আমাদের বাণিজ্যমন্ত্রী ফারুক খান ভেজাল প্রতিরোধের নতুন উপায় বের করেছেন। তিনি বলছেন, “আপনারা কম খান,সব ঠিক হয়ে যাবে”………
লিংক ((http://www.prothom-alo.com/detail/date/2011-08-05/news/175754))
আমরা জানি উনাকে অনেক অন্যরকম একটা দেশের কঠিন একটা মন্ত্রণালয় সামলাতে হয়। যে দেশের অর্থনীতি কোন নীতি মেনে চলে না। যে দেশে শুধু দ্রব্যমূল্যের উর্ধ্বগতি আছে,নিম্নগতি বলে কিছু নেই। যে দেশে চোখ বন্ধ করে হোঁচট না খেয়ে মন্ত্রিত্ব করা যায়।
আর যদি কোন সমস্যা হয়-তাহলে?
দোষ অবশ্যই জনগনের। মানুষ কেন বেশী খাবে? বেশী খেলে তো জিনিসপত্রে ভেজাল দিবেই,যেন মানুষ ভেজালের ভয়ে কম খায়। বেশী খেলে তো দাম বাড়বেই,মানুষ যেন বেশী খেয়ে মোটা না হয়ে যায়।
আগের বাণিজ্যমন্ত্রী বলেছিলেন,ভাত না খেয়ে আলু খেতে। আলুরও যা দাম! তাই এবার বলেছেন,না খেতে। না খেলে খাবারের চাহিদা কমবে। না খেলে মানুষ অপুষ্টিতে ভুগে মারা যাবে। দেশের জনসংখ্যা কমবে। তাতে জিনিসপত্রের দাম কমলো,ভেজাল কমলো,আবার দেশের জনসংখ্যাও কমলো!
এক ঢিলে ৩ পাখি!!!
মন্ত্রীদের কষ্ট কমানোর জন্য আমরা আরো কিছু বাণী প্রস্তুত করে দিনে পারি……
১)রাস্তায় কম বের হোন,দুর্ঘটনা কম ঘটবে।
২)বাসায় না থেকে মাঠে থাকুন,ভূমিকম্পে মারা যাবার সম্ভাবনা কমবে।
৩)পড়ালেখা না করে বাসায় থাকুন,ভার্সিটিতে মারামারির মধ্যে পড়ে জীবন হারাবেন না।
৪)খাটে না ঘুমিয়ে মাটিতে ঘুমান,খাট ভেঙে পরে তাহলে কোমড় ভাঙবে না।
৫)কারেন্ট ব্যবহার বন্ধ করে দিন,তাহলে লোডশেডিং হবে না।
কিছু কাজের কথা বলুন মন্ত্রী। আমরা বিরক্ত হয়ে যাচ্ছি আজেবাজে কথা শুনতে শুনতে……
আর,আপনার খাবার তালিকাটা একটু বলবেন কি?
কেন যে তুই আশা করিস উনারা কথা বলবেন, আর সেটাও হবে খুব ভালো কথা তাই বুঝি না!! গ্রো আপ ম্যান! 😛
আমি তো বড় না হলে কোনো সমস্যা নাই। :mathagorom: উনারা বড় না হলেই সমস্যা……
এজন্যই তো আমি এখন দুবেলা খাই, সেহরি আর ইফতার! দেখিস, অচিরেই দেশের সব কিছুর দাম মানুষের দামের কাতারে চলে আসবে, প্রায় বিনি পয়সায় পাবি…
চরম সত্য বললি রে……… :dhisya:
হজম হচ্ছে না :chup:
এত প্যাথেটীক সব নেতা আমাদের!!
=)) =))
নেতারা প্যাথেটীক কিন্তু উনাদের ভোজনবিলাস জম্পেশ….তাই উনারা অন্য কে নিয়ন্ত্রণ করতে বলে নিজেরা অনিয়ন্ত্রিত আচরণ করেন | শুধু খাবারে নয়, সবক্ষেত্রেই তারা নিয়ন্ত্রনহীন | এক নম্বরে অবশ্যই মিথ্যা বলা…. 😡 :cuthair:
সবকয়টারে গুল্লি…মাঝে মাঝে মনে চায় assassin হয়ে যাই ! :dhisya:
:dhisya:
মাইরা ফেলতে মন চায়। কি আজব! কি আজব!