দোষ তোমার না, দোষ আমার!
তোমার বুকভরা লালসা আছে,
আছে- সেই কৃত্রিম ভালবাসায় আমায় ধ্বংসের অধিকার।
দোষী তুমি নও,
দোষী আমি- ভালবেসে হারিয়েছি ভুল পথে!
অন্যায় তুমি করোনি, করেছি আমি!
তোমার (কা)পুরুষত্ব আছে,
আছে- সেই শক্তিশালী পেশীতে আমার স্বপ্নভঙ্গের অধিকার।
অন্যায় তোমার না,
অন্যায় আমার- স্বপনতরী ভাসিয়েছি উজান স্রোতে!
অপরাধ তোমার না, অপরাধ আমার!
তোমার প্রতিপত্তি-খ্যাতি আছে,
আছে- উচ্চপদস্থ বাবার টাকায় আমার মৃত্যুক্রয়ের অধিকার।
অপরাধী তুমি নও,
অপরাধী আমি- আমার জন্মপরিচয় ‘মেয়ে’!!
উৎসর্গঃ রোমানা মঞ্জুরদের! যারা অনন্তকাল ধরে বিস্মৃতির অতলেই রয়ে যান!
🙁
😳
দারুণ!!
:huzur:
ধন্যবাদ ভাইয়া! 🙂
কবিতা ব্যাপারটা আমি খুব একটা ভালো বুঝি না…… তবুও লেখাটা খারাপ লাগে নি…… 😛
😀
চমৎকার !!! আমি বিশ্বাস করি, অনেক অনেক দিন আন্তঃজালের এই ছেলে মেয়েরা পরিমল, হাসান সাঈদদেরকে ভূলতে দেবেনা। তারা একে ঠিকই জিইয়ে রাখবে, দৃষ্টান্ত হিসেবে ! কবিতা সুন্দর হয়েছে, কবিতার মেসেজটাও 🙂 প্লাস ! :beshikhushi:
😀 😀 আশা করি এমনই যেন হয় রে!
চমৎকার বোধের একটা কবিতা!
দারুণ! :clappinghands:
:huzur:
অসাধারণ একটা ভাবনাকে তুলে এনেছিস প্রজ্ঞা।
তোকে সালাম। :huzur:
অনেক ধন্যবাদ আপু! আপনার কাছ সত্যি থেকে অনুপ্রাণিত হই অনেক! :love:
স্রেফ অসাধারণ লাগলো কবিতাটা।
:huzur:
ধন্যবাদ আপু! :love:
:clappinghands:
অসাধারণ লেগেছে
ধন্যবাদ আপু! 😀 :love:
সহজ ভাষায় অনেক কিছু বলা!
😀 😀