নারী

এটা আমার লেখালেখির প্রথমদিকের একটা লেখা। কে যেন এটা পড়ে বলেছিল, এহ! ইঁচড়ে পাকা হয়েছেন। আকাশ-বাতাস-পাখ-পাখালী থাকতে উনি  মেয়েছেলে নিয়ে কবিতা লিখেছেন। :nono: তার মন্তব্য শুনে তখন ইঁচড়ে পাকামো করেছি বলেই মনে হয়েছিল।  8) 😛

নারী; মানুষ রূপে তুমি,

অস্তিত্ব বহনকারী এ মানব সভ্যতার,

অর্জন করেছ সেই দুর্লভ ক্ষমতা।

সৌন্দর্যের উপমা তুমি, তুমিই সৌন্দর্যের দেবী,

আপন প্রজ্ঞায় উজ্জ্বল, উজ্জ্বল আপন মহিমায়,

খেয়ালী তুমি, উদার তুমি, তুমি চির রহস্যময়,

চোখের চাহনীতেই করতে পারো সারা বিশ্ব জয়।

 

মাতৃরূপে তুমি,

কর প্রাণের প্রথম সঞ্চার আপন গর্ভে,

ভ্রুণ হতে প্রস্ফুটিত কর তরতাজা প্রাণ।

জননী তুমি, তুমিই যেন জন্মভূমি,

আপন তুমি, পূজনীয় তুমি, তুমি রক্ষক এ পৃথিবীর,

প্রতিপালক তুমি, মমতাময়ী তুমি, তুমি চির বীর,

মাতৃরূপে সফল তুমি, চির উন্নত মম শির।

 

প্রেমিকা রূপে তুমি,

সমস্ত কল্পনা প্রেমিকের হৃদয়জুড়ে,

প্রেমিকের সকল সাধের সাধনা।

প্রেরণাদায়ী তুমি, তুমিই ছলনাময়ী,

আপন গুণে গুণবতী, সৌন্দর্যে অদ্বিতীয়া,

অভিমানী তুমি, অনুরাগী তুমি, তুমি চির মায়াময়,

চোখের পানে চেয়ে তোমার সব প্রেমিকই বিভোর হয়।

 

স্ত্রীরূপে তুমি,

চিরসঙ্গী আমৃত্যু,

আপন করে নাও আপন আলোয় সকলকে।

ঘরকণ্যা তুমি, তুমিই প্রেয়সী,

কর্মে দক্ষ, চালিকাশক্তি আপন সংসারের,

আনন্দের আধার তুমি, কর্মের উদ্দীপনা,

কুশলী তুমি, কৌশলী তুমি, তুমিই তো সব কামনা।

ইস্ক্রা সম্পর্কে

লেনিনের "ইস্ক্রা" পত্রিকা থেকে আমার কবি বড় মামা আমার নাম রেখেছিলেন ইস্ক্রা (Iskra>Isckra) যার অর্থ আগুনের ফুলকি (Spark)। আমার সঙ্গে পরিচিত হতে গিয়ে সবারই আমার নাম সম্পর্কে একটা আগ্রহ সৃষ্টি হয়। আমার নামের উৎপত্তি হল এই পত্রিকাঃ http://en.wikipedia.org/wiki/Iskra ব্যক্তিগত জীবনে আমি আগুনের ফুলকির মত মোটেও উজ্জ্বল হতে পারিনি, তবে উজ্জ্বল হবার চেষ্টা করছি। আগুনের যেমন সবদিকে ছড়িয়ে পড়ার মনোভাব, তেমনি আমারও। তবে ক্ষণজন্মা ফুলকি হতে চাই না, হতে চাই সর্বগমনকারী আগুনের মত উদ্দীপ্ত আর পুড়িয়ে দিতে চাই যত অনিষ্টের মূল। যেকোন ধরণের সৃষ্টিশীল কাজ করতে আমার ভাল লাগে, যেমনঃ সংগীত, লেখালেখি, আঁকাআঁকি, বিতর্ক, কম্পিউটার সম্পর্কিত বিষয়াদি বা অন্য যেকোন কিছু। আর, আমি সকল সৃষ্টিশীল মানুষদের পছন্দ করি ও শ্রদ্ধা করি।
এই লেখাটি পোস্ট করা হয়েছে বিবিধ-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

2 Responses to নারী

  1. প্রজ্ঞা বলেছেনঃ

    বাহ! বাহ! বাহ! :happy:

    “আপন প্রজ্ঞায় উজ্জ্বল” বটে! 8)

  2. ফিনিক্স বলেছেনঃ

    নারীর ব্যবচ্ছেদ তো ভালোই করা হয়েছে।

    বেশ বেশ! 😛

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।