ফ্রেমে বন্দী কাব্য – ১

ছোটবেলা থেকেই আমার ঘুরে-বেড়ানোর প্রচণ্ড ইচ্ছে ছিল । ইচ্ছেটাকে শুধু মনের মাঝে জমিয়ে রাখি নি । যখনই অবসর পেয়েছি , চেষ্টা করেছি নতুন কিছু জায়গা আবিষ্কার করতে । এই ঘুরে-বেড়ানোর সময়ই ফটোগ্রাফির ভুতটা মাথায় চাপে । তবে আমি ফটোগ্রাফার নই । শখের বশে ছবি তুলি । সময়কে ফ্রেমের মাঝে বন্দী করে ফেলার ব্যাপারটা আমার অনেক বেশি অন্যরকম মনে হয় ।

 

ছবিঃ ১

 

0

 

স্মৃতি কথনঃ

ছবিটা গ্রামের বাড়িতে তোলা । আমার অনেক প্রিয় ছবিগুলোর একটা । এই ছবিটা তোলার স্মৃতি যথেষ্ট ভয়ংকর । ক্যামেরায় ক্লিক করার পর আমি বুঝতে পারলাম যে ট্রেনটা আমার কাছ থেকে আর ৪-৫ ফুট দূরে । লাফ দেয়া ছাড়া আর কোনও গতি ছিলো না ! ! !

 

ছবিঃ ২

 

 

কাব্য কথনঃ

” কাছে-দূরের ব্যবধানে

বেড়ে যায় দূরত্ব ”

 

ছবিঃ ৩

 

কাব্য কথনঃ

” সে চলে গেছে বলে কি গো

স্মৃতিও হায় যায় ভোলা

ওগো মনে হলে তাঁর কথা আজও

মর্মে সে মোর দেয় দোলা …… ”

 

ছবিঃ ৪

 

 

 

 

স্মৃতি কথনঃ

ছবিটা রাঙ্গামাটিতে তোলা । নৌকা করে শুভলং যাচ্ছিলাম । এই চাকমা মেয়েটা নৌকার গলুইয়ে বসে ছিলো । আমি তাকে কিছু না বলেই ছবিটা তুলে ফেললাম । পরে ছবিটা তাকে দেখালাম । মেয়েটা খুব খুশি হল নিজের ছবি দেখে ।

 

ছবিঃ ৫

 

কাব্য কথনঃ

“এভাবেই থাকবো শেষ দিনটি পর্যন্ত

ভেঙ্গে যাবে না কখনও প্রকৃতির এ সম্পর্ক ”

 

ছবিঃ ৬

 

 

 

স্মৃতি কথনঃ

জী…… পাঠক , আপনারা ঠিকই ধরেছেন । এটা আমি । নিজের একটা ছবি দেবার লোভ সামলাতে পারলাম না । ক্যামেরাটা কিন্তু আমার না । ভাব নেবার জন্য নিয়েছিলাম । হা হা হা…… :happy:   😛

Amit Pramanik সম্পর্কে

নিজের ব্যাপারে কিছু বলা মনে হয় সবসময়ই কঠিন। আসলে, প্রতিটা মানুষই তো স্বাভাবিক। আমিও তাই। পড়াশুনা করি, খাই, আড্ডা দেই, ঘুমাই, দুষ্টামি করি, মাঝে মাঝে এক আধটুক লেখা লেখির চেষ্টা করি আর মুভি দেখি। এইতো.... এভাবেই চলছে...... দুঃখ আছে, আনন্দ আছে...... হতাশা কিংবা বিস্বাদ সবই আসে মাঝে মাঝে...... কিন্তু, সময় তো আটকে থাকে না...... নতুন কিছুর অপেক্ষায় এভাবেই প্রতিদিন একটু একটু করে এগোতে থাকি সামনের দিকে..... " চাই সবচেয়ে বড় আকাশ নক্ষত্র আর ঘাস আর চাই চন্দ্রমল্লিকার রাত শুধু এইটুকুই জীবনের শেষ চাওয়া...... "
এই লেখাটি পোস্ট করা হয়েছে ফটোগ্রাফি-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

14 Responses to ফ্রেমে বন্দী কাব্য – ১

  1. প্রজ্ঞা বলেছেনঃ

    ভাল লাগলো অনেক! 😀

  2. নিলয় বলেছেনঃ

    ভালো হয়েছে- আরো অনেক ছবি তোলেন, আরো ইমপ্রুভ করবে 🙂

  3. অনাবিল বলেছেনঃ

    ছবি আর কথন, চমৎকার লাগলো…।
    ফ্রেমে আরো কাব্য বন্দী হোক…………
    🙂

  4. স্বপ্ন বিলাস বলেছেনঃ

    চলুক ছবি তোলা! :clappinghands:

  5. সামিরা বলেছেনঃ

    ভালো হয়েছে ছবিগুলি। 🙂
    আমি ভালো ছবি তুলতে পারি না তেমন, ধৈর্যের ব্যাপক অভাব!

  6. জ্ঞানচোর বলেছেনঃ

    ছবিগুলার স্মৃতিকথন পড়ে বুঝলাম, ধৈর্যের সাথে সাথে সাহসও লাগে ব্যাপক।
    দারুণ ছবিগুলা। ভাল ক্যামেরা নাই তো কী হয়েছে? ঝাঁপিয়ে পড়ুন, আর আমাদের সাথে শেয়ার করুন আরো ছবি। 🙂

  7. আমার আরেকজন সাথী পাইলাম!! আইসা পড়েন ভাই, ব্লগ ভাসায়ে ফেলবো!! দারুণ লাগলো ছবিগুলো…চালিয়ে যান, অপেক্ষায় রইলাম পরের পর্বের…… :babymonkey:

  8. ফিনিক্স বলেছেনঃ

    ফ্রেমের কাব্যগুলো চমৎকার ছিল। 🙂

  9. কৃষ্ণচূড়া বলেছেনঃ

    ভাল লাগলো।
    ছবিগুলো কি আরেকটু বড় দেয়া যায়?

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।