স্মরণে

A tribute to “চারুকলা’র দাদু”…

ইচ্ছে ঘুড়ি সম্পর্কে

জীবনবৃত্তান্ত দেয়ার মত বিশালতা এখন অর্জন হয়নি। বর্তমানে শিক্ষার্জনের এমন এক পর্যায়ে আছি যেখানে পৌছে প্রতিদিনই এই শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে প্রশ্ন জাগে। এই জীবনে নিজের ক্ষুদ্রতা উপলব্ধির চেয়ে বড় উপলব্ধি আর কিছুই নাই। দুঃক্ষজনকভাবে এই উপলব্ধির পরিপুর্ণতা লাভই এখনও হয়ে উঠলো না। চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এই লেখাটি পোস্ট করা হয়েছে ফটোগ্রাফি-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

6 Responses to স্মরণে

  1. বোহেমিয়ান বলেছেনঃ

    কবে তুলেছিলেন ভাইয়া?

  2. সামিরা বলেছেনঃ

    সুন্দর…

  3. স্বপ্ন বিলাস বলেছেনঃ

    ভার্সিটির ওই জায়গায় আর কিছু পাওয়া যাক বা না যাক, এটা নিশ্চিত ছিল চারু দাদু-কে পাওয়া যাবে। এখন জায়গাটা কেমন যেন খালি মনে লাগে………

  4. ফিনিক্স বলেছেনঃ

    দাদুর ছবিটা দেখে মনো খারাপ হয়ে গেলো।

    সেই দিনগুলো আর কি ফিরে আসবে?

  5. কৃষ্ণচূড়া বলেছেনঃ

    ছবিটা সুন্দর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।