দূর কল্পবাসীনী

:brokenheart:               :brokenheart:

সে কি আসে, নাকি আসে না।
জানি না ,জানিতে পারি না।
বাস্তবে বহু দূরের কথা-
স্বপনে আসতে চাহে না কাছে ,
বসে না পাশে একটু ভালোবেসে।
তন্ময় হয়ে দূর চাঁদের দিকে তাকায়
ভাবি সে ভালোবেসে দেখা দেবে আমায়।
কবিরা কত কবিতায় পরিস্কার জ্যোৎস্না রাতে
নিলাজের মত গল্প করে হাতে হাত রেখে।
সে চুপিসারেও আসে আমার কাছে
মিছে ভালোবেসে গোপন নিগূড় আঁধারে।
আমি কবি নয় তায় কাব্যে সে আসে না
কোন রাঁধা তাই ভুলেও আমায় কৃষ্ণ ভাবে না।
কালো চিকন অবোধ সে মেয়েটি;
মেটে না আমার তাকে দেখার নেশা,
তবুও বোঝে না সে তৃষিত এ হৃদয়ের ভাষা।

:brokenheart:           :brokenheart:

বদরুজ্জামান তারিক সম্পর্কে

‘‘এতদ্বারা প্রত্যয়ন করা যাইতেছে যে, বদরুজ্জামান তারিক কে ব্যাক্তিগতভাবে চিনি ও জানি।সে অত্র শিক্ষা প্রতিষ্ঠানে সুনামের সহিত পড়ালেখা করিয়াছে। আমার জানা মতে, সে একজন সৎ, চৌকস ও পরিশ্রমী ছাত্র। অত্র প্রতিষ্ঠানে অধ্যয়নকালে কোন প্রকার রাষ্ট্রবিরোধী বা অত্র প্রতিষ্ঠানের নিয়ম শৃংখলার পরিপন্থী কোন কাজে অংশ গ্রহণ করে নাই।তাহার নৈতিক চরিত্র ও আচরণ ভালো।আমি তাহার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করিতেছি।’’-বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত চারিত্রিক সনদপত্রগুলোর সারমর্ম।
এই লেখাটি পোস্ট করা হয়েছে কবিতা, সাহিত্য-এ এবং ট্যাগ হয়েছে স্থায়ী লিংক বুকমার্ক করুন।

3 Responses to দূর কল্পবাসীনী

  1. বোহেমিয়ান বলেছেনঃ

    ভালো লেগেছে 😀

  2. বোকা মানুষ বলেছেনঃ

    কবি আব্দুল হাকিম যুগের কবিতার মত প্রেম। দুটো মিলে একভাব। ভালোই লাগছে। প্রেমের ভাষার সব সময় একটা অন্য রকম আবেদন আছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।