লিউনার্দো দ্যা ভিঞ্চি – এক অসাধারণ স্রষ্টা (১)

লিউনার্দো দ্যা ভিঞ্চির ব্যাপারে আমর কেন যেন একটু বেশিই আগ্রহ । তাঁর কিছু শিল্প সবাইকে দেখাতে ইচ্ছে করছে । তাই, তাঁর অসাধারণ হাতে করা আমার প্রিয় কিছু কাজ তুলে দিলাম ।

১:::

ছবির নাম : The Annunciation – 1

২:::

ছবির নাম : The Annunciation – 2

৩:::

ছবির নাম: Drawing Of The Torso And The Arms

কিছু কথাঃ

লিউনার্দো দ্যা ভিঞ্চি শুধু একজন শিল্পীই ছিলেন না । তাঁর অনেক গবেষণা রয়েছে । তবে গবেষণা গুলো সৃষ্টি হয়েছে তাঁর তুলির আঁচড়ে ।

৪:::

ছবির নাম: Garment Study For A Seated Figure

কিছু কথাঃ এটা আমার খুব প্রিয় একটা ছবি । ছবির ডিটেইলের কাজগুলো লক্ষ করুন । প্রতিটা ভাঁজ ও ছায়া সৃষ্টি করবার মুন্সিয়ানাও চোখে পড়বার মতো ।

৫:::

ছবির নাম: The Last Supper

কিছু কথাঃ “মোনালিসা” এর পর এটিই তাঁর আঁকা সবচেয়ে আলোচিত ছবি । এই ছবিটি আঁকতে তিনি প্রায় ২ বছর সময় নেন । ছবির একটি রহস্য রয়েছে । ছবিতে যীশুর ডানে থাকা মহিলা টিকে, যীশুর ঠিক বাঁ দিকে স্থান দিলে মনে হবে যে, মহিলাটি যীশুর কাঁধে মাথা দিয়ে শুয়ে আছে ! ! !

৬:::

ছবির নাম: Madonna With The Yarnwinder

কিছু কথাঃ মাতৃস্নেহের ব্যাপারটা ছবিতে কি সুন্দরভাবে ফুতে উঠেছে । অসাধারণ ! ! !

৭:::

ছবির নাম : The Mona Lisa

কিছু কথাঃ এ ছবিটা নিয়ে আলাদা করে বলবার কিছু নেই । এটিই ভিঞ্চির সবচেয়ে বিখ্যাত কাজ । অনেক রহস্য আছে এ ছবি নিয়ে । তবে লক্ষ্য করবার মতো দিক হল ছবির পেছনের অসাধারণ ল্যান্ডস্কেপ ।

৮:::

Self Portrait Of Leonardo Da Vinchi

কিছু কথাঃ তিনি নিজের ছবি খুব বেশি আঁকেন নি । হয়তো নিজের চেহারা তাঁর খুব বেশি পছন্দ হত না ! ! !  :penguindance: :penguindance: :penguindance:

 

Amit Pramanik সম্পর্কে

নিজের ব্যাপারে কিছু বলা মনে হয় সবসময়ই কঠিন। আসলে, প্রতিটা মানুষই তো স্বাভাবিক। আমিও তাই। পড়াশুনা করি, খাই, আড্ডা দেই, ঘুমাই, দুষ্টামি করি, মাঝে মাঝে এক আধটুক লেখা লেখির চেষ্টা করি আর মুভি দেখি। এইতো.... এভাবেই চলছে...... দুঃখ আছে, আনন্দ আছে...... হতাশা কিংবা বিস্বাদ সবই আসে মাঝে মাঝে...... কিন্তু, সময় তো আটকে থাকে না...... নতুন কিছুর অপেক্ষায় এভাবেই প্রতিদিন একটু একটু করে এগোতে থাকি সামনের দিকে..... " চাই সবচেয়ে বড় আকাশ নক্ষত্র আর ঘাস আর চাই চন্দ্রমল্লিকার রাত শুধু এইটুকুই জীবনের শেষ চাওয়া...... "
এই লেখাটি পোস্ট করা হয়েছে চিন্তাভাবনা, বিবিধ-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

26 Responses to লিউনার্দো দ্যা ভিঞ্চি – এক অসাধারণ স্রষ্টা (১)

  1. সামিরা বলেছেনঃ

    মাথা ঘুরে গেলো! :dhisya:
    ৪ নাম্বারটা আমারো খুব পছন্দ হইছে। :love:

    • নিস্তব্ধ অমিত বলেছেনঃ

      ধন্যবাদ , সামিরা আপু …… আমি কিন্তু ভিঞ্চির যেমন ফ্যান…… তেমনি তোমার অনুবাদের ও ফ্যান ……… :penguindance: :penguindance: :penguindance: :penguindance:

  2. ফিনিক্স বলেছেনঃ

    ভিঞ্চির ‘দ্য লাস্ট সাপার’ নিয়ে যথেষ্ট গুঞ্জন আছে। মূলত মেরি মাগদালিনের অবস্থানটাই এর জন্য দায়ী।

    ‘মোনালিসা’ ছবিটা যদিও আমার খুব প্রিয় না, কিন্তু এই ছবিটা ক্রিপ্টোগ্রাফারদের কাছে নিঃসন্দেহে পছন্দের একটি।

    ভিঞ্চির কাজগুলো তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ।
    বহুদিন পরে আবার তার কিছু অসাধারণ কাজের কথা মনে পড়ে গেল। সেই যুগে এরকম আলো-ছায়ার কাজ করা সত্যিই অনেক বেশি কঠিন ছিল।

  3. অনাবিল বলেছেনঃ

    অদ্ভুত… রহস্যময়…………

    • নিস্তব্ধ অমিত বলেছেনঃ

      ভিঞ্চির সব কাজই কমবেশি রহস্যময় । কিছু রহস্য আমরা বের করতে পেরেছি…… আর বাকিগুলো এতটাই রহস্যময় যে, আমরা আজ পর্যন্ত তা জানতেই পারিনি……

  4. বাবুনি সুপ্তি বলেছেনঃ

    শুরুর দিকের ছবি গুলো আগে দেখিনি। আমার প্রথম দেখা। আর পরের গুলো নিয়ে অনেক লেখা পড়ার ভাগ্য হয়েছে। আমারো খুব প্রিয় 🙂

    • নিস্তব্ধ অমিত বলেছেনঃ

      “The Annuounciation” ভিঞ্চির অনেক বিখ্যাত কাজ । কিন্তু প্রচারের অভাবে মানুষ তা জানতে পারে নি । আর Mona Lisa নিয়ে এতটাই হইচই হয়েছে যে বাকিগুলো সেভাবে আলচিত হয় নি । তবে অনেক সমালোচকের কাছেই Mona Lisa-র চেয়ে “The Annuounciation” এর শৈল্পিক কদর বেশি ।

  5. বোহেমিয়ান বলেছেনঃ

    ভিঞ্চি দারুণ রকমের প্রিয়।
    আরেকটু বর্ণনা দিলে আরও ভালো হত।

    ভালো লেগেছে 😀

    • নিস্তব্ধ অমিত বলেছেনঃ

      ধন্যবাদ ভাইয়া…… Final Xam চলতেছে দেখে খুব একটা পড়াশুনা করে লেখাটা দিতে পারি নাই । আগে থেকে যতটুকু জানতাম ততটুকুই তুলে ধরেছি । সামনে আরও পড়াশুনা করে ভিঞ্চিকে নিয়ে লিখবো…… :penguindance: :penguindance: :penguindance: :penguindance:

  6. স্বপ্ন বিলাস বলেছেনঃ

    সবগুলোই ভালো লেগেছে, কিন্তু, ৪ এবং ৫ আমার বেশী প্রিয়। মোনালিসাকে আমার ওভাররেটেড মনে হয়।
    সুন্দর পোস্ট! :clappinghands:

    • নিস্তব্ধ অমিত বলেছেনঃ

      ধন্যবাদ ভাইয়া …… ৪ আমারও খুব প্রিয় ছবি । তবে মোনালিসার ব্যাপারে এতো আলোচনা হবার কারণ, এই ছবিতে ভিঞ্চি অনেক বেশি রহস্য করেছেন ।
      একটা রহস্য বলি , খেয়াল করলে দেখবেন, মোনালিসার হাতের ভাঁজটা এমনভাবে ভিঞ্চি এঁকেছেন যে, তার দুটো হাতেরই অনামিকা দেখা যাচ্ছে । কিন্তু, দেখুন একটি অনামিকাতেও কোনও আংটি নেই । আবার, কথিত আছে, এই মোনালিসা ছবির জন্যে যিনি মডেল হয়েছিলেন তিনি ইতালির এক সম্ভ্রান্ত ব্যবসায়ীর স্ত্রী। তাহলে প্রশ্ন হচ্ছে, একজন বিবাহিত মহিলার হাতে বিয়ের আংটি কেন নেই ???? আরও অনেক রহস্য আছে । সব কিছু আমি জানিও না । আর সব এখানে বলা তো সম্ভবও না ।
      এসকল রহস্যের জন্যেই মোনালিসা কে নিয়ে এতো বেশি আলোচনা হয় , এতো বেশি বিতর্কের জন্ম হয়……

  7. জ্ঞানচোর বলেছেনঃ

    Drawing Of The Torso And The Arms

    ছবিটিতে বর্ণনা টুকুর অক্ষর গুলো বেশ অদ্ভুত ঠেকলো। দেখে মনে হচ্ছে, ডান থেকে বাম দিকে উল্টো করে লেখা।

    শুনেছি ভিঞ্চির ‘ডিসলেক্সিয়া’ ছিল। এটা কি তারই প্রমাণ, নাকি আমার বোঝার ভুল?

    :clappinghands: ভাল লাগল।

    • নিস্তব্ধ অমিত বলেছেনঃ

      এ ব্যাপারে আমি খুব একটা জানি না । তবে আমি শুনেছি, ভিঞ্চি তাঁর গবেষণা কাজগুলোতে এমনভাবে লিখতেন যেন তা কেউ না বুঝতে পারে । এছাড়া তাঁর প্রতিটি গবেষণা কাজের মাঝে তিনি ইচ্ছে করে কিছু খুঁত রেখে দিতেন । যেন তাঁর অনুমতি ও ইচ্ছে ছাড়া গবেষণা কাজগুলো কেউ বাজে কোনও কাজে ব্যাবহার করতে না পারে……

  8. জনৈক বলেছেনঃ

    আমিও জনৈক-ডা-ভিঞ্চি হইতাম চাই!

    • নিস্তব্ধ অমিত বলেছেনঃ

      ভিঞ্চি হওয়া কারও পক্ষে সম্ভব বলে আমি মনে করি না । ভিঞ্চি হয়ে জন্মাতে হয় । তা না হলে কেউ ভিঞ্চি হতে পারে না । এরা God Gifted Child ! ! !

  9. অবন্তিকা বলেছেনঃ

    ছবির নাম আগে দিয়ে পরে ছবি দিলে হয়তো ভালো হইতো। দারুন একটা পোষ্ট! :clappinghands:

    • নিস্তব্ধ অমিত বলেছেনঃ

      ধন্যবাদ …… আর অবন্তিকা , আপনি বললেন ছবির নাম আগে দিয়ে ছবি দিলে ভালো হত । কিন্তু প্রায় সব এক্সিভিশন কিংবা জাদুঘরে ছবির নিচেইএর নাম ও অন্যান্য তথ্য দেয়া থাকে । এর একটা যৌক্তিক কারণও আছে । দর্শক যেন ছবি দেখার আগে কোনভাবেই ছবির ব্যাপারে প্রভাবিত না হয় তাই ছবির নাম নিচে দেয়া হয় । আর সাধারণত আমরা উপর থেকেই ছবি দেখা শুরু করি ।

  10. নিশম বলেছেনঃ

    একটা সময়ে যখন আঁকাআঁকি করতা, এইসব মুগ্ধ হয়ে দেখতাম। এখনও দেখি, কিন্তু হতাশ নয়নে 🙁

    ভিঞ্চি, কি ওভার রেটেড জিনিয়াস একটা ! অমিত, ভুলে যাওয়া ব্যাপারগুলা তুলে আনার জন্য বিশেষ ধন্যবাদ 😀

    • নিস্তব্ধ অমিত বলেছেনঃ

      ধন্যবাদ ভাইয়া…… আরও আসতেছে …… এটা তো সিরিজ লেখা । মাত্র তো ১ নাম্বার তা দিলাম…… ৪-৫ পর্যন্ত লেখার ইচ্ছে আছে ।

  11. ভিঞ্চিকে নিয়ে একটা আগ্রহ বরাবরই ছিলো, বেশ কিছু লিখা পড়েছিলাম, আর মোনালিসা তো বলাই বাহুল্য, প্রতিটা অংশে রহস্যে ঘেরা, এমনকি এটাও বলা আছে যে ছবিটার বামদিকের থেকে ডানদিকের ল্যান্ডস্কেপের দূরত্বের কম বেশি আছে! ভিঞ্চিকে নিয়ে আরো কিছু লিখা পাবার আশায়…… :babymonkey:

  12. নিস্তব্ধ অমিত বলেছেনঃ

    আশা পূর্ণ হবে । আর হ্যাঁ …… বাম এবং ডান দিকের ল্যান্ডস্কেপের মাঝে দূরত্বের পার্থক্য রয়েছে । বলা হয় , দুটি ল্যান্ডস্কেপ পুরোপুরি আলাদা ।

  13. কৃষ্ণচূড়া বলেছেনঃ

    ভালো লেগেছে। ভিন্নরকম লেখা। সরবে দেখি অনেক ভিন্নরকম লেখা আসে।
    এরকম আরও চাই

  14. রাইয়্যান বলেছেনঃ

    ধুর মোনালিসা পুরাই খ্যাত 8)
    চমৎকার পোস্ট! :love:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।