ভালবাসার রঙ

ভালবাসার রঙ অনেক,কল্পনার রঙ্গগুলোর সাথে মিলেমিশে সে গড়ে স্নিগ্ধতায় ভরা এক স্বপ্নীল পৃথিবী। এক স্বপ্নালু জগতের আবেশী রোশ্নাই যেন ঘুরে ফেরে মনের বদ্ধদুয়ার গুলোকে ভেঙ্গে দিয়ে। দেহের প্রতিটি শিরা উপশিরার প্রবাহের সমস্ত অধিকার যেন নিমেষেই কেড়ে নেয় সেই আবেগী অনুভুতির জ্বলন্ত প্রভা।
মন চায় শুধুই ভালবাসতে। ভালবাসার সেই পাগলকরা সুখের জলস্রোত ভাসিয়ে দেয় মনের একুল আর ওকুল,বয়ে নিয়ে যায় অনন্ত আচ্ছন্নতার নিবিড় সুখভাবনায়। জাদুকরের ভোজবাজির মত চোখ ধাঁধাঁনো ভেল্কিবাজিতে মনকে বেঁধে রাখে সময়ের অস্পষ্ট স্রোতের মায়ায়।

ভালবাসার তোড়ে হারানো হৃদয় প্রতিনিয়ত খুঁজে ফেরে আলোকিত উষ্ণ আবেশ। মন যেন হারিয়েই খুঁজে পায় সুখ,হারানোর মাঝেই সে খুঁজে পায় সুখের আদল। হারায় সে মুক্ত আকাশের নীচে, মৃদুমন্দ খোলা হাওয়ায়,রাতের আকাশে ফুটে থাকা আলোকিত তারাগুলোর মাঝে। কোন এক সূদুর অচীনপুরে মন হারিয়ে যায়,চারপাশটাকে মুহুর্তে ভুলে গিয়ে নিজের একান্তে পাওয়া জগৎটাকে আপনার করে নিতে চায়। সুখের অনাবিল স্রোতে মাতিয়ে রাখা
সময়টুকুই যেন তার অনন্তকালের আরাধ্য প্রাপ্তি।

তবে ভালবাসার রঙ্গিন আলোর পাশেই আছে রঙ্গহীন কালো অন্ধকারও। তার জ্বলন্ত চিমনীতে সে পোড়ায় ভালবাসার গভীর ক্ষত। পুড়িয়ে দেয় আনন্দ জোয়ারে ভাসতে থাকা অরক্ষিত স্বাস্পর্ধ্য ভালবাসার তুমুল আবেগ। পোড়ায় ভুল ভালবাসার রক্তপরশ। তবু ভালবাসে মন,ভুলে যায় পোড়া আগুনের ক্ষত,ভালবাসার স্রোতে হারানো হৃদয় যেন ব্যাথার স্রোতে নিজেকে পুনর্বার হারাতে শেখায়,তবু হারিয়ে যায় না অনন্ত বিস্মৃতিতে। তবু আঁকড়ে রাখে তুচ্ছ প্রাণহীন স্মৃতির পাহাড়। তবু ভালবাসে, ভুলকরে, ভুলভাবে ভালবাসে অনন্ত না পাওয়ার জ্বলন্ত ক্ষতকে।

সরল

অন্য স্বর সম্পর্কে

ননরেজিস্টার্ড সদস্যগণও যেন সরবে লিখতে পারেন সেই জন্য এই একাউন্ট। যোগাযোগ পাতায় কিছু লিখে জমা দিলে সরব এর মডারেটরগণ তা মূল্যায়ন করবেন। মনোনীত হলে এই একাউন্ট দিয়ে ছাপা হবে।
এই লেখাটি পোস্ট করা হয়েছে বিবিধ-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

9 Responses to ভালবাসার রঙ

  1. বাবুনি সুপ্তি বলেছেনঃ

    মনের কথার সুন্দর প্রকাশ হয়েছে। 🙂
    আমি এভাবে বলতে পারি না কখনো 🙂 নিজের চিন্তার সাথে কথার মিল খুঁজে পেলে ভালো লাগে 🙂

  2. ফিনিক্স বলেছেনঃ

    ভালবাসার কী অদ্ভুত শক্তি! কী আশ্চর্য রকমফের!

    অল্প কথায় কী ভীষণ সুন্দর করে গোছানো ভালবাসার কথামালা!

  3. বোহেমিয়ান বলেছেনঃ

    ভালো লেগেছে।

    নিয়মিত লিখুন 😀

  4. কৃষ্ণচূড়া বলেছেনঃ

    ভালো লেগেছে

  5. প্রথম-নাম বলেছেনঃ

    জ্বলন্ত চিমনি থেকেও আলো বের হয়!
    তাহলে আমরা ধরে নিতে পারি – রঙ্গহীন কালো অন্ধকারও – এর মাঝেও দেখার/অনুভবের আলো আছে। দরকার মানসিকতার। 🙂

  6. সামিরা বলেছেনঃ

    এইটা তুই! :happy: আগে বুঝি নাই। 😀
    বানান ভুল হইছে এইটাতেও, মাইর খাবি। :haturi:
    ভাল হইছে লেখা, খুব ভাল হইছে।

  7. ভালো লাগলো লিখাটা! অপেক্ষায় রইলাম নিয়মিত লিখা পাবার জন্য! 😀

  8. নিলয় বলেছেনঃ

    ভালো লেগেছে 🙂

  9. সরল বলেছেনঃ

    অনেক ধন্যবাদ, সবাইকে 🙂

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।