বেশ কয়েক দিন আগের কথা। ট্রেনে ঢাকায় ফিরছি। অনেক রাত হয়ে গেছে, টেনশন হচ্ছে কখন হল এ ফিরব তাই নিয়ে। মাত্র ঢাকার ভিতরে ট্রেন ঢুকেছে।কেউ এসে নেয়ার ও নেই। হঠাৎ একটা বাড়িতে দেখি সেইরকম আলোকসজ্জা করা হয়েছে।
তাও আবার লাল সবুজ।সম্ভবত কারো বিয়ে। আরও কিছু দূর যাওয়ার পর দেখি সশস্ত্র বাহিনী গুলোতেও একই রকম অবস্থা। সরকারি বেসরকারি অনেক কার্যালয়েও একই সাঁজ। আজ কি পুরো ঢাকাতেই বিয়ে হচ্ছে নাকি!
লাল সবুজ রঙ দেখতে দেখতে আমার কি জানি এক অনুভূতি হচ্ছিলো। ব্যাগ থেকে মোবাইল বের করলাম। ১০ টা বেজে ৪৫ মিনিট। আজকে যে ১৬ ডিসেম্বর ভুলেই গেছি। ১২টা বাজলেই দিনটা হারিয়ে যাবে। দুচোখ ভরলেও মন ভরছিল না। রাস্তার দুপাশ জুড়ে আলোই আলো। আলো, আমার আলো ওগো,আলোয় ভুবন ভরা। নিরাপদেই পৌঁছালাম। পরদিন বিকালে নিউ মার্কেট যাওয়ার পথে অনেক পতাকা দেখলাম,কাগজের। দুমড়ে মুচড়ে ফেলে দেয়া। সবাই তা পায়ে মাড়িয়ে যাচ্ছে। হয়তো সাময়িক আবেগী মিছিলের পরিণাম। আরেকটা ঘটনা না বললেই নয়।গত বিশ্বকাপ খেলায় একটি প্রায় হারা ম্যাচ দেখে রাগ করে একজন মেয়ে আমার সামনে মাটিতে পতাকা ফেলে চলে যায়। মজার ব্যাপার হলো শেষ পর্যন্ত সেই খেলায় জয় আমাদের ই হয়েছিল। পতাকা টা এখনো আমার কাছেই রেখে দিয়েছি।
অন্যান্য দেশগুলো আমাদের থেকে অনেক এগিয়ে গেছে। মানে এই নয় যে আমরা দেশ কে ভালোবাসি না। নিজেদের মাঠে উপচে পড়া ভীড় বিদেশীদের ভাষায় এখনো ‘আনবিলিভেবল’। আজও সব বিদ্যালয় এর দিন শুরু হয় আমার সোনার বাংলা… দিয়ে। রবিঠাকুর এর একটি বাণী মনে পড়ছে,
“আমরা যা বিশ্বাস করি তা মানি না ,যা মানি তা পালন করি না…”
আমাদের সামান্য সচেতনতাই যথেষ্ট। দেশ না,আসুন আগে নিজে বদলাই।
১৬ ডিসেম্বর ভুলে গেলি?! ক্লাস বন্ধ ছিলো না?! বাকিরা কিছু কয় নাইক্কা?!!
একমত আসুন নিজেকে আগে বদলে ফেলি!
আমি তো অবন্তী ভেবে তুই তুই করে কমেন্ট করছিলাম! 😛
What we achive inwardly will change outer world. – জে কে রোওলিং-এর কথাটা মনে পড়ে গেলো। আমরা নিজে বদলালে, দেশ আপনাতেই বদলে যাবে। 🙂
বোহেমিয়ান কে বলছি, ঐ দিন শুক্রবার ছিল। কলেজ বন্ধ তো এমনিতেই ছিল।তাই আগের দিন বাসায় গিয়ে পরের দিন ফিরছিলাম। আপনি বোধ হয় লেখা টি ভালো করে পড়েননি ।ফিরতে দেরী হচ্ছে দেখে টেনশন এ ঐ দিকে খেয়াল ছিল না যে আজ কি দিন।পুরোটা দিন ই ট্রেনে ছিলাম। হঠাৎ করেই খেয়াল হয়নি। যাই হোক এটা আমার প্রথম লেখা। ভাষাগত ত্রুটি যদি কিছু হয়ে থাকে, তবে ক্ষমা প্রার্থী। 🙂
আমার নামও অবনী, আপ্পি। দাদা মিস্টেক করে ফেলছে। 🙂
:welcome:
আমাদের আবেগটুকু যদি আমরা ধরে রেখে দেশের কাজে লাগাতে পারতাম, দেশটা কত এগিয়ে যেত। বিশ্বাস করি যে, এখনও না পারলে একসময় নিশ্চয়ই পারবো।
সরবে স্বাগতম আপনাকে। :welcome:
আমরা স্বভাবগতভাবে হুজুগে। আবেগ শেষ হয়ে গেলে সব ভুলে যাই।
ওহো বলতে ভুলে গেছিলাম
:welcome: