যারা জীবনে সফল হতে চান তাদের জন্য সাতটি চাবি

আমার প্রিয় একজন লিডারশীপ এক্সপার্ট- মীর্জা ইয়ার বেগ । আমি যদি লিডারশীপ সম্পর্কে উনার মত জ্ঞান বান আর বক্তা হতে পারতাম !!!!!!!!!!!!!!!! যারা জীবনে সফল হতে চান, তারা শোনতে পারেন
প্রথম পর্ব শোনতে সাফল্যের ৭টি চাবি

মুনির উদ্দিন আহমেদ(বাদল) সম্পর্কে

উন্নত চিন্তা চেতনা, উন্নত শৃঙ্খলা, ইনোভেশন- উন্নত বাংলাদেশ ।........................ উন্নয়নের জন্য বিজ্ঞান এর চেয়ে বেশী কার্যকর আর কোন হাতিয়ার আছে বলে মনে করিনা। যদিও বিজ্ঞান উন্নয়ন এনে দেয়, কিন্তু সমাজে সুখে-শান্তিতে বাস করতে হলে, বিশ্বাস, ধর্মে বিশ্বাস জরুরী, কারণ - "Society lives by faith, and develops by science.-Henri Frederic Amiel.অন্যদিকে, বিল গেটসের মত দৃঢ়ভাবেই বিশ্বাস করি " We got to put lot's of money into changing the behaviour". বেশী টাকা বিনিয়োগ না করতে পারলেও আমাদের কে মানুষের আচরণ বদলানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। তাহলেই আমরা বাংলাদেশকে বদলাতে পারব, মানে উন্নত করতে পারব।
এই লেখাটি পোস্ট করা হয়েছে অনুপ্রেরণা, ইতিবাচক, উদ্যোগ, সচেতনতা-এ এবং ট্যাগ হয়েছে , , স্থায়ী লিংক বুকমার্ক করুন।

3 Responses to যারা জীবনে সফল হতে চান তাদের জন্য সাতটি চাবি

  1. সরব বলেছেনঃ

    প্রিয় জনাব মুনির উদ্দিন আহমেদ(বাদল), সরবে পাঠকদের সময় এবং মনোযোগ এর দিকে দৃষ্টি দেবার প্রতি অনুরোধ করা যাচ্ছে। এত ছোট পোস্ট, শুধু লিঙ্ক না দিয়ে লিঙ্কের বক্তব্য লিখে দিলে সম্ভবত আরও ভালো হত। পাঠকরা সরবে ভালো কিছু পড়তে আসেন (আপনার আগের পরিশ্রমী পোস্ট তার প্রমাণ )

    আপনাকে বানান এর প্রতি আরও মনোযোগী হতে অনুরোধ করা যাচ্ছে। প্রথম পৃষ্ঠায় বানান ভুল সহ পোস্ট থাকলে তা দৃষ্টিকটু লাগে।

    প্রথম পাতায় একটি পোস্ট থাকলে কিছুক্ষণ অপেক্ষা করে পরের পোস্ট করুন।

    – সরব টিম।

  2. তবে পোষ্ট ছোট কি বড় এতে কি আসে যায়, পোষ্ট এ কোন মেসেজ আছে কিনা সেটাই মণে বিবেচ্য হওয়া উচিত, টুইটার ত মাত্র ৪০ ক্যারাক্টার এ মনের ভাব প্রকাশ করতে বলে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।