কাঠপেন্সিল
নাম না জানা কোন এক পথে-
মাথার উপর সূর্য নেই,
পায়ের নীচে বালুঢাকা প্রান্তর,
ঘোর কুয়াশায় ঢাকা জীবন।
কোন এক কাঠপেন্সিলের মতো,
বৃদ্ধ পিতার সূক্ষ করার ব্যর্থ প্রয়াস,
কম্পাসে বাঁধা পড়ে-
কোন এক অস্পৃশ্য ভালোলাগার চারপাশে
অন্তহীন ঘুরে চলা।
সবাই বুঝতে চায়,
আরো তীক্ষ্ণ করতে চায়
কাঠপেন্সিলের ফলা।
খেয়াল করে না কেউ-
নিঃশব্দে শেষ হয়ে যাচ্ছে জীবন।
রুপকথার গল্প
রূপকথার গল্প শুনবে খোকা?
অনেক অনেককাল আগের কথা-
ছেলেটা তোমার মতই পড়তে এসেছিল এখানে,
হয়তো তোমার পাশের রুমেই থাকতো,
ঘুম-ক্লাস-খাওয়া
চক্রে বাঁধা জীবন।
মাঝে মাঝে বাড়ির চিন্তা-
বাবা কি ওষুধটা খাচ্ছে?
মা এখনো কাঁদছে না তো?
রূপকথার গল্প শুনবে খোকা?
বোকা ছেলেটার গল্প,
দেশের ডাকে নেমে এসেছিলো রাস্তায়,
নির্দ্বিধায়, নিঃসংকোচে, নির্ভয়ে-
বুকের সবটুকে রক্ত ঢেলে দিয়ে রাস্তায়,
হাসিমুখে বিদায় নিয়েছিলো।
রূপকথার গল্প শুনবে খোকা?
এমন হাজারো ছেলের কথা,
বায়ান্ন- একাত্তর অথবা নব্বই,
এই দেশের মাটি-
টকটকে লাল হয়ে যাবার গল্প।
না, তোমার তো সময় নেই।
তোমরা আজ অনেক চালাক,
জীবন বুঝতে ভুল করো না,
রক্তের দাম ভালোই জানো,
অপাত্রে দান করো না।
বায়ান্ন-একাত্তর-নব্বই গল্প হয়েই থাক।
তোমার বুকের শীতল রক্ত,
আজ তোমার হৃদয়কে করেছে জমাট-
পাথর কিংবা বরফের মতো,
মায়ের বুক জর্জরিত হয় হিংস্র থাবায়,
তবুও তোমার রক্ত ছলকে উঠে না,
হিমালয়ের উষ্ণতা বুকে নিয়ে ভাবো-
রূপকথার গল্প!
অনেক রক্ত চাই আজ-
উষ্ণ লাল ধারা,
নতুন গল্প লিখতে হবে-
আবার গল্প লিখতে হবে।
[ভালো লেখকেরা নিজেদের লেখা উৎসর্গ করতে পারেন। ভালো না লিখতে পারলেও, দ্বিতীয় কবিতাটি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করা হলো।]
অনেক ভালো হয়েছে তো! দ্বিতীয়টা আমার বেশি প্রিয়। :huzur:
ধন্যবাদ :happy:
দারুণ লাগলোরে!
২ টাই!
বিশেষ করে প্রথমটায় একটা অন্য রকম ভালো লাগা।
মন জাগানো লেখা!
অনেকগুলা ধইন্যা :happy:
দুইটা লেখা দুই রকম, কিন্তু ১ম লেখাটায় কি যেন আছে, ২য় টার কথা বলাই বাহুল্য,
আমার কাছে ২ টাই অনেক ভালো লেগেছে। :love:
ই-য়া-হু :happy:
অদ্ভুত সুন্দর!
২টা দুইরকম সুন্দর। :clappinghands:
ধন্যবাদ 😀
রুপকথার গল্প আর গল্প হয়েই না থাকুক। মানুষের আবেগে, মানসিকতায় ছড়িয়ে যাক। নতুন বোধের জন্ম দিক।
সেই কামনাই করি……
“খেয়াল করে না কেউ-
নিঃশব্দে শেষ হয়ে যাচ্ছে জীবন।”
“অনেক রক্ত চাই আজ-
উষ্ণ লাল ধারা,
নতুন গল্প লিখতে হবে-
আবার গল্প লিখতে হবে।”
অনেক অনেক সুন্দর দাদা! :clappinghands:
ধন্যবাদ, আপু 😀
দুটো কবিতাই বেশ ভালো লাগলো!
দুটো দু রকম সুন্দর!
তবে প্রথমটার মধ্যে কেমন যেন অন্য রকম ভালো লাগা! :clappinghands:
ধইন্যা :penguindance:
সুন্দর 🙂
আমি নিজে কবিতা লিখতে পারিনা বলে কেউ লিখলে খুব হিংসে করতে ইচ্ছে হয় 😛
ধন্যবাদ, আপু :happy:
এগুলাকে কবিতা বলা যায় কিনা, আমি নিশ্চিত না 😛