ভালোবাসার মানে ও কবিগুরু

সরবে আজকেই প্রথম লিখছি। এবং, আজ যে লেখাটি দিয়ে শুরু করব সেটা একটা ছড়া। ছড়াটি আমি ২০১০ সালের ২১ মার্চ লিখেছিলাম এসএমএস হিসেবে প্রিয় মানুষটাকে পাঠাবো বলে। লেখালেখির চর্চায় এটাই ছিল আমার প্রথম প্রয়াস।

কবিগুরু কহিলেন আসি আমার কানে কানে,

“ওহে নরাধম, জানিস কী তুই ভালোবাসার মানে?”

আমি কহিলাম, “না গুরু!” খেপিয়া গেলেন তিনি।

কপালে তুলিয়া ভ্রু, কহিলেন, “ওরে গাধা ছেলে,

এতদিন তুই এই শিখেছিস দশ কেলাশে পড়ে?”

আমি কহিলাম, “গুরু, তুমি থাকিতে চিন্তা কি মোর? শেখাও না হাতে ধরে।”

কবি কহিলেন, “হায়! ঐ একটা কথাই জানিতে গিয়া জীবন করেছি ক্ষয়।

সাধেই কি আর লিখিয়াছিলাম – সখী, ভালোবাসা কারে কয়?”

ইস্ক্রা সম্পর্কে

লেনিনের "ইস্ক্রা" পত্রিকা থেকে আমার কবি বড় মামা আমার নাম রেখেছিলেন ইস্ক্রা (Iskra>Isckra) যার অর্থ আগুনের ফুলকি (Spark)। আমার সঙ্গে পরিচিত হতে গিয়ে সবারই আমার নাম সম্পর্কে একটা আগ্রহ সৃষ্টি হয়। আমার নামের উৎপত্তি হল এই পত্রিকাঃ http://en.wikipedia.org/wiki/Iskra ব্যক্তিগত জীবনে আমি আগুনের ফুলকির মত মোটেও উজ্জ্বল হতে পারিনি, তবে উজ্জ্বল হবার চেষ্টা করছি। আগুনের যেমন সবদিকে ছড়িয়ে পড়ার মনোভাব, তেমনি আমারও। তবে ক্ষণজন্মা ফুলকি হতে চাই না, হতে চাই সর্বগমনকারী আগুনের মত উদ্দীপ্ত আর পুড়িয়ে দিতে চাই যত অনিষ্টের মূল। যেকোন ধরণের সৃষ্টিশীল কাজ করতে আমার ভাল লাগে, যেমনঃ সংগীত, লেখালেখি, আঁকাআঁকি, বিতর্ক, কম্পিউটার সম্পর্কিত বিষয়াদি বা অন্য যেকোন কিছু। আর, আমি সকল সৃষ্টিশীল মানুষদের পছন্দ করি ও শ্রদ্ধা করি।
এই লেখাটি পোস্ট করা হয়েছে ছড়া, সাহিত্য-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

12 Responses to ভালোবাসার মানে ও কবিগুরু

  1. ফিনিক্স বলেছেনঃ

    :welcome:

    এইটা আগেও পড়েছিলাম। 😛

    গুরুমারা বিদ্যা দিয়ে শুরুটা ভালোই করেছিস! :happy:

    অফটপিক-
    নিজের নামে তো সাতকাহন লিখে ফেললি! 8)

  2. অক্ষর বলেছেনঃ

    ওরে বাপ ! কবিতার চেয়ে কবির পরিচয় ১০০০ গুন বেশি লম্বা 😛

    ভালো লাগল। :welcome:

  3. যারির বলেছেনঃ

    সবাই নিজের পরিচয় এতো লম্বা করে দিতে পারে না, তুমি সেটা করে দেখালে। তাই তোমাকে বাহবাহ দিতেই হচ্ছে। 😛

    তবে ছড়া ভালো হয়েছে।

    আর হ্যা, :welcome:

  4. নিস্তব্ধ অমিত বলেছেনঃ

    :welcome:

  5. বোহেমিয়ান বলেছেনঃ

    নিজের ব্যাপারে এত বড় পরিচিতি তো মানুষকে ভয় পাইয়ে দেবে!!

    স্বাগতম।

  6. ইস্ক্রা বলেছেনঃ

    খাইছে! কবি(!) পরিচয় যে এত বড় হয়ে বেখাপ্পাভাবে প্রত্যেকটা পোস্টেই দেখা যাবে তা কে জানত??? 😛

    সকলকে অভ্যর্থনার জন্য ধন্যবাদ।

    আর ফিনিক্স পাখি, তোমার অরিজিনাল নাম কী?

    • ফিনিক্স বলেছেনঃ

      কেন ‘ফিনিক্স’ পাখি নামটাই কি মন্দ?

      তাছাড়া ফিনিক্স পাখির আলাদা একটা ক্ষমতা আছে, সেটা জানা আছে? ক্ষমতাটা ভীষণ প্রেরণাদায়ক না? 🙂

      • ইস্ক্রা বলেছেনঃ

        হুমম..ক্ষমতাটা আমি জানি এবং প্ররণাদায়ক। তবে, বার বার, একই জিনিস হয়ে জন্মাতে জন্মাতে যদি বোরড হয়ে যাই? (ফাইজলামি করলাম) ফিনিক্স পাখি নামটা খুবই যুতসই হয়েছে।

  7. স্বপ্ন বিলাস বলেছেনঃ

    মজার তো কবিতাটা!!!

    সরবে স্বাগতম :welcome:

  8. তোর এই লিখাটাই মনে হয় প্রথম পড়েছিলাম, ভালো লেগেছিলো কিনা বলতে পারবো না, কিন্তু মজা লেগেছিলো নিশ্চিত! 😛

    সত্যি বলতে তোর নামের বাংলা বানানটা নিয়ে একটু চিন্তিত থাকতাম! এবার আর মনে হয় ঝামেলা হবে না!!

    আর হ্যাঁ

    :welcome:

  9. ইতস্তত বিপ্লবী বলেছেনঃ

    মজা পেলাম!
    :welcome:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।