যে গান গুলো শুনলে মন চায় লোকালয় ছেড়ে পালাই

গান শোনার ক্ষেত্রে একেক মানুষের একেক রকম পছন্দ।
সেখানে কেউ অযাচিত হস্তক্ষেপ করতে পারেনা। সবার যে সব গান ভালো লাগবে এমন কোন কথা নেই। কিন্তু যে গান ভালো লাগে না, সেই গান যখন অনন্যউপায় হয়ে শুনতে হয়, তখন মনে হয় লোকালয় ছেড়ে পালাই!

এমন কিছু গান নিয়ে এ পোস্ট।

ও প্রিয়া ও প্রিয়া তুমি কুতায়:

ব্যাপক কষ্টের গান! চোখের পানি সামলানো দায়!
গানের শানে নুযুল হলো, গীতিকারের প্রেমিকা তাকে রেখে পালিয়ে গেছে। পুরা গানে এটা নিয়েই কান্নাকাটি।

গীতিকারে প্রেমিকা তার হাত থেকে পালিয়ে বাঁচলেও আমাদের বাঁচার কোন উপায় ছিলো না। :crying:

হাটে মাঠে ঘাটে এই গান শুনতে শুনতে কানের দফারফা অবস্থা!
এই গানের শিল্পী আসিফ! রাতারাতি বিখ্যাত! সেইরাম অবস্থা!

বুকটা ফাইট্টা যায়:

এই গানের গায়িকার সংসদ সদস্য হওয়ার পেছনে এই গানের ভূমিকা থাকতে পারে। মানুষ ভেবেছে, আহা কত দরদি!     :brokenheart:

এই গান যখন হাই ভলিউমে কেউ শুনে তখন আশেপাশের মানুষের আরাম-সুখ-শান্তি সব ভেঙে চুরমাচুর হয়ে যায়।

ও পাষানী বলে যাও:

এটাও আসিফের গান! আগের গানের মতই এ গানেও কান্নাকাটি আছে।
সাথে আছে কৈফিয়ত দাবী!

ভালোবাসবো বাসপো রে:

এ গান খারাপ লাগে শুনলে আমাকে অনেকে নরপিশাচ খেতাব দিতে পারে।
কথা হলো, একটা গান যদি মানুষের সম্ভাব্য বিচরণ স্থলের চারপাশেই বাজতে থাকে, তখন আর মেজাজ ঠিক থাকে না!

গানের হামিং টা বেশ সুন্দর।

২০০৬-২০০৭ এ হিমেশ রেশামিয়ার গান:

অসহ্য!! অসহ্য!! অসহ্য!!!
:dhisya:
পিকনিকের গাড়ি, বাসাবাড়ি, হাট, মাঠ, বাজার……… কোথায় ছিলো না এই নাকি গায়কের প্যানপ্যান!

দু:সহ সেই সব দিন! ভাবতেই গায়ে কাঁটা দেয়! কতটা অসহ্য হতে পারে একজনের গায়কী!
না শুনে উপায় ছিলোনা তখন।
এই নেকামিয়ার গান এখন আর শুনতে হয়না! বাঁচা গেল।

ভালো গানের বহুল ব্যবহার:

একদিন সন্ধ্যা বেলা। টিভিতে এই সময়ে কিছু অনুষ্ঠান থাকে। একজন অতিথি নিয়ে গল্প, নানা অনুষ্ঠানের খবর। এই সব।

একজন এক মহিলা অতিথি আসলেন। কথা প্রসঙ্গে উপস্থাপিকা বললেন, গান গাইতে।
অতিথি আমতা আমতা করে রাজি হয়ে গেলেন।

শুরু করলেন: “আমারও পরানও যাহা চায়”……….

এই ব্যাপারটা অনেক খেয়াল করলাম। টুকটাক গান গাইতে পারে, এমন কাউকে গান গাইতে বললেই এই গান শুরু করে।
অথবা, “কবিতা পড়ার প্রহর”

বলছি না, এই গান গুলো ভালো লাগে না।

কিন্তু গাইতে বললেই, এই গানের উপর হামলা করা কেমন যেন….. 😳

একজন বিশিষ্ট গায়িকার কথা কেন বাদ:

ভুল করে এটিএন বাংলা চ্যানেলে না গেলে এর গান শোনার সম্ভাবনা কম।

আর যদি….
মুহাহাহা!
শুধু একবারের জন্য হলেও
আপনি চলে যান সেই চ্যানেলে
যার নাম
এ টি এন বাংলা
আহারে বেচারা……
উনাকে দেখার সম্ভাবনা হ্যালির ধুমকেতুকে  প্রতি বছর দেখার সম্ভাবনা থেকেও বেশি!

তিনি আর কেউ নন!

যিনি কনসার্টে নিজের গানের সময় নিজেই “once more” বলেন,
মানুষ ভুয়া বললে বলেন, “আপনার যখন বলছেন, আরেকটা গাই”

ইভা রহমান!
😯
………………….

বা** , হৃ** খানের কথা কিছু বললাম না। এদের গান থেকে নিরাপদ দূরত্বে থাকা যায়। উপরে যাদের কথা বললাম, তাদের গান শুনতে না চাইলেও শুনতে হয়েছে!

কারো প্রিয় গায়ক-গায়িকার নামে কটু কথা বলে থাকলে দুষ্কিত!
😳

ইয়াদ সম্পর্কে

সারাদিন আগডুম বাগডুম ভাবি! মন খারাপ থাকলে নিজেই নিজেকে কাতুকাতু দেই! মন ভালো থাকলে উলিয়া উলিয়া করি!
এই লেখাটি পোস্ট করা হয়েছে বিবিধ-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

9 Responses to যে গান গুলো শুনলে মন চায় লোকালয় ছেড়ে পালাই

  1. ফিনিক্স বলেছেনঃ

    এই কথাটা পুরাই সত্যি। কাউরে গাইতে বললেই দেখছি “কবিতা পড়ার প্রহর” গানটা গায়! কী আজব!

    অফটপিক-
    ‘না-বোধক’ অর্থে ‘না’ পৃথক শব্দ হিসেবে বসে। মনে নাই? :fire:

  2. সামিরা বলেছেনঃ

    😀
    ব্লগে তোমাকে দেখিই না।
    আমি আগে লোকালয়-ছেড়ে-পালাতে-ইচ্ছা-জাগানো গানগুলিকে ব্যাপক পচাইতাম। একদিন ‘মাইল্‌স’এর গান নিয়ে কী সব বলতেছিলাম, এক জ্ঞানী টাইপ ফ্রেন্ড বললো, বেশিরভাগ মানুষই নিজের গানের চয়েস নিয়ে আত্মতুষ্টিতে ভোগে। এই ব্যাপারটা বিশেষভাবে গানের বেলায়ই কেন বেশি হয়…এই সব।
    কথাটা মনে ধরছিলো। এই জন্য এখন পচানোর তীব্রতা কমাইছি। 😛

  3. বোহেমিয়ান বলেছেনঃ

    পুরাই হাহাপগে অবস্থা!

    যিনি কনসার্টে নিজের গানের সময় নিজেই “once more” বলেন,
    মানুষ ভুয়া বললে বলেন, “আপনার যখন বলছেন, আরেকটা গাই”

    🙄

  4. স্বপ্ন বিলাস বলেছেনঃ

    ন্যাকামিয়া নিজেরে নায়ক মনে করে আমাদের কানকে মাফ করে দিসেন বলে তার কাছে কৃতজ্ঞ। 😛

    যিনি কনসার্টে নিজের গানের সময় নিজেই “once more” বলেন,
    মানুষ ভুয়া বললে বলেন, “আপনার যখন বলছেন, আরেকটা গাই”

    হা হা!! 🙄

  5. মুবিন বলেছেনঃ

    হাসতে হাসতে পেট ফাটে অবস্থা =))

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।