লিউনার্দো দ্যা ভিঞ্চির ব্যাপারে আমার কেন যেন একটু বেশিই আগ্রহ । তাঁর কিছু শিল্প সবাইকে আবার দেখাতে ইচ্ছে করছে । তাই, তাঁর অসাধারণ হাতে করা আমার প্রিয় কিছু কাজ তুলে দিলাম । তবে, এ কাজগুলো তাঁর সমাজে বেশ একই সাথে বেশ সমালোচিত ও আলোচিত ছিল ।
১:::
ছবির নাম : Study For Aeroplane
কিছু কথা : এই ছবিটা যখন আঁকা তখন কেউ আকাশে উড়বার কথা বোধহয় কল্পনাও করেনি । কিন্তু ভিঞ্চি তখন থেকেই ওড়ার ব্যাপারটা নিয়ে ভেবেছিলেন । আমরা এখন যাকে “উড়োজাহাজ” বলি , এটি তারই আদি মডেল । লক্ষ্য করলে দেখবেন, তিনি একটি জাহাজের গায়ে ডানা লাগিয়ে দিয়েছেন ।
২:::
ছবির নাম : The Virgin And Child
৩:::
ছবির নাম : Portrait Of Cecilia Gallerani (Detail-1)
কিছু কথা : আমার খুব পছন্দের একটা ছবি । পশুটির গায়ে ভিঞ্চি ভয়ংকর Detail এর কাজ দেখিয়েছেন ।
৪:::
ছবির নাম : The Madonna of the Carnation
৫:::
ছবির নাম : Anatomical Studies of the Shoulder
কিছু কথা : ভিঞ্চির বিখ্যাত স্কেচ বুকের আরেকটি ড্রয়িং । দেহের পেশী গুলো কে নিয়ে কি ভাবে তিনি চিন্তা করেছেন । সবচেয়ে মজার ব্যাপারটা হল, পরবর্তীকালে যখন এক্স-রে মেশিন আবিষ্কৃত হল এবং মানুষের এই পেশীগুলোর আসল চিত্র বেরিয়ে এলো, তখন দেখা গেলো ভিঞ্চির ড্রয়িং এর সাথে তার অনেক মিল আছে ।
৬:::
ছবির নাম : Madonna Litta
কিছু কথা : মাতৃস্নেহের ব্যাপারটা ছবিতে কি সুন্দরভাবে ফুতে উঠেছে । অসাধারণ ! ! ! এটা আমার খুব পছন্দের একটা ছবি । কিন্তু ভিঞ্চি তাঁর সমাজে ছবিটির জন্য ব্যাপকভাবে সমালোচিত হয়েছিলেন ।
৮:::
ছবির নাম : Virgin of the Rocks
কিছু কথা : এই ছবির নামটা আমার খুব পছন্দ ।
আপাতত স্টক এ আর কোনও ছবি নাই । জানি না, এই সিরিজ এর আর কোনও লেখা দিতে পারব কিনা । তবুও সবাইকে ভিঞ্চির অসাধারণ কিছু কাজ দেখাবার ইচ্ছে ছিল । তাই দেখালাম ।
:penguindance: :penguindance: :penguindance:
লিউনার্দো দ্যা ভিঞ্চি – এক অসাধারণ স্রষ্টা (১) এর লিঙ্ক :
http://shorob.com/?p=2786
#৭ ছবিটা সরিয়ে দিলে ভালো হয় না? আমাদের সমাজও কি এই ছবির জন্য প্রস্তুত?
সবাই কি প্রাপ্তমনস্ক হতে পেরেছে? বিতর্ক এড়িয়ে যাওয়াটাই ভালো নয় কি?
ভাইয়া আগের ছবির শর্ট লিঙ্ক দিতে পারো। http://shorob.com/?p=2786
[উপরের বার এ দ্যাখো shortlink অপশন আছে]
আর পোস্ট চমৎকার!
#৮ তো খুবই ফেমাস ছবি।
বাকিগুলা দেখি নাই। ভিঞ্চির মানব শরীর এর ব্যাপারে আগ্রহের কোথা আগে থেকেই জানি। এই স্কেচটাও তাই পরিচিত কিঞ্চিৎ।
উড়োজাহাজ এরটা বস লাগল!
ভিঞ্চি নাকি নদীর গতিপথ উলটে দিতে পারত। জানো কিছু? 😀
বোহেমিয়ান ভাইয়া, আমার মনে হয়, আমরা যখন শিল্পের একজন Legend এর ব্যাপারে জানব কিংবা জানার চেষ্টা করব তখন তাঁর সব কাজই দেখা উচিত । এজন্যই ৭ নাম্বার ছবিটা দেয়া । আর আমাদের সমাজ হয়তো এখনও এর জন্য প্রস্তুত না । কিন্তু এই ব্লগ এ যারা লিখছে কিংবা পড়ছে তারা নিশ্চয়ই ৭ নাম্বার ছবিটা দেখে বুঝতে পারবে যে এটি একটি অসাধারণ শিল্পকর্ম, কোনও অশ্লীল সস্তা ছবি না ।
আর, নদীর গতিপথ উলটে দিতে পারার ব্যাপারে একদমই কিছু জানি না । আপনার কিছু জানা থাকলে জানাবেন । খুশি হব । :thinking:
চমৎকার কালেকশন! বেশিরভাগ ছবিই আগে দেখা হয়নি। :clappinghands:
আমারও মনে হয় এখনও আমাদের সমাজ ৭নম্বর ছবিটা দেখার মতো অবস্থায় আসে নি।
ধন্যবাদ ভাইয়া……
বস!! :huzur: :huzur:
ধন্যবাদ……
প্রথম ছবিটা দারুণ লেগেছে। জাহাজের ডানা! :huzur:
প্রাপ্তমনস্কতা কথাটার মানে আমি কখনোই ঠিকমত বুঝলাম না। 🙁
ধন্যবাদ আপু, ভালো একটা কথা বলেছেন । প্রাপ্তমনস্ক কথাটার আসলে কোনও নির্দিষ্ট সংজ্ঞা নেই ।
মানুষ ভেদে, জাতি ভেদে এর মানেও পালটে যায় ।
দারুণ কালেকশন। প্রতিটা ছবির ডিটেইল হিস্ট্রি জানতে ইচ্ছা করে। 🙂
৭ নং ছবির ব্যাপারে বলতে চাই, প্রাপ্ত মনষ্কতার চেয়ে বরং ছবির শালীনতা অনেক গুরুত্ব দেয়া যেতে পারে।
ছবির আর্টিস্টিক ভ্যালু অবশ্যই আছে, কিন্তু আমাদের দেশজ মূল্যবোধের বিবেচনায় এটিকে শালীন ছবির কাতারে ফেলা যায়না। তাহলে এটা, ব্লগের নীতিমালার ৫নং এর বিরোধী।
ব্লগ মোটামুটি সব বয়সের মানুষের ব্যবহারের জন্য। আবার সকল মতেরও মিলন মেলা ব্লগ। তারপরও যখন এটি বাংলাদেশী ব্লগ, এ ধরনের ছবির সেন্সরড ভার্সন দেওয়া যেতে পারে। (আমি সার্চ করে কোন কিছু খুঁজে পাইনি 🙁 )
এখন ব্লগের মডারেটররাই বলতে পারেন, আমার মতামত ঠিক, না কি ভুল।
ছবিটা যেহেতু সরিয়ে নেয়া হয়েছে, সেহেতু বিতর্কের আর কোনও জায়গা তো থাকে না । 🙁