তোমাতে আমাতে ——-
হুমমম……..
ঠিক এই মূহুর্তেই তোমাকে শোনাতে ইচ্ছে করছে নেরুদার প্রশ্ন কাব্য। শোনাতে না পারার এই দুঃখ আমি কোথায় লুকোই।
ঠিক আছে, আমি লিখছি তুমি তা শব্দ করে পড়ো——–
প্রশ্ন কাব্য ~
# গাছগুলো কেনো লুকিয়ে রাখে–
তাদের শিকড়ের সৌন্দর্য ?
# পাতারা কেনো নিহত করে নিজেদের—
যে মূহুর্তে হলুদ মনে হয় তা ?
# যদি সমস্ত নদীরাই মিষ্টি—
তবে সমুদ্র কোথা হতে পায় এত নুন ?
# যদি মরে গিয়ে থাকি, আর না জানি সেটা—
তবে কে আমায় বলে দেবে সময় ?
# প্রশ্নেরা যদি উত্তর খূঁজে না পায়—-
ক্ষতি কি ?
ভালোবাসাহীনতায়
বাচোঁ,
আমি।
অপূর্ব… দারুন!!
“ভালবাসা মোর, তুমি এক প্রশ্নেই ধ্বসে গেলে?”
কৃতজ্ঞতা 🙂
“যদি মরে গিয়ে থাকি, আর না জানি সেটা—
তবে কে আমায় বলে দেবে সময় ?”
প্রশ্ন কাব্য এর অংশটুকু ভালো লেগেছে, আশা করি নিয়মিত লিখবেন
:welcome:
নেরুদার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা আর আমার পক্ষ থেকে শুভকামনা 🙂
:welcome:
আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা 🙂
চমৎকার সাবরিনা আপু!!! মন ছুঁয়ে যাওয়া!!
:welcome:
ধন্যবাদ আপুনি 🙂
:welcome:
অদ্ভুত সুন্দর লাগলো! নিয়মিত লিখবেন :clappinghands:
চেষ্টা থাকবে 🙂
:welcome: সাবরিনা আপু!
এমন সুন্দর সুন্দর প্রশ্নকাব্য এবং ক্ষণগল্প চাই আরো!
চেষ্টা থাকবে আপুনি 🙂
নেরুদা! খুব ভালো লেগেছে!
:welcome: আপু…।
নেরুদার পক্ষ থেকে ধন্যবাদটা নাহয় আমিই দিয়ে দিলাম।
ধন্যবাদ 🙂
মনটা ভীষণ ধরণের খারাপ ছিলো, সরবের মানুষগুলো তার থেকেও খারাপ, খারাপ মনটাকে আরো খারাপ করে দিলো……
কি বলবো জানিনা, নিয়মিত এমন মন খারাপ করতে চাই? হয়তোবা……
:welcome:
সরবে স্বাগতম আপু…
মনটা কি আমার লেখা খারাপ করলো? নাকি নেরুদার প্রশ্নকাব্য!?
নিয়মিত মন খারাপ করা ঠিক হবে কিনা ভাবছি পরে না আবার দূর দূর করে তাড়ান 🙁
আপু :welcome:
এই রৌদ্রালোকে বারবার পেতে চাই কাছে, এমন অনুভূতিগুলো বারবার করে ছুঁয়ে দেখতে চাই। আশা করি, নিরাশ হব না।
আমার তো নিরাশ করার ইচ্ছে নেই আপু…বাকিটা স্রষ্ঠার হাতে। দেখা যাক 🙂
সাবরিনাপুউউউ !!! :happy: :happy: :happy:
:welcome:
লেখা এক্কেবারে সাবরিনটাস্টিক হয়েছে 😀
আরি বাপরে…এতো উচ্চ স্বরে ডাক! তারউপরে এই মন্তব্যে আমি টাশকিত 😳
রৌদ্রালো!!! কী অদ্ভূত একটা শব্দ! কিন্তু, কেমন যেন একটা মায়া শব্দটার মাঝে…… 🙂
সরবে স্বাগতম, আপু :welcome:
আমারো মায়া লাগে বেশ। রৌদ্রের আলোতে মিশে আছে আমার রৌদ্রালো 🙂
নেরুদার একটা-দুটো কবিতা পড়েছিলাম, খুব ভালো লেগেছে।
সুন্দর পোস্ট।
:welcome:
আন্তরিক কৃতজ্ঞতা 🙂
“রৌদ্রালো – রৌদ্রালো – রৌদ্রালো ———”
কেমন যেন আকুল বিকুল করা মায়াভরা একটা লেখা। ভীষণ ভাল লাগলো।
স্বাগতম আপু
:welcome:
আপনাদের ভালো লাগা আমাকেও অনুপ্রাণিত করে 🙂
ধন্যবাদ।