এবার খাওয়া ছাড়ুন,ভেজাল কমবে!!!!

আমাদের বাণিজ্যমন্ত্রী ফারুক খান ভেজাল প্রতিরোধের নতুন উপায় বের করেছেন। তিনি বলছেন, “আপনারা কম খান,সব ঠিক হয়ে যাবে”………

লিংক ((http://www.prothom-alo.com/detail/date/2011-08-05/news/175754))

আমরা জানি উনাকে অনেক অন্যরকম একটা দেশের কঠিন একটা মন্ত্রণালয় সামলাতে হয়। যে দেশের অর্থনীতি কোন নীতি মেনে চলে না। যে দেশে শুধু দ্রব্যমূল্যের উর্ধ্বগতি আছে,নিম্নগতি বলে কিছু নেই। যে দেশে চোখ বন্ধ করে হোঁচট না খেয়ে মন্ত্রিত্ব করা যায়।
আর যদি কোন সমস্যা হয়-তাহলে?
দোষ অবশ্যই জনগনের। মানুষ কেন বেশী খাবে? বেশী খেলে তো জিনিসপত্রে ভেজাল দিবেই,যেন মানুষ ভেজালের ভয়ে কম খায়। বেশী খেলে তো দাম বাড়বেই,মানুষ যেন বেশী খেয়ে মোটা না হয়ে যায়।
আগের বাণিজ্যমন্ত্রী বলেছিলেন,ভাত না খেয়ে আলু খেতে। আলুরও যা দাম! তাই এবার বলেছেন,না খেতে। না খেলে খাবারের চাহিদা কমবে। না খেলে মানুষ অপুষ্টিতে ভুগে মারা যাবে। দেশের জনসংখ্যা কমবে। তাতে জিনিসপত্রের দাম কমলো,ভেজাল কমলো,আবার দেশের জনসংখ্যাও কমলো!
এক ঢিলে ৩ পাখি!!!
মন্ত্রীদের কষ্ট কমানোর জন্য আমরা আরো কিছু বাণী প্রস্তুত করে দিনে পারি……
১)রাস্তায় কম বের হোন,দুর্ঘটনা কম ঘটবে।
২)বাসায় না থেকে মাঠে থাকুন,ভূমিকম্পে মারা যাবার সম্ভাবনা কমবে।
৩)পড়ালেখা না করে বাসায় থাকুন,ভার্সিটিতে মারামারির মধ্যে পড়ে জীবন হারাবেন না।
৪)খাটে না ঘুমিয়ে মাটিতে ঘুমান,খাট ভেঙে পরে তাহলে কোমড় ভাঙবে না।
৫)কারেন্ট ব্যবহার বন্ধ করে দিন,তাহলে লোডশেডিং হবে না।

কিছু কাজের কথা বলুন মন্ত্রী। আমরা বিরক্ত হয়ে যাচ্ছি আজেবাজে কথা শুনতে শুনতে……

আর,আপনার খাবার তালিকাটা একটু বলবেন কি?

স্বপ্ন বিলাস সম্পর্কে

বাস্তবে মানুষ হবার চেষ্টা করে যাচ্ছি। জীবনের নানা পথ ঘুরে ইদানীং মনে হচ্ছে গোলকধাঁধায় হারিয়েছি আমি। পথ খুঁজে পাওয়ার চেষ্টা করি আর দেখে যাই চারপাশ। ক্লান্ত হয়ে হারাই যখন স্বপ্নে, তখন আমার পৃথিবীর আমার মতো......ছন্নছাড়া, বাঁধনহারা। আর তাই, স্বপ্ন দেখি..........স্বপ্নে বাস করি.....
এই লেখাটি পোস্ট করা হয়েছে বিবিধ-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

8 Responses to এবার খাওয়া ছাড়ুন,ভেজাল কমবে!!!!

  1. কেন যে তুই আশা করিস উনারা কথা বলবেন, আর সেটাও হবে খুব ভালো কথা তাই বুঝি না!! গ্রো আপ ম্যান! 😛

  2. এজন্যই তো আমি এখন দুবেলা খাই, সেহরি আর ইফতার! দেখিস, অচিরেই দেশের সব কিছুর দাম মানুষের দামের কাতারে চলে আসবে, প্রায় বিনি পয়সায় পাবি…

  3. বোহেমিয়ান বলেছেনঃ

    এত প্যাথেটীক সব নেতা আমাদের!!

    =)) =))

  4. শিশিরকণা বলেছেনঃ

    নেতারা প্যাথেটীক কিন্তু উনাদের ভোজনবিলাস জম্পেশ….তাই উনারা অন্য কে নিয়ন্ত্রণ করতে বলে নিজেরা অনিয়ন্ত্রিত আচরণ করেন | শুধু খাবারে নয়, সবক্ষেত্রেই তারা নিয়ন্ত্রনহীন | এক নম্বরে অবশ্যই মিথ্যা বলা…. 😡 :cuthair:

  5. ফিনিক্স বলেছেনঃ

    সবকয়টারে গুল্লি…মাঝে মাঝে মনে চায় assassin হয়ে যাই ! :dhisya:

  6. কৃষ্ণচূড়া বলেছেনঃ

    :dhisya:
    মাইরা ফেলতে মন চায়। কি আজব! কি আজব!

স্বপ্ন বিলাস শীর্ষক প্রকাশনায় মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।