অবলোহিত রশ্মি দেখবে (Infrared Ray)? মূল আবিষ্কার- পিয়াল শুভ্র

মোবাইল ফোনে কিছুদিন আগেও অবলোহিত রশ্মি (Infrared ray) দিয়ে তথ্য আদান-প্রদান করা হত। টিভি, সিডি প্লেয়ার, মিউজিক সিস্টেম সহ যাবতীয় ইলেকট্রনিক যন্ত্রের রিমোট কন্ট্রোলে অবলোহিত রশ্মি ব্যবহার করা হয়। আমরা টিভি, সিডি ইত্যাদির রিমোটের মাথায় একটি LED বাল্ব দেখতে পাই। এই LED টিই অবলোহিত রশ্মি বিকিরণ করে টিভি চ্যানেল পাল্টাতে বা গান সিলেক্ট করতে প্রয়োজনীয় তথ্য টিভি, সিডি প্লেয়ারকে দেয়। এই অবলোহিত রশ্মির তরঙ্গদৈর্ঘ্য আমাদের চোখের দর্শনযোগ্য তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে পড়ে না। ফলে আমরা এই রশ্মি দেখতে পাই না। খেয়াল করে দেখবেন,  রিমোট কন্ট্রোলটির বাটনগুলো চাপলেও আমরা কখনও রিমোটের মাথার বাল্বটিকে জ্বলতে দেখি না। কিন্তু, খুব সহজেই আমরা অবলোহিত রশ্মিকে দেখতে পারব। এর জন্য আমাদের লাগবে একটি ক্যামেরাওয়ালা মোবাইল ফোন বা ডিজিটাল ক্যামেরা আর একটা সচল রিমোট কন্ট্রোল। এবার রিমোট কন্ট্রোলটির বাল্বটিকে ক্যামেরার দিকে মুখ করে ধরে বাটনগুলো চাপতে থাকুন আর ক্যামেরা/মোবাইলের স্ক্রিনে দেখুন তো LED টিকে একটু পরপর নীলাভ বেগুনী আলোয় জ্বলতে দেখছেন কিনা? আপনি যে আলোটি দেখছেন সেটিই হল অবলোহিত রশ্মি বা Infrared Ray.

অবলোহিত রশ্মির রং লাল হবার কথা। কিন্তু, এখানে অবলোহিত রশ্মি লাল দেখা যাবে না, এটা ক্যামেরার সীমাবদ্ধতা। অবলোহিত রশ্মি দেখার জন্য বিশেষ যন্ত্রে সেটির লাল বর্ণ সহজেই ফুটে উঠবে।

এই ব্যাপারটি আমরা যখন ক্লাশ নাইনে পড়তাম তখন হঠাৎ করে বের করে ফেলে আমাদের বন্ধু পিয়াল শুভ্র (ফেসবুকে Piyal Shuvro)। তাই এই ঘটনাটির পুরো কৃতিত্ব তার প্রাপ্য।

ইস্ক্রা সম্পর্কে

লেনিনের "ইস্ক্রা" পত্রিকা থেকে আমার কবি বড় মামা আমার নাম রেখেছিলেন ইস্ক্রা (Iskra>Isckra) যার অর্থ আগুনের ফুলকি (Spark)। আমার সঙ্গে পরিচিত হতে গিয়ে সবারই আমার নাম সম্পর্কে একটা আগ্রহ সৃষ্টি হয়। আমার নামের উৎপত্তি হল এই পত্রিকাঃ http://en.wikipedia.org/wiki/Iskra ব্যক্তিগত জীবনে আমি আগুনের ফুলকির মত মোটেও উজ্জ্বল হতে পারিনি, তবে উজ্জ্বল হবার চেষ্টা করছি। আগুনের যেমন সবদিকে ছড়িয়ে পড়ার মনোভাব, তেমনি আমারও। তবে ক্ষণজন্মা ফুলকি হতে চাই না, হতে চাই সর্বগমনকারী আগুনের মত উদ্দীপ্ত আর পুড়িয়ে দিতে চাই যত অনিষ্টের মূল। যেকোন ধরণের সৃষ্টিশীল কাজ করতে আমার ভাল লাগে, যেমনঃ সংগীত, লেখালেখি, আঁকাআঁকি, বিতর্ক, কম্পিউটার সম্পর্কিত বিষয়াদি বা অন্য যেকোন কিছু। আর, আমি সকল সৃষ্টিশীল মানুষদের পছন্দ করি ও শ্রদ্ধা করি।
এই লেখাটি পোস্ট করা হয়েছে পাগলামি, বিজ্ঞান ও প্রযুক্তি-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

1 Response to অবলোহিত রশ্মি দেখবে (Infrared Ray)? মূল আবিষ্কার- পিয়াল শুভ্র

  1. সরব বলেছেনঃ

    প্রিয় ইস্ক্রা সরবের প্রথম পাতায় আপনাকে ২ টির বেশি পোস্ট না দিতে আবারও অনুরোধ করা যাচ্ছে।

    গত কয়েকদিনে আপনি তিন বারের অধিক এই রকম কাজ করেছেন।
    আপনাকে আগামী ৩ দিনের জন্য কন্ট্রিবিউটর করে রাখা হবে। অর্থাৎ আপনি পোস্ট দিলেও তা মডারেটর এর অনুমোদন ছাড়া প্রকাশ হবে না।

    ৩ দিন পর আপনি আবার স্বাভাবিক ব্লগিং এ ফেরত যেতে পারবেন। তবে আপনি আবারও এমনটা করলে আরও কঠোর পদক্ষেপ নেয়া হতে পারে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।