ইদানিং এনিগমা নামের একটি ট্যাবলেট অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছে। সেই এনিগমা যেই প্রতিষ্ঠান আনছে তাঁরা যে বেশ আটঘাঁট বেঁধে মাঠে নামছেন সেটা বেশ বুঝতে পারছি!
[এনিগমা ((http://facebook.com/thesixdegree)) এন্ড্রয়েড ট্যাবলেট ]
প্রতিষ্ঠানটির নাম সিক্স ডিগ্রি কমিউনিকেইশন্স লিমিটেড ((http://thesixdegree.com/)) । তাঁরা শুধু একটি এণ্ড্রয়েড ট্যাবলেটই আনছেন না, সাথে সাথে 6Dstore ((http://thesixdegree.com/appcon/blog/2011/08/6dstore/)) নামের একটি অ্যাপস্টোরও আনছেন! সেই স্টোরে যেন পর্যাপ্ত অ্যাপ থাকে সেই জন্য তাঁরা একটি প্রতিযোগিতার আয়োজন করছেন!
সিক্স ডিগ্রি কমিউনিকেইশন্স লিমিটেড ((http://thesixdegree.com/)) অ্যাপকন ২০১১ [appcon 2011] ((http://www.thesixdegree.com/appcon/index.html)) এর আয়োজন করছে। এটি বাংলাদেশের প্রথম এণ্ড্রয়েড এপ্লিকেশন এবং গেইম তৈরির প্রতিযোগিতা।
প্রতিযোগিতার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটি বাংলাদেশের কথা মাথায় রেখে পরিচালিত হচ্ছে।
অর্থাৎ প্রতিযোগিরা সেই সব অ্যাপস [application] বানাবেন যেগুলো বাংলাদেশের কথা, বাংলাদেশীদের কথা ভেবে বানাতে হবে।
এই প্রতিযোগিতার ইতিবাচক দিক অনেক
#১ বাংলাদেশের তরুন ডেভেলপাররা দারুণ সম্ভাবনাময় এণ্ড্রয়েড প্ল্যাটফর্মে কাজ করতে আগ্রহী হবে। যারা প্রতিযোগিতায় জিতবেন তাঁরা তো বিশাল অংকের টাকা পকেটে পুরবেন। তরুণ+ছাত্রছাত্রীরা উৎসাহ পাবে।
#২ বাংলাদেশের ব্যবহারকারীরা তাঁদের জন্য জরুরি সব এপ্লিকেশন পাবেন।
#৩ এনিগমা ব্যবহারকারীরা 6Dstoreকে অনেক একটি সমৃদ্ধ appstore হিসেবে পাবেন।
#৪ ভবিষ্যতে 6Dstore পেমেন্ট সিস্টেমও চালু করবে ((http://thesixdegree.com/appcon/blog/2011/08/6dstore/))। এন্ড্রয়েড ডেভুদের জন্য লালে-লাল হবার সুযোগ!
প্রতিযোগিতার বিভিন্ন পুরস্কারের মূল্যমান ৩ লক্ষ ৫০ হাজার টাকা ((http://www.thesixdegree.com/appcon/prizes.html))। প্রথম পুরষ্কার ১ লক্ষ টাকা।
বিস্তারিত এখানে।
রিসোর্স ((http://www.thesixdegree.com/appcon/resources.html)),গাইডলাইন ((http://www.thesixdegree.com/appcon/guidelines.html)) থেকে শুরু করে সব কিছুই গোছানো মনে হচ্ছে।
আশা করি প্রতিযোগিতা নিরপেক্ষভাবে বিচার করা হবে।
তবে প্রতিযোগিতায় অংশগ্রহণের পূর্বে টার্মস এন্ড কনডিশন্স ((http://www.thesixdegree.com/appcon/tos.html)) দেখতে ভুলবেন না যেন।
বাংলাদেশের কয়েক তরুণের এই উদ্যোগ দারুণ ভালো লাগছে।
সুতরাং আপনি যদি প্রোগ্রামিং করেন এখনই রেজিস্ট্রেশন ((http://www.thesixdegree.com/appcon/registration.html)) করে ফেলুন!
গ্রামীনফোন গত মে মাসে নিয়ে এসেছে এন্ড্রয়েড ফোন জিপি ক্রিস্টাল ((http://www.grameenphone.com/whats-new/grameenphone-crystal))! বোঝাই যাচ্ছে এন্ড্রয়েড এর দারুণ চাহিদা(জিপির মত কোম্পানি মার্কেট রিসার্চ না করে কোন প্রোডাক্ট বাজারে ছাড়বে না!)
ভবিষ্যতের ফোন মানে স্মার্টফোন!
বাজারে এন্ড্রয়েড ছাড়া অন্য ফোন গুলোর খুব বেশি সম্ভাবনা দেখি না। নোকিয়া লো এন্ড সেটগুলায় শীর্ষে থাকলেও স্মার্টফোনে খুব বেশি পানি পাবে বলে মনে হচ্ছে না। একদিকে নোকিয়ার ভালো ওএস নেই, অন্যদিকে ইন্টারনেট এডিক্ট জেনারেশন এর মাঝে এন্ড্রয়েড/ আইফোন জনপ্রিয় হচ্ছে। আর বাংলাদেশে আইফোন আসবে কী আসবে না তার ঠিক নেই! একটি সমৃদ্ধ অ্যাপস্টোর প্রিইনস্টল্ড ডিভাইস এর প্রতি বাংলাদেশীরা অধিক আগ্রহী হবে সেটাই স্বাভাবিক।
ভবিষ্যতের দিনগুলিতে 6Dstore বড় বড় কোম্পানির সাথেও সমান তালে পাল্লা দেবে বলে মনে করি।
তারুণ্যের জয় হোক।
খুবই প্রশংসনীয় উদ্যোগ হওয়ার পাশাপাশি এটা একটা অত্যন্ত দূরদৃষ্টিসম্পন্ন উদ্যোগও। অচিরেই এন্ড্রয়েডের কদর এদেশে বেড়ে যাবে বহুগুণ, আর প্রথম এন্ড্রয়েড এপ্লিকেশন প্রতিযোগিতা আয়জনের মধ্য দিয়ে 6Dstore আসলে সামনের দিকে একটা বিশাল লাফ দিল :ninja: তাদের কাছে আসা আইডিয়াগুলো থেকে তারা এটা বুঝতে পারবে তরুণদের আগ্রহ এখন কোন কোন ক্ষেত্রগুলোতে কিংবা এদেশের মানুষের চাহিদার ক্ষেত্রানুযায়ী পরবর্তীতে কোন কোন অ্যাপ তৈরি করা যেতে পারে।
এটাতে অংশগ্রহণ নিয়ে অনেকের অনেক আগ্রহ দেখলাম, আইডিয়া বের করতে মাথা ঘষতে শুরু করেছে। টেকি দিকগুলোতে আগানোর অনেক প্রয়োজন এখন, এ ধরনের উদ্যোগগুলো একেকটা ‘push’ বলা চলে। আর বাংলাদেশে আর কিছু থাকুক না থাকুক, মেধার অভাব নাই। অসাধারণ কী কী আইডিয়া আসে সেটাই দেখার বিষয়। এখন নিরপেক্ষ থাকলেই হয় 🙄
টেকি ব্যাপার-স্যাপার মাথার উপর দিয়ে যায়। :voypaisi:
তবুও লাইক দিলুম! 😛
বেশ! এগিয়ে যাক আজব টেকি দুনিয়া!
দুর্দান্ত!! আমি এখনো অপেক্ষায়, আরো কিছুদিন……তারপর নাহয়…… 😛
খুবই অনন্যসাধারণ একটি উদ্যগ…বিশেষ করে আমাদের নিউ জেনেরেশন এর প্রোগ্রামার/লারনারদের জন্য। যারা ইতোমধ্যে এন্ড্রয়েড প্লাটফর্মে এ্যপ ডেভলপমেন্ট এর কাজ শুরু করেছেন তাদের জন্য এটা যেমন নিজেদের কাজ মার্কেটিং এর একটা স্কোপ তৈরি করেছে , তেমনি যারা এখনো শুরু করেননি তাদের জন্যও এটি একটি চমৎকার স্টার্ট আপ 😀
সবচাইতে বড় যে ব্যাপার, সেটা হচ্ছে, এটি শুধুমাত্র আমাদের জন্যই তৈরি করা হয়েছে :yahooo: …আমরাই কনজুমার…আমরাই ডেভলপার!!!!
তো হয়ে যাক… :fire:
প্রশংসনীয় উদ্যোগ! 🙂
এন্ড্রয়েড আগামীতে সব জয় করে নেবে। নূতন কিছু না আসা পর্যন্ত!
ভালো তো 🙂
আমারও মাথার উপ্রে!
মাথা নষ্ট ! 😯