দিমিত্রি মাসকারেনহাস

দিমিত্রি মাসকারেনহাসের জন্ম শ্রীলংকায়।
কিন্তু, জাতিগোষ্ঠীতে তিনি তামিল।
আবার, তামিলদের উৎস হলো দক্ষিণ ভারত। যারা শ্রীলংকায় ব্যাপকহারে বসতি স্থাপন করে ব্রিটিশদের মাধ্যমে।
দিমিত্রি বড় হয়ে উঠেছেন অস্ট্রেলিয়ায়। জুনিয়র লেভেলে পশ্চিম অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন। বিয়েও করেছেন সেখানে।
কিন্তু, আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন ইংল্যান্ডের।
‘দিমিত্রি’ নামখানি মূলত গ্রীক নাম ‘ডিমেট্রিয়াস’ এর স্লাভিক ভার্শন। স্লাভিকরা বাস করে পূর্ব ইউরোপে।
মাসকারেনহাস তার পদবী। এটি পর্তুগিজ পদবী। আর পর্তুগালের অবস্থান ইউরোপের একদম পশ্চিমে!
*

এই লোকের নাম দেখেই একটু চমকে গিয়েছিলাম! ক্রিকইনফো ঘুরে গুগল বাবাজির শরণ নিতেই সব বেরিয়ে এলো… সহব্লগারদের সাথে তা শেয়ার করার লোভ সামলানো গেলোনা!

:beerdrink:

জনৈক সম্পর্কে

সে যে কেউ একজন!
এই লেখাটি পোস্ট করা হয়েছে বিবিধ-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

8 Responses to দিমিত্রি মাসকারেনহাস

  1. বোহেমিয়ান বলেছেনঃ

    আর কোন দেশ বাকি নাই?!!!!
    মানে এর চেয়ে আন্তর্জাতিক আর কেম্নে হওয়া সম্ভব?!!
    মাল্টিন্যাশনাল কোম্পানিও তো এমন ছড়ানো হয় না 😛

  2. সামিরা বলেছেনঃ

    ওরে আল্লাহ্‌! তুমুল অবস্থা দেখি! সার্বজনীন মানুষ পুরাই। 😛

  3. ফিনিক্স বলেছেনঃ

    মাল্টিন্যাশনাল আর কাকে বলে!
    কত প্রকার, কী কী, উদাহরণসহ দেখতে পেলাম! 😛

  4. রাইয়্যান বলেছেনঃ

    নো সারপ্রাইজ, ইংল্যান্ড দলটাই পুরা জাতিসংঘ 😛

    কয়েকদিন আগে পেপারে একটা নিউজ দেখলাম, বিদেশী ফুটবলারদের নাগরিকত্ব দিয়ে নাকি লাল সবুজে নামিয়ে দেয়া হবে। প্রথমে মেজাজ খারাপ লাগলো, পরে ভাবলাম ইংল্যান্ড ক্রিকেটে ঠিক এইকাজটা করে ভালোই তো কোপাইতেসে :nono:

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।