আমার স্ট্যাটাসনামা (সিজনঃ অক্টোবর ২০১১)

( ফেবুতে আমি মাঝে মাঝে কিছু জ্বালাময়ী কিংবা মজার মজার স্ট্যাটাস দিয়ে ফেলি অজান্তেই। ভাবছি, আগামীতে সাহিত্যের অভাবে পরলে এখান থেকেই হাত পাতা লাগবে! তাই, এখন থেকেই জমানো শুরু করে দেই ! )

 

১)

অক্টোবর ৩১

আমরা ছিলাম দশ ভাইবোন। বাবার কোনো টাকা পয়সা ছিল না। আমাদের খেয়ে না খেয়ে থাকতে হতো। এক শীতের রাতে মা আমাদের দুই ভাইকে আমাদের দূরসম্পর্কের এক আত্মীয়ের বাড়িতে ঘুমাতে পাঠালেন। নিজের বাড়িতে সবার ঘুমানোর মতো অবস্থাও ছিল না। শীত বস্ত্রও ছিল না। আমরা দুই ভাই যে ঘরে ঘুমাচ্ছি সেই ঘরেই আমার এক মামা খেতে বসেছেন। মামা খাচ্ছেন আর আমি কাঁদছি। কারণ আমরা দুই ভাই ঘুমাতে এসেছি না খেয়ে। আমি সেই রাতে ক্ষুধায় দুঃখে এবং প্রচণ্ড অভিমানে কাঁদতে কাঁদতে ঘুমিয়েছি।

– Imdadul Haq Milon

হুমায়ূন স্যার ও জাফর ইকবাল স্যারদের একটা ঘটনা টিভিতে একবার শুনেছিলাম ওটাও বলি।

” সেবার ঈদে আমাদের গায়ে দেবার মতো জামা কাপড় নেই। আমার মা লম্বা কাপড় কিনে আনলেন। আমরা সব ভাই-বোনেরা সেই কাপড় জড়িয়ে বসেছিলাম ঈদে”

– মুহম্মদ জাফর ইকবাল

(আজ এরাই হুমায়ূন স্যার, জাফর ইকবাল স্যার, ইমদাদুল হক মিলন। আর আমরা? ফেবু চালিয়ে, বন্ধুদের সঙ্গে বিএফসি, কেএফসি তে উদরপুর্তি করে কি কররে ফেলেছি? এরা আসলে মহামানুষ না, এরাই মানুষ। আর আমরা অমানুষ)

উল্লেখযোগ্য কমেন্টঃ

Aunindo Audity botso ! emon kheye/na kheye , pore/ na pore thakar golpo .. tomar fb/real life bondhuder majheo ache !!! sobai bokta kimba lekhok noi ! je keu nij jiboner golpo sohoj-kothay prokaash korte parena/janena !! egulo jiboner golpo ! ja kokhonoi sara-raat jege banano golper somotullo noi :)))

 

Anower Jahan Shofol এই অমানুষ গুলোই একদিন মানুষ হয়ে সেইসব না খাওয়ার দলকে খাবারের সন্ধান দিবে।

 

 

২)

অক্টোবর ১৩

পাশের দেশ ভারত ১৭৫০ রুপীতে বিশ্বের সবচেয়ে কম দামে ট্যাবলেট পিসি ছেড়েছে। আমাদের দেশেও ১২ হাজার টাকায় ল্যাপটপ ছেড়েছে। খবর গুলো ভালো লাগলো পড়ে 🙂 তবে খারাপ লাগলো, যেখানে ভারতে ট্যাবলেট পিসি প্রদানে প্রাধান্য দেয়া হলো প্রথমেই ছাত্রদের, আমাদের দেশে দেয়া হলো সরকারী কর্মকর্তাদের 🙁

 

উল্লেখযোগ্য কমেন্টঃ

Sadman Sadek নিশম,এইটার একটা কারণ আছে।ফার্স্ট ফেজের এই পিসিগুলো অনেকটা বেটা টেস্টিং এর মত দেওয়া হইসে সম্ভবত। কারণ ডেল,এইচপি,ভায়ো এর মত কোম্পানীগুলাতে ফার্স্ট রিলিজে সমস্যা থাকে। এগুলা যদি সেল করা হয় তবে যারা কিনবে সমস্যায় পড়বে।

 

৩)

অক্টোবর ৭

পৃথিবীর শুধু একটা ক্ষেত্রেই বিনিময় প্রথা নাই। আর তা হলো, বাপ-মা’র ভালোবাসা। সবচাইতে খাঁদহীন ভালোবাসা ……….. ছেলে-মেয়েকে এস্টন-মার্টিন গাড়ি এনে দিলেও তারা অখুশী, কারণ তাদের তখন ফেরারী লাগবে। কিন্তু বাবা-মাকে কিচ্ছুনা, এলাকার কেউ বললেই হয়, ” আপনার ছেলেটা/ মেয়েটা খুবই ভদ্র। খুবি ভালো!” আর কিছু লাগেনা তাদের। আর ভালো রেজাল্ট ? কলিজার বন্ধুও হিংসা করতে পারে, কিন্তু বাবা-মা চোখের পানি ঢেলে দিতে পারে, আর মুখের দিকে তাকালে দেখা দিতে পারে পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসিটি …….

 

উল্লেখযোগ্য কমেন্টঃ

Klanto Pothik আর পৃথিবীর সর্বোচ্চ কষ্টটা থাকে সন্তানহার মায়ের ভিতরে । আমার ফুফাতো ভাইয়ের মৃত্যর দিনে ফুফুর যে চিত্‍কার আর হাহাকার দেখেছিলাম তাতে বুঝেছিলাম এর যে বড় কষ্ট আর কোথাও নেই !

 

Oporajita Nigar aito nisom …akhn ja bujhli eta jeno sarajibon mone thake..duniate sobai bimukh hote pare but abbu ammu na…nijer ses roktobindu die amdr pase thakbe..

 

৪)

অক্টোবর ৩

( এই স্ট্যাটাসটা আমার জন্য অনেক গুরুত্বপুর্ণ। বাসায় নেটের লাইন ছিলোনা বলে, মোবাইলে ইংরেজীতে স্ট্যাটাসটি দিয়েছিলাম। যে অকুন্ঠ ভালোবাসা আমি সেদিন পেয়েছিলাম, বলবার মতো নয়!) 

shobar kache rini. Shobbar kache. 2ti bishesh nam ache, 1)Dr. Riad hasan r 2) mehrab rishit. Ei 2 jon, kono ek oggato karon e valobasha r shrom purotai dhele diechilen amr pechone. Ami tader kache bepok rini.

 

(keu keu janen, keu abar janen na. Ami Allah pak er kripay medical e chance peyechi)

উল্লেখযোগ্য কমেন্টঃ

Ifrat Emu তুই টু মাচ মাগাগিরি করে ফেললি দোস্ত!!!
তুই ডিইউ তে পরীক্ষা দিতে আইছ খালি!ঠ্যাংগায় দিমু হারামি ;@

 

Fahmida Hossain Trina Nishom!!!!Amr bishshash hochena!!!!Congratulations vai..:))))))

 

Nishom Sarkar shobar jnno comment:

aaj shokol valobasha, shikto hote ami prostut. Kono lojja nei. Etto valo lagtese, nijer jnno o na. Abbu ammu bon dulavai ar koto koto boro vai bon, picchi vai bon gular jnno. Ha, ami 197 hoyechi. Ekhn o janina kn mdcl e amr jobeho hope :p

shobai khawa khawa krtese dekhe valo laglo. Etodin e shobai amr line e ashche 😀

ami valobashar shagore aj dubonto prai, e dube moreo shukh!

 

 

এখন যেটা দিচ্ছি, সেইটা আসলে আমার শিক্ষক ও বড় ভাই, ড. রিয়াদ হাসানের স্ট্যাটাস। মজার ব্যাপার হলো, স্ট্যাটাসটি ছিলো আমার ও তাঁর মেসেজে কথোপকথন। এটি তিনি আমায় ট্যাগ করে দিয়েছিলেন, সেদিনই যেদিন আমি মেডিকেলে চান্স পেলাম। এটাও দিচ্ছি, দেখলে ভালো লাগে খুব, ঠান্ডা লাগে বুকের ভেতরটা।

  • অক্টোবর ৩

September 27 Sent from Mobile
Riyad Hasan said,

Tumi jano kina janina , akta valo jae gae tumi vorti hote parle tomar baba, mar por ami sobche besi khusi hotam (mone hoe tomar chaiteo). Tomar modhdhe je sudhdho sotta ace tar bikash ghot to vobishshote. Jotoe bolo na kano Sobkichur e akta platform lage. So, don’t let me Down, Tension e aci kintu(mone hoe tomar chaiteo beshi!)
September 27
Nishom Sarkar said, আধা ঘন্টায় পাঁচ-ছয়বার মেসেজটা পড়লাম। ভাইয়া, আমি খুবই ভীত। আমার পড়াশুনায় অনেক ফাক পরে গেছে। জানিনা, এই যুদ্ধে টিকতে পারবো কিনা। মেসেজটা পরে খুবই অপরাধবোধ ভুগতেসি, শুধু নিজেকে নিয়েই ভেবেছি। আর এজন্যই এতো ফাকি মেরেছি। বাবা-মা, আপনার কথা ভাবলে নিশ্চয়ই এতোটা ফাকি দিতাম না। ভাইয়া, দোয়া করবেন। এই ১৪টা দিন যাতে খুব অর্থবহ কিছু করতে পারি। :):) ভালো থাকবেন ভাইয়া, টেনশন নিয়েন না ইনশাল্লাহ :):).

Jani Message bektigoto bapar, but eta Share na kore parlam na. ami OPATRE SNEHO DAN KORI NAI . Congrats Nishom Sarkar for getting chance in DMC. o ha , amar lill sister Rangpur e Chance paice. best wishes for all.

 

আজ এ পর্যন্তই। ফেবু ব্যক্তিগত জায়গা, কিন্তু আমি ব্যক্তি জীবনে শেয়ারিং খুব ভালোবাসি! কেউ বিরক্ত হলে, একদম মন থেকে দুঃখিত।

এই লেখাটি পোস্ট করা হয়েছে রম্য, স্মৃতিচারণ, হাবিজাবি-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

3 Responses to আমার স্ট্যাটাসনামা (সিজনঃ অক্টোবর ২০১১)

  1. নিস্তব্ধ অমিত বলেছেনঃ

    যে সব লেখকরা তাদের ব্যক্তিজীবন টাকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারে তাদের লেখায় একটা আলাদা সত্যতা থাকে…… DMC নিয়ে লেখাগুলো খুব ভালো লাগলো…… লেখাটা পড়ে স্বপ্ন দেখতে ইচ্ছে করতেছে…… কোনও একদিন যেন আমিও এভাবে বুয়েট এ চান্স পাবার খবরটা সবাইকে দিতে পারি…… জানি না কি হবে…… কিন্তু স্বপ্ন দেখতে দোষ কি…… ?

  2. সামিরা বলেছেনঃ

    প্রথমটা দারুণ!

    বাংলিশ পড়তে চোখের কষ্ট হয়। 🙁

  3. ইয়াদ বলেছেনঃ

    আমিও নিজের ব্লগে স্ট্যাটাস আর্কাইভ করা শুরু করলাম 😛

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।