ছোটবেলা থেকেই আমার ঘুরে-বেড়ানোর প্রচণ্ড ইচ্ছে ছিল । ইচ্ছেটাকে শুধু মনের মাঝে জমিয়ে রাখি নি । যখনই অবসর পেয়েছি , চেষ্টা করেছি নতুন কিছু জায়গা আবিষ্কার করতে । এই ঘুরে-বেড়ানোর সময়ই ফটোগ্রাফির ভুতটা মাথায় চাপে । তবে আমি ফটোগ্রাফার নই । শখের বশে ছবি তুলি । সময়কে ফ্রেমের মাঝে বন্দী করে ফেলার ব্যাপারটা আমার অনেক বেশি অন্যরকম মনে হয় ।
ছবিঃ ১
স্মৃতি কথনঃ
ছবিটা গ্রামের বাড়িতে তোলা । আমার অনেক প্রিয় ছবিগুলোর একটা । এই ছবিটা তোলার স্মৃতি যথেষ্ট ভয়ংকর । ক্যামেরায় ক্লিক করার পর আমি বুঝতে পারলাম যে ট্রেনটা আমার কাছ থেকে আর ৪-৫ ফুট দূরে । লাফ দেয়া ছাড়া আর কোনও গতি ছিলো না ! ! !
ছবিঃ ২
কাব্য কথনঃ
” কাছে-দূরের ব্যবধানে
বেড়ে যায় দূরত্ব ”
ছবিঃ ৩
কাব্য কথনঃ
” সে চলে গেছে বলে কি গো
স্মৃতিও হায় যায় ভোলা
ওগো মনে হলে তাঁর কথা আজও
মর্মে সে মোর দেয় দোলা …… ”
ছবিঃ ৪
স্মৃতি কথনঃ
ছবিটা রাঙ্গামাটিতে তোলা । নৌকা করে শুভলং যাচ্ছিলাম । এই চাকমা মেয়েটা নৌকার গলুইয়ে বসে ছিলো । আমি তাকে কিছু না বলেই ছবিটা তুলে ফেললাম । পরে ছবিটা তাকে দেখালাম । মেয়েটা খুব খুশি হল নিজের ছবি দেখে ।
ছবিঃ ৫
কাব্য কথনঃ
“এভাবেই থাকবো শেষ দিনটি পর্যন্ত
ভেঙ্গে যাবে না কখনও প্রকৃতির এ সম্পর্ক ”
ছবিঃ ৬
স্মৃতি কথনঃ
জী…… পাঠক , আপনারা ঠিকই ধরেছেন । এটা আমি । নিজের একটা ছবি দেবার লোভ সামলাতে পারলাম না । ক্যামেরাটা কিন্তু আমার না । ভাব নেবার জন্য নিয়েছিলাম । হা হা হা…… :happy: 😛
ভাল লাগলো অনেক! 😀
ধন্যবাদ……
ভালো হয়েছে- আরো অনেক ছবি তোলেন, আরো ইমপ্রুভ করবে 🙂
ধন্যবাদ……
ছবি আর কথন, চমৎকার লাগলো…।
ফ্রেমে আরো কাব্য বন্দী হোক…………
🙂
অবশ্যই ভাইয়া…… সামনে আরও দিবো……
চলুক ছবি তোলা! :clappinghands:
ভালো হয়েছে ছবিগুলি। 🙂
আমি ভালো ছবি তুলতে পারি না তেমন, ধৈর্যের ব্যাপক অভাব!
একটু চেষ্টা করলে আপনিও ঠিক পারবেন আপু……
ছবিগুলার স্মৃতিকথন পড়ে বুঝলাম, ধৈর্যের সাথে সাথে সাহসও লাগে ব্যাপক।
দারুণ ছবিগুলা। ভাল ক্যামেরা নাই তো কী হয়েছে? ঝাঁপিয়ে পড়ুন, আর আমাদের সাথে শেয়ার করুন আরো ছবি। 🙂
আমার আরেকজন সাথী পাইলাম!! আইসা পড়েন ভাই, ব্লগ ভাসায়ে ফেলবো!! দারুণ লাগলো ছবিগুলো…চালিয়ে যান, অপেক্ষায় রইলাম পরের পর্বের…… :babymonkey:
ওকে ভাই …… ভাসায় ফেলব ব্লগ……
ফ্রেমের কাব্যগুলো চমৎকার ছিল। 🙂
ভাল লাগলো।
ছবিগুলো কি আরেকটু বড় দেয়া যায়?