পিচ্চি কিউট পাচ্চা কিউট

 

প্রায় দুই বছর আগে আমার নানা বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। নানা বাড়িতে কেউ থাকেনা, এক-দুইবছর পর পর গেট টুগেদার হয়। সবাই মিলে এক-দুইদিন হৈ-চৈ করে চলে আসি।

ভাগ্নে-ভাগ্নী এই প্রথম গ্রামে গেল। ভাগ্নেকে নিয়ে গেলাম পুকুরের সামনে, তখন তার বয়স চার বছর। পুকুর দেখিয়ে বললাম, “কি সুন্দর না পুকুরটা?” সে কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে বলে, “কোথায়? আমি তো দেখতে পারছিনা”।

-“এই যে, তোমার সামনেই তো!”

পুকুরের ওপাড়ের দিকে তাকিয়ে থেকে বলে, “অনেক দূরে তো এজন্য দেখতে পাচ্ছিনা”

সে বোধহয় কুকুর জাতীয় কিছু একটা খুঁজছিল। যখন বুঝিয়ে বললাম তখন অবাক হয়ে বলে, “এই পানিটাই পুকুর?” =))

আমার এক কাজিন আরো মজার কান্ড করেছে। কোথায় বেড়াতে গিয়ে দেখে কি যেন একটা হেঁটে যাচ্ছে। ওর বাবা বললো, “এটা মুরগী” খুব অবাক হয়ে বলে, “মুরগী এরকম কেন?” বেচারা কি আর করবে? মুরগী তো সবসময় বাটিতে রান্না করা অবস্থায় দেখেছে। তারথেকে শতগুণ আশ্চর্য হয়েছে ডিম দেখে। বলে কি, “ডিম এখানে কেন? ডিম তো ফ্রিজে থাকবে!” :thinking: :thinking:

 

বড় ভাগ্নীটা এবার সমাপনী পরীক্ষা দিল। পরীক্ষা শেষ হলে তাকে কম্পিউটারের পাসওয়ার্ড জানিয়ে দেয়া হলো। সে তো মহাখুশী! তার কথা শুনে ছোট ভাগ্নীটা (৩ বছর)  রান্নাঘরে গিয়ে আপুকে বলে, “আম্মু, আমাকে একটু পাসওয়ার্ড দাওনা!” আপু বলে, “পাসওয়ার্ড দিয়ে কি করবে?” পিচ্চির এক কথা, “আমি পাসওয়ার্ড খাবোওওওও!” 😯

কি মুশকিলের কথা!  এখন খাওয়ার জন্য পাসওয়ার্ড পাবে কোথায়? তাকে বলা হলো, “ডিম খাও, ডিমের ভেতরে গোল একটা  পাসওয়ার্ড আছে!” ( ডিমের কুসুম সে একেবারেই খেতে চায় না) 😛 😛

আমি ওদের বড়খালামণি কিন্তু ওদের এতবড় সম্বোধন ভালো লাগেনা। তাই শর্টকাটে ব’খা ডাকে। যেটা ডাকতে গিয়ে এখন ‘বখ্‌খা’ হয়ে গেছে। ঠিক তেমনি আমার ছোটবোনকে ‘ছোখ্‌খা’। বাসায় এলে তিনটাই বখ্‌খা বখ্‌খা করে চিৎকার করতে থাকে। এবার আপু অনেকদিন থেকে গেল। সারাদিন কম্পিউটার পিচ্চিদের দখলে। একজন গেমস খেলে তো অন্যজন টম এন্ড জেরী দেখবে, আরেকজন হয়তো বারবী কার্টুনের জন্য চিৎকার শুরু করে দিল। একজনের সাথে অন্যজনের মিলেনা। শুধু আমি একটু নেটে আসতে চাইলে সব এক জোট, কেউ রাজি হয়না। অনেক বুঝিয়ে কয়েকমিনিটের জন্য ঢু দিয়ে যাই।  একদিন রেগে বললাম, “পোলাপানের জ্বালায় ফেবু চেক করতে পারিনা”। বড় ভাগ্নীটা বলে উঠলো, “দুঃখিত, আমি পোলাপান না, মাইয়াপান” 8)8) 8)

ক্যামেরা কিনেছি কয়েকদিন আগে। ভাগ্নী জিজ্ঞেস করলো, “কোন কোম্পানীর?”

বললাম, “নাইকন”। শুনেই বলে, “বললেই হলো? নাই বলবোনা”।

-“মানে কি?”

– “তুমিই তো বললে “নাই কন” মানে নাই বলতে বললে তাই বললাম নাই বলবোনা,হুহ! :nono: :nono:

 

আগে ছোট দুইটাকে জিজ্ঞেস করতাম কাকে বেশী ভালো লাগে? দুইটাই উত্তর দিত,”বখ্‌খা” এখন ভাগ্নে চালাক হয়ে গেছে। এখন বলে, “দুজনকেই সমান সমান।” কিন্তু যে কোন আবদার আমার কাছে। একদিন রাগ দেখিয়ে বললাম, “যা তোর আদরের ছোখ্‌খা কে বল গিয়ে, সব আমাকে কেন বলিস?”  পিচ্চি হেসে বলে, “ছোখ্‌খা তো আদরের না, মাইরের ছোখ্‌খা! দেখ না খালি বকা দেয়!”

 

ছোট বাচ্চাদের অনেকেই উনিশ থেকে বিশ হলেই কান্না শুরু করে দেয়। আমার ছোট ভাগ্নীটা এরকম না, সে উনিশ থেকে সোয়া ঊনিশ হবার আগেই কান্না শুরু করে দেয়। একদিন ওর কান্নার ছবি তুলে ফেললাম, সেটা নিয়েও কান্না করলো অনেকক্ষণ। এরপর থেকে কান্না করতে নিলেই হুমকি দেই, “দাঁড়া, তোর কান্নার ছবি তুলে রাখবো।” প্রথম প্রথম হুমকি দিলে কান্না আটকানোর চেষ্টা করতো। একদিন হুমকি দিতেই সে ঠোঁট উলটে বলে, “তাতে কি হয়েছে?”

-“সবাই দেখে ফেলবে”

-“কিভাবে?”

-“বেশী করলে নেটে কান্নার ছবি দিয়ে দিব, দুনিয়ার মানুষ দেখবে। খুব ভালো হবে তখন”।

কান্না আটকাতে আটকাতে বলে, “তাহলে তোমাকে মাইইর দিব, থাপ্পড় দিয়ে উড়ায়াআআআ দিব। গাড়িতে করে বাসাআআয় চলে যাব। বমি করতে করতে বাসায় চলে যাব”। (গাড়িতে উঠলেই সাধারণত ওরা সব বমি করা শুরু করে)। :wallbash: :wallbash:

ওর কথা শুনে কয়েক সেকেন্ড থ হয়ে গিয়েছিলাম, এরপরে যে অট্টহাসি দিসি, বাসার সবাই চলে এসেছে আমার ঘরে কেন হাসছি সেটা জানার জন্য। আমার হাসি দেখে পিচ্চিটাও কান্না ভুলে হাসতে শুরু করে দিয়েছিল।   :love: :love:

 

পিচ্চিরা যে কতরকম যন্ত্রণা করে! সবসময় শুধু আদর করলে মাথায় উঠবে তাই একদিন ভাগ্নেকে একটা চড় দিলাম (আস্তেই দিসিলাম)। চড় খেয়ে সে ফিকফিক করে হাসে। আমি বললাম, “চড় খেয়ে হাসিস ক্যান রে পাগলা?”

সে বলে, “ আমি জাআআআনি এটা সত্য মাইর না”

-“তাহলে এটা কি?”

-“এটা হচ্ছে মিথ্যা মাইর, আদরের মাইর”।   :thinking:

 

এইরকম বিচ্ছুকে শাসন করা কেম্নে সম্ভব?

কিনাদি সম্পর্কে

মাথা নষ্ট পাবলিক
এই লেখাটি পোস্ট করা হয়েছে পাগলামি, রম্য, হাবিজাবি-এ। স্থায়ী লিংক বুকমার্ক করুন।

33 Responses to পিচ্চি কিউট পাচ্চা কিউট

  1. বাবুনি সুপ্তি বলেছেনঃ

    বিচ্ছু বাহিনী 😛

  2. সামিরা বলেছেনঃ

    =)) হাসতে হাসতে শেষ!
    “এই পানিটাই পুকুর?”
    “মুরগি এরকম কেন!”
    “বমি করতে করতে বাসায় চলে যাব!”
    হাহাহাহ্‌! :penguindance:
    একবার এক পিচ্চি তার চেয়ে বড় আরেক নতুন পিচ্চিকে বললো, “তুমি ক্যাদা?”(মানে তুমি কে?) বড় পিচ্চি বেশি শুদ্ধভাষী কিনা, এই জন্য ভাবলো ছোটটা ওকে গালি দিছে। সে তখন বললো, “তুমি ম্যাদা!”
    এইখানে একটা পিচ্চি ছিলাম আমি। lol. এই পোস্ট পড়তে পড়তে মনে পড়ে গেলো।

  3. বোহেমিয়ান বলেছেনঃ

    দারুণ মজা পাইছি! নির্মল হাসির দরকার!

    আজ সারাদিন মেজাজ খারাপ হয়ে ছিলো

    থ্যাংকইউ কিনাদি! 😀

  4. স্রোতস্বিনী বলেছেনঃ

    সত্যি বিচ্ছু বাহিনী……লেখাটা পড়ে নিজের একটা অভিজ্ঞতার কথা মনে পড়ল,কাজিনরা বিলেত থেকে আসছে,সব চেয়ে ছোটজন ৫ বছর,বাংলার ‘ব’ ও বলতে পারে না,কিন্তু বুঝে,৩ মাস থাকার পর কিছু শিখল,একদিন নানুর বাড়িতে সবাই মুড়ি খাচ্ছে,ওর immediate বড়টা যেই ওর মুড়ি নিয়ে দৌড় দিল……পিচ্ছি চিৎকার করে বলা শুরু করল—“my মুড়ি নিগগাইছে”(নিয়ে গেছে) …।

  5. উফ!! এইসব মাল্টি ট্যালেন্টেড পিচ্চিগুলা বড়ো হইলে কই যায়?? ধইরা বাইন্ধ্যা লেখাপড়া শিখায়ে ক্রিয়েটিভিটি নষ্ট কইরা ফালায় এদের!!

    দুর্দান্ত হাসির! “হা হা প গে” না…এবার হবে “হা হা চে উ প গে”

    🙄 🙄 🙄

    • কিনাদি বলেছেনঃ

      বড়টার তো অলরেডী শুরু হয়ে গেছে। সারাদিন পড়াইতে পড়াইতে… ইস্‌! আপু যে কি করে! কিছু বললে উলটা বকা দেয়।

      পড়েন তো ভালো কথা, চেয়ারটা ভাইঙ্গেন না আবার! 😛 😛

  6. স্বপ্ন বিলাস বলেছেনঃ

    ও আল্লাহ! হাসতে হাসতে শ্যাষ! 🙄
    পুরাই অসাধারণ ট্যালেন্টেড পিচ্চি! 8)

  7. ইতস্তত বিপ্লবী বলেছেনঃ

    স্রষ্টার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি!!
    চরম !! চরম!! পিচ্চি রক্স!! 8)
    আমার প্রতিবেশী একটা ৫ বছরের পিচ্চিরে শুধালাম, ”তোমার দাদার নাম কী”
    উত্তর এল…
    ”গ্র্যান্ডফাদার”

  8. অবন্তিকা বলেছেনঃ

    🙄

  9. নিশম বলেছেনঃ

    আমাগো পিচ্চিগুলা আবার কিরাম জানি !!! একটা আচে আফরা। কেউ বোমা ফুটাক, আর এরশাদ শিকদার আইসা ওরে ধমক দেক – কিচ্চু যায় আসেনা ! ওরটা ও করতেই থাকবে !!

    রামিন নামে একটা বিচ্ছু আছে, ওরে আল্লাহরে !!! ও আসতেসে শুনলেই, আমরা এক ঘন্টা আগে থেকে প্রস্তুতি নিতে থাকি !!

    নানজিবা বৈনটা আমার অসাধারণ ভালো একটা পিচ্চি, আহলাদি কিন্তু খুবি লক্ষ্মী! যা বলি, তাই শুনে ! আর ছবি আঁকার বড় শখ !!

    কিনাদি, আগেও বলেছি আবারও বলি, “বাচ্চা কাচ্চা পোস্ট ব্লগ ইতিহাসে তোমায় অবিস্ম্রনিয় করে রাখবে 😀 “

  10. অদ্ভুত ছেলে বলেছেনঃ

    হা হা দারুন মজা লাগলো।
    ডিম এখানে কেন? ডিম তো ফ্রিজে থাকবে! =))

    আমার ছয় বছরের কাজিনকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। রাস্তায় এক পরিচিত মেয়ের সাথে দেখা। আমাকে জিজ্ঞাস করে, ‘ভাইয়া এইতা কি তোমার গার্লফ্রেন্ড?’

    তার উপর আবার ব্ল্যাকমেইল করে আইসক্রিম না খাওয়াইলে বাসায় গিয়ে বলে দিবে। বাচ্চা কাচ্চা ভয়ংকর জিনিস 😯

  11. কৃষ্ণচূড়া বলেছেনঃ

    🙄

    দারুণ। আমাদের বাসায়ও পিচ্চি আছে একটা। খুবই মজার।

  12. নিলয় বলেছেনঃ

    অনেক মজা পাইলাম, আপু 😀

    পুরাই বিচ্ছু বাহিনী, কিন্তু ‘কিউট’ :love:

    আমার পিচ্চিটাও অনেক চঞ্চল- ১০ বছরের ছোট, অথচ ঝগড়ার বেলায় কোন আপোস নেই! 🙂

  13. নিলয় বলেছেনঃ

    হাহাহাহাহা- মজারু হয়েছে, সামিরা’পু 😀

  14. মুবিন বলেছেনঃ

    “তাহলে তোমাকে মাইইর দিব, থাপ্পড় দিয়ে উড়ায়াআআআ দিব। গাড়িতে করে বাসাআআয় চলে যাব। বমি করতে করতে বাসায় চলে যাব”
    =))

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।