এরা
১। প্রোএক্টিভ- মানে হচ্ছে নিজের জীবনে যা ঘটে তার জন্য নিজেকেই দায়ী মনে করে। অন্যকে দোষারোপ করে সান্ত্বনা খোজে না। কেউ ল্যাং মেরে ফেলে দিলেও বলবে না, ও ল্যাং মেরে আমাকে ফেলে দিল। বলবে, আমি ওর ল্যাং খেয়ে দাঁড়িয়ে থাকতে পারলাম না আমার দুর্বলতার জন্য। কারণ, কেউ ল্যাং মারবে কি মারবে সেটা সে নিয়ন্ত্রণ করতে পারে না, সেটা তার নিয়ন্ত্রণে নাই। তবে চেষ্টা করলে সে যা নিয়ন্ত্রণ করতে পারে, তা হচ্ছে, ল্যাং খেয়েও সে দাঁড়িয়ে থাকতে পারবে কিনা।
২। বিগিন উইথ এন্ডস ইন মাইন্ড- এরা কাজ শুরু করে শেষ কখন , কোথায় হবে তা মাথায় রেখে- গন্তব্য ঠিক করে।
৩। পুট ফার্স্ট থিং ফার্স্ট- এরা যে কাজটা তালিকার প্রথমে রাখা দরকার সেটাই রাখে। এরা জানে কোন কাজের গুরুত্ব কতটুকু, কোনটা আগে করতে হবে।
৪। থিংক ওয়িন ওয়িন”- এরা কখনো নিজে ঠকতে চায় না, কাউকেই ঠকাইতে চায় না।
৫।ফার্স্ট ট্রাই টু আন্ডার স্ট্যান্ড, দেন টু বি আন্ডারস্টুড– এরা আগে অন্যকে বোঝতে চায়, পরে নিজেকে বোঝাতে চায়।
৬। সিনারজাইজ- এরা অন্যের সাথে মিলিত হয়ে কাজ করতে চায়, কারণ টু-গেদার এভরি ওয়ান এচিভ মোর। এরা কম্পিটিশন না কোলাবরেশ্ন পছন্দ করে।
৭। সারপেন দ্য ছ- মানে হাতুড়ি/করাত কে নিয়মিত ধার দেয়। মানে হচ্ছে এরা নিয়মিত তাদের দেহ, মন , আত্মার পরিচর্যা করে, প্রয়োজনীয় বিশ্রাম নেয়। এরা জানে নিজের শরীর, মন, আত্মার জন্য সময় আর অর্থের বিনিয়োগ শ্রেষ্ঠ বিনিয়োগ।
স্টিফেন কভির “সেভেন হেবিটস অব হাইলি ইফেক্টিভ পিপুল” বই অবলম্বনে লিখা . তবে এটুকু পড়েই পুরা বই পড়া হয়েছে এটা মনে করা উচিত হবে না………।
অনেক কিছু জানলাম, ভালো লাগলো
পুরো বইটার রিভিউ পরার অপেক্ষায় রইলাম….
পুরা বই রিভিউ করতে গেলে আরো তিন চার বার পড়তে হবে আমাকে। সেই সময় কবে পাব জানি না। তার চেয়ে গুগল থেকে ডাউনলোড করে নিজেই পড়ে নিন।
সারসংক্ষেপ পড়ে মনে হচ্ছে বইটা না পড়াটা ঠিক হবেনা। বইটা কোথায় পাওয়া যায় সেটা জানালে খুবই ভালো হয়। আর এরকম সুন্দর একটা বইয়ের বিষয় বস্তু আমাদের সাথে শেয়ার করার জন্যে আপনাকে ধন্যবাদ।
আশা করছি আগামীতে আরো সব দারুন দারুন বইয়ের সন্ধান পাবো আপনার কাছ থেকে।
🙂
Seven habits of highly effective people pdf লিখে গুগল এ সার্চ দিন , পেয়ে যাবেন আশা করি। আর ই মেইল এড্রেস দিলে আমিও পাঠাতে পারি।
বইটার হার্ড কপি কি বাংলাদেশে পাওয়া যায়? 🙂
বাংলাদেশে পাওয়া যায় কিনা জানি না। অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। আমাজান থেকে যদি আপনি অর্ডার করতে পারেন, তাহলেও পাবেন। আর না হলে গুগল থেকে ডাউনলোড করে প্রিন্ট করে বাধিয়ে নিন , খরচ কম পড়বে বলে মনে হয়।
এই বইয়ের সফ্ট কপি আমার কাছে পড়ে আছে অনেকদিন হল, পড়া হচ্ছে না। রিভিউয়ের জন্য ধন্যবাদ, এবার পড়তেই হবে মনে হচ্ছে।
বানানের দিকে আরেকটু নজর দিলে ভালো হত না? 🙂 আপনি অভ্র স্পেল চেকার ব্যবহার করতে পারেন, অনেক কাজে দেবে আশা করি। ভালো পোস্টে বানান ভুলও না থাকুক!
স্পেল চেকারে বানান ঠিক করা হয়েছে। পরামর্শের জন্য ধন্যবাদ। প্রতিদিন একটু একটু করে পড়ে নিন। জীবন বদলে যাবে, সেটা বলতে পারি নির্দ্বিধায়।
দারুণ কাজের পোস্ট।
অনেক অনেক ধন্যবাদ।
(গতবারের চেয়ে বানান অনেক কম ভুল হয়েছে। তাই পড়তেও কষ্ট হয় নি।)