পেরেক শিল্প

উনিশ দশকের শেষ দিকে ইতালিয়ান এক শিল্পী প্রথম পেরেক নিয়ে চিন্তা-ভাবনা শুরু করেন । পরবর্তীতে আরও কিছু শিল্পী তাদের শ্রম, মেধা ও মননশীলতা দিয়ে একে একটি শিল্প হিসেবে প্রতিষ্ঠিত করেন । সেই পেরেক শিল্পেরই কিছু নিদর্শন এখানে দিলাম । আমি নিশ্চিত, দেখে সবার ভালো লাগবে ।

ছবিঃ ১

 

কথকতাঃ

দেখে মনে হচ্ছে না একটা পেরেক গোসল করছে ?  :thinking:

 

ছবিঃ ২

 

কথকতাঃ

” আলো আঁধারির খেলা

জেগে রই সারা বেলা ”

 

ছবিঃ ৩

কথকতাঃ

” জড় পদার্থের ভালবাসা ”

 

ছবিঃ ৪

 

কথকতাঃ

” ফটো সেশন অব আ পেরেক ”   😛

 

ছবিঃ ৫

কথকতাঃ

”  We will be still together

Until the end of the time ”

 

ছবিঃ

 

কথকতাঃ

” ভালো না বেসে ভালই করেছো প্রিয়……

আজ আমি তোমার নই

আজ আমি ৬০০ কোটি জনতার ”

 

ছবিঃ৭

 

কথকতাঃ

“একাকিত্তের জানালা ভেঙ্গে

একদিন আমি বেরিয়ে আসবোই…… ”

 

ছবিঃ ৮

কথকতাঃ

পেরেকের অভিমান ………  :penguindance:

 

(লেখার ধারণা একটি ব্লগ থেকে সংগৃহীত )

 

 

Amit Pramanik সম্পর্কে

নিজের ব্যাপারে কিছু বলা মনে হয় সবসময়ই কঠিন। আসলে, প্রতিটা মানুষই তো স্বাভাবিক। আমিও তাই। পড়াশুনা করি, খাই, আড্ডা দেই, ঘুমাই, দুষ্টামি করি, মাঝে মাঝে এক আধটুক লেখা লেখির চেষ্টা করি আর মুভি দেখি। এইতো.... এভাবেই চলছে...... দুঃখ আছে, আনন্দ আছে...... হতাশা কিংবা বিস্বাদ সবই আসে মাঝে মাঝে...... কিন্তু, সময় তো আটকে থাকে না...... নতুন কিছুর অপেক্ষায় এভাবেই প্রতিদিন একটু একটু করে এগোতে থাকি সামনের দিকে..... " চাই সবচেয়ে বড় আকাশ নক্ষত্র আর ঘাস আর চাই চন্দ্রমল্লিকার রাত শুধু এইটুকুই জীবনের শেষ চাওয়া...... "
এই লেখাটি পোস্ট করা হয়েছে পাগলামি, হাবিজাবি-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

11 Responses to পেরেক শিল্প

  1. সামিরা বলেছেনঃ

    মজার তো! :penguindance: ভালো লেগেছে।

  2. প্রজ্ঞা বলেছেনঃ

    বাহ! দারুণ আমোদিত হইলাম! :penguindance:

  3. স্বপ্ন বিলাস বলেছেনঃ

    হা হা ……… মজা পেলাম 🙄

  4. ফিনিক্স বলেছেনঃ

    বাহ, বেশ মজার তো! 😀

  5. অনাবিল বলেছেনঃ

    খুব ভালো লেগেছে!
    প্রত্যেকটা ছবি আর কথা!! অনেক সুন্দর!!

  6. ভালো লাগলো ভীষণ! আর সত্যি বলতে পেরেকগুলোর জন্য কেন জানি মায়া লাগলো খুব! 😛

  7. নিস্তব্ধ অমিত বলেছেনঃ

    সবাইকে ধন্যবাদ……

  8. নিশম বলেছেনঃ

    ভালো লাগার মতো পোস্ট ! অনেক খানি অন্যরকম ! এভাবে পোষ্টাইতে থাক অমিত 😀

  9. কৃষ্ণচূড়া বলেছেনঃ

    আহা!! খুবই সুন্দর পোস্ট। মন ভাল হয়ে গেল।
    এরকম আর পোস্ট চাই

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।